ETV Bharat / state

কারখানায় অক্সিজেনের ব্যবহার কমিয়ে রোগীদের দেওয়ার আবেদন রাজ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

সেলের তরফে অক্সিজেন দেওয়া হচ্ছে না বলে দুর্গাপুরের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর ইস্পাত কারখানার উৎপাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানোর আগে এই রাজ্যের প্রয়োজনীয়তা মেটানোর আবেদন জানানো হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ৷

author img

By

Published : Apr 23, 2021, 5:01 PM IST

অক্সিজেনের ব্যবহার কমিয়ে রোগীদের দেওয়ার আবেদন রাজ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের
অক্সিজেনের ব্যবহার কমিয়ে রোগীদের দেওয়ার আবেদন রাজ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

দুর্গাপুর, 23 এপ্রিল: দেশের সঙ্গে পাল্লা দিয়ে হু হু করে এই রাজ্যও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা । একই সঙ্গে বাড়ছে অক্সিজেনের চাহিদা । এবার বিভিন্ন কলকারখানায় আছে অক্সিজেনের ব্যবহার কমিয়ে রোগীদের দেওয়ার জন্য আবেদন জানাল রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷

দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব অক্সিজেন প্লান্ট রয়েছে । সূত্রের খবর, এখন থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই রাষ্ট্রয়ত্ত কারখানা থেকে দৈনিক 40 থেকে 50 টন অক্সিজেন পাঠানো হয় । এই দুর্গাপুর ইস্পাত কারখানা এলাকাতেই রয়েছে বেসরকারি উদ্যোগের একটি অক্সিজেন প্লান্ট । যেটি রাজ্যের অন্যতম বৃহৎ অক্সিজেন প্লান্ট । এই কারখানা থেকে উৎপাদিত অক্সিজেন স্থানীয় হাসপাতালের চাহিদা মেটায় ৷ যদিও উৎপাদিত অক্সিজেনের অনেকটাই চলে যায় অন্য রাজ্যে । অথচ আমাদের রাজ্যের বহু হাসপাতাল এখন অক্সিজেন সংকটে ভুগছে ।

সেলের তরফে অক্সিজেন দেওয়া হচ্ছে না বলে দুর্গাপুরের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর ইস্পাত কারখানার উৎপাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানোর আগে এই রাজ্যের প্রয়োজনীয়তা মেটানোর আবেদন জানানো হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ৷

ইস্পাত কারখানায় অক্সিজেনের ব্যবহার কমিয়ে রোগীদের দেওয়ার আবেদন রাজ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

আরও পড়ুন : মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

ইতিমধ্যেই বামপন্থী শ্রমিক সংগঠনের তরফে অভিযোগ তোলা হয়, এই রাষ্ট্রয়ত্ত কারখানার উৎপাদিত অক্সিজেন দেশের লাখ লাখ মানুষের জীবন বাঁচাচ্ছে, অথচ দুর্গাপুর ইস্পাত কারখানাকেই বেসরকারীকরণ করার জন্য উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদির সরকার ।

দুর্গাপুর, 23 এপ্রিল: দেশের সঙ্গে পাল্লা দিয়ে হু হু করে এই রাজ্যও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা । একই সঙ্গে বাড়ছে অক্সিজেনের চাহিদা । এবার বিভিন্ন কলকারখানায় আছে অক্সিজেনের ব্যবহার কমিয়ে রোগীদের দেওয়ার জন্য আবেদন জানাল রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷

দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব অক্সিজেন প্লান্ট রয়েছে । সূত্রের খবর, এখন থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই রাষ্ট্রয়ত্ত কারখানা থেকে দৈনিক 40 থেকে 50 টন অক্সিজেন পাঠানো হয় । এই দুর্গাপুর ইস্পাত কারখানা এলাকাতেই রয়েছে বেসরকারি উদ্যোগের একটি অক্সিজেন প্লান্ট । যেটি রাজ্যের অন্যতম বৃহৎ অক্সিজেন প্লান্ট । এই কারখানা থেকে উৎপাদিত অক্সিজেন স্থানীয় হাসপাতালের চাহিদা মেটায় ৷ যদিও উৎপাদিত অক্সিজেনের অনেকটাই চলে যায় অন্য রাজ্যে । অথচ আমাদের রাজ্যের বহু হাসপাতাল এখন অক্সিজেন সংকটে ভুগছে ।

সেলের তরফে অক্সিজেন দেওয়া হচ্ছে না বলে দুর্গাপুরের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর ইস্পাত কারখানার উৎপাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানোর আগে এই রাজ্যের প্রয়োজনীয়তা মেটানোর আবেদন জানানো হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ৷

ইস্পাত কারখানায় অক্সিজেনের ব্যবহার কমিয়ে রোগীদের দেওয়ার আবেদন রাজ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের

আরও পড়ুন : মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

ইতিমধ্যেই বামপন্থী শ্রমিক সংগঠনের তরফে অভিযোগ তোলা হয়, এই রাষ্ট্রয়ত্ত কারখানার উৎপাদিত অক্সিজেন দেশের লাখ লাখ মানুষের জীবন বাঁচাচ্ছে, অথচ দুর্গাপুর ইস্পাত কারখানাকেই বেসরকারীকরণ করার জন্য উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদির সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.