জামুড়িয়া, 4 ডিসেম্বর: সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । পঞ্চায়েত নির্বাচনকে নজর রেখে বিজেপি'র হয়ে রাজ্য জনসংযোগে এসেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল (union minister Kapil Moreswar Patil) । রবিবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার হিজলগোড়া পঞ্চায়েত এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি ৷ কথা বললেন এলাকার সাধারণ মানুষের সঙ্গে । বিজেপির কর্মী-সমর্থকরা তাঁকে ফুলের স্তবক দিয়ে সম্মান জানান ৷
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে কপিল মোরেশ্বর বলেন (union minister Kapil Moreswar patil criticises TMC Govt),"আসানসোল লোকসভা কেন্দ্রের জামুড়িয়া বিধানসভার এক প্রত্যন্ত গ্রামে এসেছি । প্রত্যেকটি বুথে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলব । তাঁদের সমস্যার কথা শুনব । এলাকার মানুষজন তাদের সমস্যার কথা ভয়ে বলছে না । এই রাজ্যে এতই আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ । দেখে আশ্চর্য হচ্ছি । আমি শুনেছি পশ্চিমবঙ্গে বিরোধীদের ভোটে দাঁড়াতে দেওয়া হয় না । নির্বাচনের ফর্ম ভরতে দেওয়া হয় না । তামিলনাড়ুতে বিজেপি সরকার নেই । অন্ধপ্রদেশেও বিজেপি সরকার নেই । তেলেঙ্গানাতেও বিজেপি সরকার নেই । কিন্তু এই রাজ্যের মতো অচ্ছুৎ ব্যবহার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কেউ করে না । কেন্দ্র থেকে কোনও প্রতিনিধি বা মন্ত্রী এলে সেই রাজ্য সরকারের প্রতিনিধি তাদের সঙ্গে থাকে । তাদের সমস্যার কথা বলে । কিন্তু এখানে তার উলটো চিত্র দেখা যাচ্ছে ।"
আরও পড়ুন: কেন্দ্রের টাকার মাত্র 40 শতাংশ খরচ হয়েছে গ্রামোন্নয়নে, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর