ETV Bharat / state

1 কোটি টাকাসহ গ্রেপ্তার দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়ক - 2 person

শেষ দফা ভোটের আগে আসানসোল স্টেশন থেকে 1 কোটি টাকা সহ ধৃত দুই ।

ধৃত ব্য়ক্তি
author img

By

Published : May 13, 2019, 12:46 PM IST

Updated : May 13, 2019, 10:16 PM IST

আসানসোল, 13 মে : আসানসোল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 কোটি টাকা সহ গ্রেপ্তার করা হল দু'জনকে। ধৃতদের নাম লক্ষ্মীকান্ত সাউ ও গৌতম চট্টোপাধ্যায় । ধৃতদের মধ্যে একজন দক্ষিণ দিল্লির ও আর একজন উত্তর 24 পরগনার শাসনের বাসিন্দা । সূত্রের খবর, গৌতম চট্টোপাধ্যায় দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়ক ।

গতকাল সন্ধেয় 5 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজে ওই দু'জনকে ঘুরতে দেখে সন্দেহ হয় রেল পুলিশের । তারপরই তাদের আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ । কথায় অসঙ্গতি পেলে চালানো হয় তল্লাশি। উদ্ধার হয় 1 কোটি টাকা । জেরা করে জানা যায়, নিয়ম বহির্ভূত ভাবে ওই টাকা নিয়ে আসছিল তারা । তারপরই লক্ষ্মীকান্ত ও গৌতমকে গ্রেপ্তার করে পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ আসানসোল জেলা আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃতদের একজন বলে, "এটা আমাদের টাকা নয় । পার্টির টাকা । ভোটের জন্য নিয়ে আসা হচ্ছিল ।" কোন পার্টি তা জিজ্ঞাসা করলে বলে, "দিল্লি থেকে BJP-র জন্য আনা হচ্ছিল ।" একথা শুনে অনেকেরই প্রশ্ন, তারা যদি BJP-র সদস্য হত, তাহলে তা কি প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে স্বীকার করত ? কোনও দলের সদস্য কি এটা করবে ? তাই তাদের বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ।

আসানসোল, 13 মে : আসানসোল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 কোটি টাকা সহ গ্রেপ্তার করা হল দু'জনকে। ধৃতদের নাম লক্ষ্মীকান্ত সাউ ও গৌতম চট্টোপাধ্যায় । ধৃতদের মধ্যে একজন দক্ষিণ দিল্লির ও আর একজন উত্তর 24 পরগনার শাসনের বাসিন্দা । সূত্রের খবর, গৌতম চট্টোপাধ্যায় দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়ক ।

গতকাল সন্ধেয় 5 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজে ওই দু'জনকে ঘুরতে দেখে সন্দেহ হয় রেল পুলিশের । তারপরই তাদের আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ । কথায় অসঙ্গতি পেলে চালানো হয় তল্লাশি। উদ্ধার হয় 1 কোটি টাকা । জেরা করে জানা যায়, নিয়ম বহির্ভূত ভাবে ওই টাকা নিয়ে আসছিল তারা । তারপরই লক্ষ্মীকান্ত ও গৌতমকে গ্রেপ্তার করে পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ আসানসোল জেলা আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃতদের একজন বলে, "এটা আমাদের টাকা নয় । পার্টির টাকা । ভোটের জন্য নিয়ে আসা হচ্ছিল ।" কোন পার্টি তা জিজ্ঞাসা করলে বলে, "দিল্লি থেকে BJP-র জন্য আনা হচ্ছিল ।" একথা শুনে অনেকেরই প্রশ্ন, তারা যদি BJP-র সদস্য হত, তাহলে তা কি প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে স্বীকার করত ? কোনও দলের সদস্য কি এটা করবে ? তাই তাদের বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ।

Intro:দিল্লি থেকে ১ কোটি টাকা রাজ্য বিজেপির জন্যই আনা হচ্ছিল ভোটের কাজে ব্যবহার করার জন্য। আসানসোল স্টেশনে ১ কোটি টাকা সহ ধৃত দুই ব্যাক্তির বয়ানে এমনটাই স্পষ্ট হল। গতকাল সন্ধ্যেবেলায় আসানসোল স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম থেকে আটক করা হয় দুই ব্যাক্তিকে। তাদের কাছে ১ কোটি টাকা নগদ পাওয়া যায়। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।Body:বারে বারেই তৃণমূল দাবি করছি হিসাব বহির্ভুত টাকা বাইরে থেকে আসছে বিজেপির জন্য। ইতিমধ্যেই ভারতী ঘোষের কাছ থেকে লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার আসানসোল। দিল্লি থেকে রাজ্য বিজেপির জন্য এক কোটি টাকা নিয়ে আসা হচ্ছিল। নির্বাচনের কাজেই তা ব্যবহৃত হত। কিন্তু মাঝপথেই পুলিশের হাতে আটক হল সেই টাকা। ধরা পড়ল দুজন। গতকাল সন্ধ্যায় আসানসোল রেলস্টেশনের ৫ নম্বর প্লাটফর্মের ওভারব্রিজে দুজনকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে রেলপুলিশ। সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চালাতেই দুজনের কাছ থেকে ১ কোটি টাকা বেরিয়ে আসে। এরপর পুলিশ তাদের লাগাতার জেরা করতে শুরু করে। পুলিশ জানতে পারে ধৃত দুজনের নাম লক্ষ্মীকান্ত সাউ এবং গৌতম চট্টোপাধ্যায়। একজনের বাড়ি দক্ষিন দিল্লি এলাকায় অন্যজন উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা। পুলিশ জানতে পারে নিয়ম বহির্ভুত ভাবে টাকা নিয়ে আসা হচ্ছিল বিজেপির জন্য। এই টাকা ভোটে ব্যবহৃত হত। এরপরেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। আজ দুজনকে আসানসোল মহকুমা আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার পথে ধৃতরা জানায় “এটা আমাদের টাকা নয়, পার্টির টাকা, ভোটের জন্য নিয়ে আসা হচ্ছিল। কোন পার্টি জিজ্ঞেস করায় স্পষ্টতই ধৃতরা জানায়, বিজেপি। Conclusion:
Last Updated : May 13, 2019, 10:16 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.