দুর্গাপুর, 19 মার্চ : অন্ডালের রেলকর্মী খুনের উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ ত্রিকোণ প্রেমের জেরে খুন হতে হয়েছে রেলকর্মীকে ৷ (Two Persons Arrested in Andal Railway Worker Murder Case) ৷
অন্ডালের 13 নম্বর রেল কলোনিতে চলতি বছরের 19 জানুয়ারি সকালে রেলের আবাসন থেকেই সত্যেন্দ্রকুমার ভাস্কর নামে এক রেলকর্মীর মৃতদেহ উদ্ধার হয় । ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । তদন্তে নেমে অন্ডাল থানার পুলিশের পাঁচ সদস্যের একটি দল পাড়ি দেয় ভিনরাজ্যে ।
আরও পড়ুন : Road Accident in Malda : পথ দুর্ঘটনায় মৃত্যু এক মাদ্রাসা পরীক্ষার্থীর, গুরুতর আহত আরও এক
চলতি মাসের 17 তারিখ দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ। বিহারের সাহাপুর থেকে গ্রেফতার হয় মঞ্জু দেবী ও উত্তরপ্রদেশের বালিয়ার শংকরপুর থেকে গ্রেফতার হয় অঙ্কিতকুমার যাদব । অঙ্কিতকুমার যাদবকে তিনদিনের ট্রানজিট রিমান্ডে আনা হয় অন্ডাল থানায় ।
রেলকর্মী খুনের পিছনে আরও কেউ জড়িত আছে কিনা, তার তদন্তে পুলিশ আসামীদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে 14 দিনের হেফাজত চায় ।
আরও পড়ুন : Taslima Nasreen on Kashmir Files : হিন্দুদের বাংলাদেশ ছাড়া নিয়ে কোনও সিনেমা নেই কেন, প্রশ্ন তসলিমার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া রেলকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল অঙ্কিতের । আর এই অঙ্কিতের আত্মীয় মঞ্জুদেবী । তারা দুজন অন্ডালে রেল আবাসনে এসে খুন করে সত্যেন্দ্রকে ।
সত্যেন্দ্রর স্ত্রীকে কেন গ্রেফতার নয়, সেই প্রশ্ন উঠছে ৷ জানা গিয়েছে, ওই মহিলা সদ্য একটি শিশুর জন্ম দেওয়ার কারণে তাঁকে গ্রেফতার করেনি পুলিশ ।