ETV Bharat / state

পরিযায়ী শ্রমিকদের পৌঁছাতে গিয়ে উধাও 2 সরকারি বাস ফিরল দুর্গাপুরে - পরিযায়ী শ্রমিকদের পৌঁছতে যাওয়া নিখোঁজ 2 টি সরকারি বাস ফিরে এল দুর্গাপুরে

পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে 8 টি সরকারি (SBSTC) বাস দুর্গাপুর থেকে রওনা দিয়েছিল বিহারের জামুইয়ে । 6 টি বাস ফিরে এলেও 2 টি বাসের খোঁজ পাওয়া যাচ্ছিল না ।

The missing government bus returned to Durgapur from up
পরিযায়ী শ্রমিকদের পৌঁছতে যাওয়া নিখোঁজ 2 টি সরকারি বাস ফিরে এল দুর্গাপুরে
author img

By

Published : May 12, 2020, 5:10 PM IST

দুর্গাপুর, 12 মে : পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিহারের উদ্দেশ্যে পাড়ি দেওয়া 2 টি সরকারি (SBSTC) বাস নিখোঁজ ছিল । আজ তারা দুর্গাপুরে ফিরে আসে । দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে দুটি গাড়ির চালকের হাতে ক্ষতিপূরণ বাবদ চেক তুলে দেন ।

পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে 8 টি সরকারি (SBSTC) বাস দুর্গাপুর থেকে রওনা দিয়েছিল বিহারের জামুইয়ের উদ্দেশ্যে । 6 টি বাস ফিরে এলেও 2 টি বাসের খোঁজ পাওয়া যাচ্ছিল না । GPRS সিস্টেমের মাধ্যমে বাসের চালকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হয় । পরে জানা যায় ওই দু'টি বাসে উত্তরপ্রদেশের শ্রমিকরা ছিলেন । বিহারের জামুইয়ে বাস দুটিকে দাঁড়াতেই দেননি তাঁরা ।

অভিযোগ, এই দুটি বাসের চালকদের মারধর করে, ভয় দেখিয়ে ওই পরিযায়ী শ্রমিকরা উত্তরপ্রদেশে বাস দুটিকে নিয়ে যান । বিহারের জামুইয়ের প্রশাসন সব দেখেও বিষয়টি নিয়ে উদাসীন ছিল । অসহায় এই 2 বাসের চালক বাধ্য হয়ে উত্তরপ্রদেশ যান । তাঁদের আর্থিক সংগতিও ছিল না । তবুও নিজেদের অর্থ ব্যয় করে গাড়িতে তেল ভরে দুই চালক উত্তরপ্রদেশে ওই পরিযায়ী শ্রমিকদেরকে নামিয়ে দেন । আজ তাঁরা দুর্গাপুরে ফিরে আসেন ।

দুর্গাপুর, 12 মে : পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিহারের উদ্দেশ্যে পাড়ি দেওয়া 2 টি সরকারি (SBSTC) বাস নিখোঁজ ছিল । আজ তারা দুর্গাপুরে ফিরে আসে । দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে দুটি গাড়ির চালকের হাতে ক্ষতিপূরণ বাবদ চেক তুলে দেন ।

পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে 8 টি সরকারি (SBSTC) বাস দুর্গাপুর থেকে রওনা দিয়েছিল বিহারের জামুইয়ের উদ্দেশ্যে । 6 টি বাস ফিরে এলেও 2 টি বাসের খোঁজ পাওয়া যাচ্ছিল না । GPRS সিস্টেমের মাধ্যমে বাসের চালকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হয় । পরে জানা যায় ওই দু'টি বাসে উত্তরপ্রদেশের শ্রমিকরা ছিলেন । বিহারের জামুইয়ে বাস দুটিকে দাঁড়াতেই দেননি তাঁরা ।

অভিযোগ, এই দুটি বাসের চালকদের মারধর করে, ভয় দেখিয়ে ওই পরিযায়ী শ্রমিকরা উত্তরপ্রদেশে বাস দুটিকে নিয়ে যান । বিহারের জামুইয়ের প্রশাসন সব দেখেও বিষয়টি নিয়ে উদাসীন ছিল । অসহায় এই 2 বাসের চালক বাধ্য হয়ে উত্তরপ্রদেশ যান । তাঁদের আর্থিক সংগতিও ছিল না । তবুও নিজেদের অর্থ ব্যয় করে গাড়িতে তেল ভরে দুই চালক উত্তরপ্রদেশে ওই পরিযায়ী শ্রমিকদেরকে নামিয়ে দেন । আজ তাঁরা দুর্গাপুরে ফিরে আসেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.