ETV Bharat / state

BJP Yuva Morcha Rally: বিজেপি যুব মোর্চার মিছিলে বাধা পুলিশের, আসানসোলে ধুন্ধুমার

author img

By

Published : Nov 30, 2022, 2:03 PM IST

আসানসোলে বিজেপি যুব মোর্চার মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার (Unrest Situation Over BJP Yuva Morcha Rally in Asansol) ৷ ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ ৷

unrest-situation-over-bjp-yuva-morcha-rally-in-asansol
Unrest Situation Over BJP Yuva Morcha Rally in Asansol

আসানসোল, 30 নভেম্বর: সিভিক ভলান্টিয়ারদের স্থায়ীকরণ,বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামল বিজেপি যুব মোর্চা ৷ আর সেই আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার বাঁধল আসানসোলে (Unrest Situation Over BJP Yuva Morcha Rally in Asansol) ৷ বুধবার রবীন্দ্রভবনের সামনে বিএনআর মোড়ে বিজেপি যুব মোর্চার বেশ কয়েকজন কর্মী-সমর্থক জড়ো হয়েছিলেন ৷ সিভিক ভলান্টিয়ারদের হয়ে দাবিদাওয়া আদায়ের দাবিতে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে অভিযান করছিল যুব মোর্চা ৷ ঘটনায় বিজেপি বহু কর্মীকে আটক করেছে পুলিশ ৷

সিভিক ভলান্টিয়ারদের স্থায়ীকরণ ও বেতনবৃদ্ধির দাবি-সহ একাধিক ইস্যুতে এদিন বিজেপি যুব মোর্চা আন্দোলন করে ৷ সেখান থেকে মিছিল করে দিনভর ধর্না ও কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছিল বিজেপির যুব সংগঠন ৷ আসানসোল রবীন্দ্রভবনের সামনে বিএনআর মোড়ের কাছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাদের পথ আটকতায় ৷

বিজেপি যুব মোর্চার মিছিলে বাধা পুলিশের, ধুন্ধুমার আসানসোলে

আরও পড়ুন: ডেঙ্গি অভিযানে ফাটল বিজেপি কর্মীর নাক, অভিযুক্ত তৃণমূল

বিজেপি যুব মোর্চার এই মিছিলকে কেন্দ্র করে আসানসোল শহরে অশান্তি হতে পারে, এই আশঙ্কায় পুলিশের তরফে বাধা দেওয়া হয় ৷ বাধা পেয়ে বিজেপি যুব মোর্চার তরফে বিক্ষোভ দেখানো শুরু হয় ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপির কর্মীরা ৷ যে ঘটনায় প্রথমে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ৷ পরবর্তী ক্ষেত্রে তা হাতাহাতিতে গড়ায় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আসানসোল বিএনআর মোড়ে ৷ পুলিশ বেশ কয়েকজনকে এই ঘটনায় আটক করেছে ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বলপূর্বক বাধা দেওয়া হয়েছে ৷

আসানসোল, 30 নভেম্বর: সিভিক ভলান্টিয়ারদের স্থায়ীকরণ,বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামল বিজেপি যুব মোর্চা ৷ আর সেই আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার বাঁধল আসানসোলে (Unrest Situation Over BJP Yuva Morcha Rally in Asansol) ৷ বুধবার রবীন্দ্রভবনের সামনে বিএনআর মোড়ে বিজেপি যুব মোর্চার বেশ কয়েকজন কর্মী-সমর্থক জড়ো হয়েছিলেন ৷ সিভিক ভলান্টিয়ারদের হয়ে দাবিদাওয়া আদায়ের দাবিতে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে অভিযান করছিল যুব মোর্চা ৷ ঘটনায় বিজেপি বহু কর্মীকে আটক করেছে পুলিশ ৷

সিভিক ভলান্টিয়ারদের স্থায়ীকরণ ও বেতনবৃদ্ধির দাবি-সহ একাধিক ইস্যুতে এদিন বিজেপি যুব মোর্চা আন্দোলন করে ৷ সেখান থেকে মিছিল করে দিনভর ধর্না ও কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছিল বিজেপির যুব সংগঠন ৷ আসানসোল রবীন্দ্রভবনের সামনে বিএনআর মোড়ের কাছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাদের পথ আটকতায় ৷

বিজেপি যুব মোর্চার মিছিলে বাধা পুলিশের, ধুন্ধুমার আসানসোলে

আরও পড়ুন: ডেঙ্গি অভিযানে ফাটল বিজেপি কর্মীর নাক, অভিযুক্ত তৃণমূল

বিজেপি যুব মোর্চার এই মিছিলকে কেন্দ্র করে আসানসোল শহরে অশান্তি হতে পারে, এই আশঙ্কায় পুলিশের তরফে বাধা দেওয়া হয় ৷ বাধা পেয়ে বিজেপি যুব মোর্চার তরফে বিক্ষোভ দেখানো শুরু হয় ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপির কর্মীরা ৷ যে ঘটনায় প্রথমে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ৷ পরবর্তী ক্ষেত্রে তা হাতাহাতিতে গড়ায় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আসানসোল বিএনআর মোড়ে ৷ পুলিশ বেশ কয়েকজনকে এই ঘটনায় আটক করেছে ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বলপূর্বক বাধা দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.