ফরাক্কা , 25 জানুয়ারি : শনিবার সকালে 34 নম্বর জাতীয় সড়কে ফরাক্কা ব্যারেজে দুটি ডাম্পার ও টোটোর সংঘর্ষে আহত হন আট জন । আহতদের মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ৷
আজ পাথর বোঝাই ডাম্পারটি মালদার দিকে যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক একটি ডাম্পার ও টোটো আসছিল । ডাম্পার দুটো ও টোটোর মধ্যে সংঘর্ষ হয় । আহত হয় আট জন ৷
আহতদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ এই ঘটনায় পুলিশ ও CISF এর জওয়ানদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে ৷ প্রশ্ন উঠেছে, তাদের নজর এড়িয়ে কীভাবে জাতীয় সড়কে টোটো চলছিল ।