ETV Bharat / state

দুর্গাপুরে মিষ্টির দোকানে দমবন্ধ হয়ে মৃত 2, আশঙ্কাজনক 6; দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ - শ্বাসকষ্ট হয়ে মৃত্যু

Gas leak: বড়দিনের সকালে মিষ্টির দোকানে দমবন্ধ হয়ে মৃ্ত্যু হল দুই কর্মীর ৷ গ্যাস সিলিন্ডার লিক না মিষ্টির দোকানের উনুনের গ্যাস থেকেই মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি আরও 6 জন ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 11:50 AM IST

মিষ্টির দোকানে দমবন্ধ হয়ে মৃ্ত্যু দুই কর্মীর

দুর্গাপুর, 25 ডিসেম্বর: বড়দিনের উৎসবে মিশল বিষাদের সুর ৷ দুর্গাপুরের উইলিয়াম কেরি এলাকার একটি মিষ্টির দোকানে দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই কর্মীর ৷ আশঙ্কাজনক অবস্থা আরও 6 কর্মীর ৷ তাঁরা সকলেই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ মৃত কর্মীরা বাঁকুড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তাঁদের নাম অতনু রুইদাস (22) এবং বিধান বাউরি (21)।

হাসপাতাল চিকিৎসক রিয়া মুখোপাধ্যায় বলেন, "সোমবার ভোর পৌনে ছ'টা নাগাদ অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য আমাদের কাছে ফোন আসে ৷ মোট 8 জন ভর্তি হন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ৷ তার মধ্যে 2জনের হাসাপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় ৷ মৃত্যুর আসল কারণ ময়নাতদন্ত না-হওয়া পর্যন্ত বলা যাবে না ৷ বাকি 6 জনের চিকিৎসা চলছে ৷ তাঁরা প্রত্যেকেই নজরদারিতে রয়েছেন ৷ তাঁদের অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল ৷"

মিষ্টি দোকানের মালিক সুকুমার মণ্ডল বলেন, "সকালে মিষ্টির দোকানে এসে কর্মীদের ডেকে সাড়া পাইনি ৷ দোকানের পাশের শোওয়ার ঘর। সেখানেই কর্মীরা শুয়ে ছিলেন ৷ কর্মীদের সাড়া না-পেয়ে অবশেষে দরজা ভাঙা হয় ৷ ঘরে ঢুকে দেখি 8 জন কর্মী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ৷ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে শোভাপুর সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে চিকিৎসকরা দুই কর্মীকে মৃত বলে ঘোষণা করেন ৷" দোকান মালিক দমবন্ধ হওয়ার কারণ সঠিক বুঝতে না পারলেও অনুমান করেছেন, শোওয়ার ঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিক করেই কর্মীদের শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকতে পারে ৷

উল্লেখ্য, দুর্গাপুর থানার উইলিয়াম কেরি সংলগ্ন একটি মিষ্টির দোকানে এই দুর্ঘটনা ঘটে ৷ সকলেই বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই মিষ্টির দোকানের 8 কর্মী ও কারিগর রবিবার রাতে কাজ শেষে ওই গোডাউনের ঘরে নিত্যদিনের মতো ঘুমোতে যান। সেই গোডাউনেই ছিল একটি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং মিষ্টি তৈরিতে ব্যবহৃত ভাঁটি উনুন। এছাড়াও অন্য সরঞ্জামও ছিল সেখানে। তবে গ্যাস সিলিন্ডার লিক করে এই বিপত্তি নাকি ভাঁটির উনুন থেকে কার্বন-ডাই-অক্সাইড বেড়ে এই বিপত্তি! তা এখনও স্পষ্ট নয়। ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ।

আরও পড়ুন

1. টাকার বিনিময়ে সদ্যজাত বদলের অভিযোগ, উত্তাল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ

2. যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ! 24 ঘণ্টায় গাজায় 166 জনকে হত্যা করেছে ইজরায়েল

3. 'বেশ করেছি নকল করেছি', এবার প্রধানমন্ত্রীর মিমিক্রি এলইডি স্ক্রিনে দেখানোর ঘোষণা কল্যাণের!

মিষ্টির দোকানে দমবন্ধ হয়ে মৃ্ত্যু দুই কর্মীর

দুর্গাপুর, 25 ডিসেম্বর: বড়দিনের উৎসবে মিশল বিষাদের সুর ৷ দুর্গাপুরের উইলিয়াম কেরি এলাকার একটি মিষ্টির দোকানে দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই কর্মীর ৷ আশঙ্কাজনক অবস্থা আরও 6 কর্মীর ৷ তাঁরা সকলেই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ মৃত কর্মীরা বাঁকুড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তাঁদের নাম অতনু রুইদাস (22) এবং বিধান বাউরি (21)।

হাসপাতাল চিকিৎসক রিয়া মুখোপাধ্যায় বলেন, "সোমবার ভোর পৌনে ছ'টা নাগাদ অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য আমাদের কাছে ফোন আসে ৷ মোট 8 জন ভর্তি হন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ৷ তার মধ্যে 2জনের হাসাপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় ৷ মৃত্যুর আসল কারণ ময়নাতদন্ত না-হওয়া পর্যন্ত বলা যাবে না ৷ বাকি 6 জনের চিকিৎসা চলছে ৷ তাঁরা প্রত্যেকেই নজরদারিতে রয়েছেন ৷ তাঁদের অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল ৷"

মিষ্টি দোকানের মালিক সুকুমার মণ্ডল বলেন, "সকালে মিষ্টির দোকানে এসে কর্মীদের ডেকে সাড়া পাইনি ৷ দোকানের পাশের শোওয়ার ঘর। সেখানেই কর্মীরা শুয়ে ছিলেন ৷ কর্মীদের সাড়া না-পেয়ে অবশেষে দরজা ভাঙা হয় ৷ ঘরে ঢুকে দেখি 8 জন কর্মী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ৷ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে শোভাপুর সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে চিকিৎসকরা দুই কর্মীকে মৃত বলে ঘোষণা করেন ৷" দোকান মালিক দমবন্ধ হওয়ার কারণ সঠিক বুঝতে না পারলেও অনুমান করেছেন, শোওয়ার ঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিক করেই কর্মীদের শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকতে পারে ৷

উল্লেখ্য, দুর্গাপুর থানার উইলিয়াম কেরি সংলগ্ন একটি মিষ্টির দোকানে এই দুর্ঘটনা ঘটে ৷ সকলেই বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই মিষ্টির দোকানের 8 কর্মী ও কারিগর রবিবার রাতে কাজ শেষে ওই গোডাউনের ঘরে নিত্যদিনের মতো ঘুমোতে যান। সেই গোডাউনেই ছিল একটি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং মিষ্টি তৈরিতে ব্যবহৃত ভাঁটি উনুন। এছাড়াও অন্য সরঞ্জামও ছিল সেখানে। তবে গ্যাস সিলিন্ডার লিক করে এই বিপত্তি নাকি ভাঁটির উনুন থেকে কার্বন-ডাই-অক্সাইড বেড়ে এই বিপত্তি! তা এখনও স্পষ্ট নয়। ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ।

আরও পড়ুন

1. টাকার বিনিময়ে সদ্যজাত বদলের অভিযোগ, উত্তাল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ

2. যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ! 24 ঘণ্টায় গাজায় 166 জনকে হত্যা করেছে ইজরায়েল

3. 'বেশ করেছি নকল করেছি', এবার প্রধানমন্ত্রীর মিমিক্রি এলইডি স্ক্রিনে দেখানোর ঘোষণা কল্যাণের!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.