ETV Bharat / state

মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে দুর্গাপুর CMERI-এ তৈরি হল ভেন্টিলেশন

author img

By

Published : Jun 3, 2020, 6:26 PM IST

Updated : Jun 3, 2020, 8:17 PM IST

ছবি
ছবি

CMERI-র ডিরেক্টর ডা: হরিশ হিরানি জানিয়েছেন, ভেন্টিলেশন সিস্টেম বিক্রি হবে মাত্র 80-85 হাজার টাকায় । প্রায় একমাস ধরে নানা রোগীর উপর এই ভেন্টিলেশন সিস্টেমের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে ।

দুর্গাপুর, 3 জুন : মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে দেশের নানা সংস্থায় ইতিমধ্যেই ভেন্টিলেশন তৈরির কাজ শুরু হয়েছে। এবার ভেন্টিলেশন প্রস্তুতিতে সাফল্য পেল দুর্গাপুরের CMERI(সি এস আই আর-সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট) । ইতিমধ্যেই রোগীদের উপর এই ভেন্টিলেশন সিস্টেমের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে । CMERI-র তরফে জানানো হয়েছে, মাত্র 80-85 হাজার টাকায় এই ভেন্টিলেশন সিস্টেম বিক্রি করা হবে।


ফুসফুসে সমস্যা জনিত কারণে অনেক সময় রোগীদের ফুসফুসে অক্সিজেন পৌঁছাতে পারে না । এর জেরে তাদের ভেন্টিলেশনে রাখতে হয়। বর্তমানে কোরোনার ভাইরাসের জেরেও রোগীরা ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্টে ভুগছেন । বেশিরভাগ সময় তাদের ভেন্টিলেশনে রাখতে হচ্ছে । কিন্তু এই ভেন্টিলেশনে রাখাটাও অত্যন্ত ব্যয়বহুল। এখনও পর্যন্ত দেশের গুটিকতক সংস্থা এই ভেন্টিলেশন সিস্টেম তৈরি করে । এবং নিজেদের ইচ্ছেমতো দামে হাসপাতালগুলির কাছে তা বিক্রি করত বলেই অভিযোগ । তাই নানা ক্ষেত্রে সমস্য়ায় পড়তে হত হাসপাতাল কর্তৃপক্ষকে । বেশিরভাগ ক্ষেত্রে আবার বিদেশ থেকে ভেন্টিলেশন সিস্টেম আনতে হত । চিকিৎসকদের দাবি, 5 লাখ টাকা থেকে 25 -30 লাখ টাকা পর্যন্ত দামে ভেন্টিলেশন সিস্টেম কিনতে হত। এই পরিস্থিতিতে মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে দেশের বহু সংস্থা ভেন্টিলেশন তৈরির বরাত পায় । সেইমতো শুরু হয় ভেন্টিলেশন সিস্টেম তৈরির কাজ । ইতিমধ্য়েই সাফল্য় পেয়েছে দুর্গাপুরের CMERI । প্রায় একমাস দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের নানা রোগীর উপর এই ভেন্টিলেশন সিস্টেমের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। CMERI-র ডিরেক্টর ডা: হরিশ হিরানি জানিয়েছেন, ভেন্টিলেশন সিস্টেম বিক্রি হবে মাত্র 80-85 হাজার টাকায় ।

ভিডিয়োয় অরুণাংশু গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শুনুন

এবিষয়ে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা: অরুণাংশু গঙ্গোপাধ্যায় বলেন, "খুব কম দামে এই ভেন্টিলেশন সিস্টেম পাওয়া যাবে । ফলে প্রত্যন্ত এলাকার গরিব মানুষজনকে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে । তাদের ভেন্টিলেশন সিস্টেমে রাখার সুবিধা দেওয়া যাবে। সরকারি প্রকল্পে গরিব মানুষদেরকে যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এবার এই ভেন্টিলেশন সিস্টেমের সুবিধাও তাঁরা পেতে পারেন। কারণ হাসপাতালে ভেন্টিলেশন সিস্টেম বসাতে এবং তা চালাতে যা খরচ হত, এবার তা অনেকটাই কমে যাবে ।"

তিনি আরও বলেন, "বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই উদ্যোগ আমাদের চিকিৎসা পরিষেবাকে আরও মজবুত করবে । দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্পমূল্যের এই ভেন্টিলেশন সিস্টেম আগামীদিনে দেশের সমস্ত হাসপাতালেই বসানো যাবে ।"

Last Updated :Jun 3, 2020, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.