ETV Bharat / state

ফরাক্কা ব্যারেজে দুর্ঘটনায় ডাম্পার ও টোটো, জখম 8 - তিনটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে জখম

আজ পাথর বোঝাই ডাম্পারটি মালদার দিকে যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক একটি ডাম্পার ও টোটো আসছিল । ডাম্পার দুটো ও টোটোর মধ্যে সংঘর্ষ হয় । আহত হয় আট জন ৷

ACCIDENT
ফরাক্কা ব্যারেজের
author img

By

Published : Jan 25, 2020, 4:58 PM IST

ফরাক্কা , 25 জানুয়ারি : শনিবার সকালে 34 নম্বর জাতীয় সড়কে ফরাক্কা ব্যারেজে দুটি ডাম্পার ও টোটোর সংঘর্ষে আহত হন আট জন । আহতদের মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ৷


আজ পাথর বোঝাই ডাম্পারটি মালদার দিকে যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক একটি ডাম্পার ও টোটো আসছিল । ডাম্পার দুটো ও টোটোর মধ্যে সংঘর্ষ হয় । আহত হয় আট জন ৷

আহতদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ এই ঘটনায় পুলিশ ও CISF এর জওয়ানদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ প্রশ্ন উঠেছে, তাদের নজর এড়িয়ে কীভাবে জাতীয় সড়কে টোটো চলছিল ।

ফরাক্কা , 25 জানুয়ারি : শনিবার সকালে 34 নম্বর জাতীয় সড়কে ফরাক্কা ব্যারেজে দুটি ডাম্পার ও টোটোর সংঘর্ষে আহত হন আট জন । আহতদের মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ৷


আজ পাথর বোঝাই ডাম্পারটি মালদার দিকে যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক একটি ডাম্পার ও টোটো আসছিল । ডাম্পার দুটো ও টোটোর মধ্যে সংঘর্ষ হয় । আহত হয় আট জন ৷

আহতদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ এই ঘটনায় পুলিশ ও CISF এর জওয়ানদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ প্রশ্ন উঠেছে, তাদের নজর এড়িয়ে কীভাবে জাতীয় সড়কে টোটো চলছিল ।

Intro:ফরাক্কা ব্যারেজের উপর তিনটি গাড়ি দুর্ঘটনায় জখম আট। Body:ফারাক্কা: দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ ও তার মাঝে একটি টুকটুকির ধাক্কায় জখম বেশ কয়েকজন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ফরাক্কা ব্যারেজের উপর। তিনটি গাড়ির এই সংঘর্ষের জেরে জখমের মালিদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। । ঘটনার জেরে ফারাক্কা ব্যারেজ চত্বরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ।
এফিন পাথর বোঝায় ডাম্পারটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। বিপরীত মুখি একটি গাড়ির মাঝে ঢুকে পড়ে একটি টোটো। তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে জখম হয় মোট আট জন। সকলেই উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।ঘটনায় পুলিশ ও CISF এর বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে টোটো গাড়ি জাতীয় সড়ক তথা ফরাক্কা ব্রিজে কীভাবে উঠল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।Conclusion:প্রশ্ন উঠেছে কর্তব্যরত পুলিশ ও CISF এর বিরুদ্ধে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.