ETV Bharat / state

উন্নয়নের কাজ না হওয়ায় উপপ্রধানকে প্রকাশ্যে গালিগালাজ, ভাইরাল ভিডিয়ো

চুরুলিয়া পঞ্চায়েতের রুইদাস পাড়ায় নির্মল বাংলা প্রসঙ্গে এলাকাবাসীর সঙ্গে কথা বলতে যান উপপ্রধান প্রদীপ মুখোপাধ্যায় ও পঞ্চায়েত সদস্যরা । সেই সময় এলাকার এক ব্যক্তি প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে উপপ্রধানকে । এমনই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

insulting the deputy chief for not doing development work
উপপ্রধানকে প্রকাশ্যে গালিগালাজ, ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : Dec 3, 2020, 8:16 PM IST

Updated : Dec 3, 2020, 10:54 PM IST

জামুড়িয়া, 2 ডিসেম্বর : রাজ্য সরকারের নির্মল বাংলা প্রকল্প নিয়ে চুরুলিয়া পঞ্চায়েতের রুইদাস পাড়াতে যান পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ মুখোপাধ্যায় ও পঞ্চায়েত সদস্যরা । এলাকার মানুষের সঙ্গে কথা বলতে গেলে ক্ষোভের মুখে পড়ে তাঁরা । এলাকার এক ব্যক্তি প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে উপপ্রধানকে । এমনকি হাতের টর্চ নিয়ে মারমুখী অবস্থায় এগিয়ে যায় উপপ্রধানের উদ্দেশে । অবশেষে পঞ্চায়েতের উপপ্রধান নথিপত্র নিয়ে সেখান থেকে চলে যায় । এমনই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে তোলপাড় জামুড়িয়ায় ।

চুরুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ মুখোপাধ্যায় বলেন,"রাজ্য সরকারের 'নির্মল বাংলা প্রকল্প' নিয়ে চুরুলিয়ার দক্ষিণ রুইদাস পাড়ায় গিয়েছিলাম । ওই রুইদাস পাড়াতে রাজ্য সরকারের নির্মল বাংলা প্রকল্পের চল্লিশটি শৌচাগার তৈরি হয়েছে ইতিমধ্যে । শৌচাগার তৈরি নিয়ে আলোচনা হচ্ছিল এলাকার মানুষের সঙ্গে । এর পর হঠাৎই এক ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে । এমনকি আমার উদ্দেশে মারমুখী অবস্থায় এগিয়ে আসে । সাম্প্রদায়িক লড়াই লাগানোর উদ্দেশে কথা বলে ওই ব্যক্তি । এরপর রুইদাস পাড়া থেকে আমি ও পঞ্চায়েত সদস্যকে নিয়ে সেখান থেকে চলে আসি । যে আমাকে গালিগালাজ করছিল তাঁর নাম স্বপন রুইদাস । সে আগে সিপিএম করত এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে । এটি একটি পরিকল্পিত ঘটনা ।"

জামুড়িয়ার বিজেপি নেতা রানা বন্দ্যোপাধ্যায় বলেন "জামুড়িয়ায় চুরুলিয়া পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজই হয়নি । যে চুরুলিয়ায় কবি কাজী নজরুল ইসলামের জন্ম । সেই চুরুলিয়ার রাস্তাঘাট থেকে শুরু করে পরিষেবামূলক কিছুই হয়নি । তাই এলাকার মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছে । প্রতিবাদ করতে গেলেই সে এখন বিজেপি ।"

আরও পড়ুন : কাঁকসায় মিশন নির্মল বাংলার শৌচাগার নির্মাণে দুর্নীতির অভিযোগ

জামুড়িয়া, 2 ডিসেম্বর : রাজ্য সরকারের নির্মল বাংলা প্রকল্প নিয়ে চুরুলিয়া পঞ্চায়েতের রুইদাস পাড়াতে যান পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ মুখোপাধ্যায় ও পঞ্চায়েত সদস্যরা । এলাকার মানুষের সঙ্গে কথা বলতে গেলে ক্ষোভের মুখে পড়ে তাঁরা । এলাকার এক ব্যক্তি প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে উপপ্রধানকে । এমনকি হাতের টর্চ নিয়ে মারমুখী অবস্থায় এগিয়ে যায় উপপ্রধানের উদ্দেশে । অবশেষে পঞ্চায়েতের উপপ্রধান নথিপত্র নিয়ে সেখান থেকে চলে যায় । এমনই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে তোলপাড় জামুড়িয়ায় ।

চুরুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ মুখোপাধ্যায় বলেন,"রাজ্য সরকারের 'নির্মল বাংলা প্রকল্প' নিয়ে চুরুলিয়ার দক্ষিণ রুইদাস পাড়ায় গিয়েছিলাম । ওই রুইদাস পাড়াতে রাজ্য সরকারের নির্মল বাংলা প্রকল্পের চল্লিশটি শৌচাগার তৈরি হয়েছে ইতিমধ্যে । শৌচাগার তৈরি নিয়ে আলোচনা হচ্ছিল এলাকার মানুষের সঙ্গে । এর পর হঠাৎই এক ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে । এমনকি আমার উদ্দেশে মারমুখী অবস্থায় এগিয়ে আসে । সাম্প্রদায়িক লড়াই লাগানোর উদ্দেশে কথা বলে ওই ব্যক্তি । এরপর রুইদাস পাড়া থেকে আমি ও পঞ্চায়েত সদস্যকে নিয়ে সেখান থেকে চলে আসি । যে আমাকে গালিগালাজ করছিল তাঁর নাম স্বপন রুইদাস । সে আগে সিপিএম করত এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে । এটি একটি পরিকল্পিত ঘটনা ।"

জামুড়িয়ার বিজেপি নেতা রানা বন্দ্যোপাধ্যায় বলেন "জামুড়িয়ায় চুরুলিয়া পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজই হয়নি । যে চুরুলিয়ায় কবি কাজী নজরুল ইসলামের জন্ম । সেই চুরুলিয়ার রাস্তাঘাট থেকে শুরু করে পরিষেবামূলক কিছুই হয়নি । তাই এলাকার মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছে । প্রতিবাদ করতে গেলেই সে এখন বিজেপি ।"

আরও পড়ুন : কাঁকসায় মিশন নির্মল বাংলার শৌচাগার নির্মাণে দুর্নীতির অভিযোগ

Last Updated : Dec 3, 2020, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.