রানিগঞ্জ , 17 অক্টোবর : রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েতের অন্তর্গত নুপুর কলোনিতে পুজোর আগে থেকেই চলছে তীব্র জল সংকট। অভিযোগ, প্রায় 20 দিন ধরে এই সমস্যা চললেও, হয়নি সমস্যার সমাধান ৷ ফলে পানীয় জল তো বটেই, রান্না, বাসন মাজা, স্নানের জল পেতেও সমস্যায় পড়ছেন এলাকাবাসী ৷
পানীয় জলের দাবিতে রবিবার নুপুর কলোনিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এক গ্রামবাসী অতনু মণ্ডল বলেন, "গত কয়েকদিন আগে সাইক্লোনের প্রভাবে ব্যাপক বৃষ্টি হয়। অতিমাত্রায় বৃষ্টির জেরে নুনিয়া নদীর জল বেড়ে যায়। জলের স্রোতে ভেঙে যায় পানীয় জলের পাইপ লাইন। দুর্গাপুজোর জন্য পাইপলাইন মেরামতির কাজ বন্ধ হয়ে যায়। যার জেরে চরম জল সংকট তৈরি হয়েছে। পানীয় জলের সঙ্কটের বিষয়টি বল্লভপুর পঞ্চায়েতে জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি।"
আরও পড়ুন : Asansol Murder : মদের আসরে বিবাদ, দুই শ্যালককে খুনে অভিযুক্ত জামাই
এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রানিগঞ্জ থানার পুলিশ। যান বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডলও ৷ সেখানে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে ৷ দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে এদিন গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন উপপ্রধান ৷