দুর্গাপুর, 3 মে : করোনার সুনামির মাঝেই এরাজ্যে বিধানসভায় জোড়াফুলের বিরাট জয় । আর তারপর থেকে উল্লসিত ঘাসফুল শিবির । একদিকে মহামারীর আবহ, অন্যদিকে রাজ্যজুড়ে আংশিক লকডাউনের নির্দেশিকা ৷ কিন্তু সে সব কিছুকে তোয়াক্কা না করেই দুর্গাপুরের 8 নম্বর ওয়ার্ডের তালতলা বস্তির টিএমসি কর্মীরা তাঁদের কচিকাঁচাদের নিয়ে মাস্ক ছাড়া মেতে উঠলেন সবুজ আবির খেলায় ।
ডিজে বাজিয়ে তৃণমূলের পতাকা হাতে নিয়ে কোমর দুলিয়ে দেখা গেল মেতে উঠতে । কোভিডের দ্বিতীয় তরঙ্গ এখনও পর্যন্ত বহু প্রিয়জনকে কেড়ে নিয়েছে এই শহরে । হাসপাতালে বেড নেই । অসহায় মানুষ দিশেহারা । আ্যম্বুলেন্সের সাইরেনে আতঙ্কিত শহরবাসী । আর সেইসময় এই ছবিও দুর্গাপুরে । যারা আংশিক লকডাউনের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মেতে উঠছেন ‘খেলা হবে’ এই স্লোগানের তালে তালে ।
আরও পড়ুন : বাগদায় হেরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত সমিতিতে তালা
প্রশ্ন উঠছে, আদৌ কি আংশিক লকডাউনের জেরে কোনও লাভ হচ্ছে ? নাকি শুধুই কতিপয় ব্যবসায়ীদের শুধু নয় অর্থনৈতিক বিরাট ক্ষতির মুখে পড়ছে এই রাজ্য ?