ETV Bharat / state

WBSEDCL Initiative : বিদ্যুতের সমস্যা মেটাতে নতুন উদ্যোগ ডব্লিউবিএসইডিসিএলের

এবার থেকে শিল্প কলকারখানা-সহ বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগের যেকোন সমস্যা মেটাতে হোয়াটসঅ্যাপ নম্বর ও মেইল আইডি চালু করল ডব্লিউবিএসইডিসিএল (WBSEDCL launches new initiative for electricity Problems) ৷

author img

By

Published : May 26, 2022, 11:14 AM IST

Durgapur WBSEDCL Initiative
বুধবার আয়োজিত হল বাল্ক কনসিউমার সামিট

দুর্গাপুর, 26 মে : রাজ্য সরকারের রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের পক্ষ থেকে দুর্গাপুরের বেসরকারি একটি হোটেলে বুধবার আয়োজিত হল বাল্ক কনসিউমার সামিট (Bulk Consumer Summit) ৷ এই অনুষ্ঠানে দুর্গাপুর ও আসানসোলে বিভিন্ন জায়গায় শিল্প ও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ চাহিদা বাড়ার কারণে নতুন করে 270 কোটি টাকা ব্যয় করা হবে বলে জানান বিদ্যুৎ বণ্টন নিগমের কর্তারা (WBSEDCL launches new initiative for electricity Problems) ।

শিল্পের ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যার কথা জানান শিল্পপতিরা । বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ রয়েছে যাঁদের তাঁরা যাতে করে কোনও সমস্যাতে পড়লে দ্রুত ডব্লিউবিএসইডিসিএলকে জানাতে পারে এবং দ্রুত সমস্যার সমাধান হয় তার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর ও মেইল আইডি দেওয়া হল । বাণিজ্যিকভাবে যাঁদের বিদ্যুৎ সংযোগ রয়েছে তাঁরা দ্রুত সমস্যার সমাধানের জন্য 890797257 এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন ও দু'টি মেল আইডিতেও সমস্যা জানালে দ্রুত তার সমাধান করা হবে বলে জানানো হয় ।

বিদ্যুৎ সংযোগের যেকোন সমস্যা মেটাতে হোয়াটসঅ্যাপ নম্বর ও মেইল আইডি চালু করল ডব্লিউবিএসইডিসিএল

আরও পড়ুন : Agnimitra Paul : পানীয় জলের কষ্ট শুনেই পিএইচই দফতরে অগ্নিমিত্রা

অন্ডাল বিমাননগরীতে বেশ কিছু শিল্প কলকারখানা প্রতিষ্ঠা লাভ করছে তার জন্য অন্ডালে সাবস্টেশন ও জামুড়িয়াতেও সাবস্টেশন তৈরি হবে দ্রুত বলেও জানান বিদ্যুৎ বণ্টন নিগমের কর্তারা । ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরা তাঁদের সমস্যার কথা জানাতে গিয়ে কম ভোল্টেজ ও ঝড়-ঝঞ্ঝা না হলেও বিদ্যুৎ বিপর্যয়ের সমস্যার কথা তুলে ধরেন । আগামী দিন আর কী কী পরিকল্পনা বিদ্যুৎ উৎপাদনের জন্য রয়েছে সে কথাও জানতে চান গ্রাহকরা । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ ইঞ্জিনিয়ার অনিশচন্দ্র বীর, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার নিশীথ কুন্ডু সাহু-সহ অন্যান্য আধিকারিকরা ।

দুর্গাপুর, 26 মে : রাজ্য সরকারের রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের পক্ষ থেকে দুর্গাপুরের বেসরকারি একটি হোটেলে বুধবার আয়োজিত হল বাল্ক কনসিউমার সামিট (Bulk Consumer Summit) ৷ এই অনুষ্ঠানে দুর্গাপুর ও আসানসোলে বিভিন্ন জায়গায় শিল্প ও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ চাহিদা বাড়ার কারণে নতুন করে 270 কোটি টাকা ব্যয় করা হবে বলে জানান বিদ্যুৎ বণ্টন নিগমের কর্তারা (WBSEDCL launches new initiative for electricity Problems) ।

শিল্পের ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যার কথা জানান শিল্পপতিরা । বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ রয়েছে যাঁদের তাঁরা যাতে করে কোনও সমস্যাতে পড়লে দ্রুত ডব্লিউবিএসইডিসিএলকে জানাতে পারে এবং দ্রুত সমস্যার সমাধান হয় তার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর ও মেইল আইডি দেওয়া হল । বাণিজ্যিকভাবে যাঁদের বিদ্যুৎ সংযোগ রয়েছে তাঁরা দ্রুত সমস্যার সমাধানের জন্য 890797257 এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন ও দু'টি মেল আইডিতেও সমস্যা জানালে দ্রুত তার সমাধান করা হবে বলে জানানো হয় ।

বিদ্যুৎ সংযোগের যেকোন সমস্যা মেটাতে হোয়াটসঅ্যাপ নম্বর ও মেইল আইডি চালু করল ডব্লিউবিএসইডিসিএল

আরও পড়ুন : Agnimitra Paul : পানীয় জলের কষ্ট শুনেই পিএইচই দফতরে অগ্নিমিত্রা

অন্ডাল বিমাননগরীতে বেশ কিছু শিল্প কলকারখানা প্রতিষ্ঠা লাভ করছে তার জন্য অন্ডালে সাবস্টেশন ও জামুড়িয়াতেও সাবস্টেশন তৈরি হবে দ্রুত বলেও জানান বিদ্যুৎ বণ্টন নিগমের কর্তারা । ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরা তাঁদের সমস্যার কথা জানাতে গিয়ে কম ভোল্টেজ ও ঝড়-ঝঞ্ঝা না হলেও বিদ্যুৎ বিপর্যয়ের সমস্যার কথা তুলে ধরেন । আগামী দিন আর কী কী পরিকল্পনা বিদ্যুৎ উৎপাদনের জন্য রয়েছে সে কথাও জানতে চান গ্রাহকরা । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ ইঞ্জিনিয়ার অনিশচন্দ্র বীর, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার নিশীথ কুন্ডু সাহু-সহ অন্যান্য আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.