ETV Bharat / state

আসানসোল স্টেশন থেকে 1 কোটি টাকা সহ আটক 2 - rail police

রোজকার মতো আজও সন্ধ্যায় তল্লাশি চালাতে গিয়ে দু'জন ব্যক্তিকে দেখে সন্দেহ হয় রেল পুলিশের । জিজ্ঞাসাবাদ করে অসঙ্গতি পাওয়ায় তাদের আটক করে পুলিশ । পরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক কোটি টাকা ।

ধৃত দুই ব্যক্তি
author img

By

Published : May 12, 2019, 10:36 PM IST

আসানসোল, 12 মে : এক কোটি টাকা সহ আসানসোল স্টেশনে ধরা পড়ল দু'জন । আজ সন্ধ্যায় আসানসোল রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয় । রেল পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা উদ্ধার করে ।

অন্যান্য দিনের মতো আজও সন্ধ্যায় আসানসোল রেল স্টেশনে তল্লাশি চালাচ্ছিল রেল পুলিশ । স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজে দু'জন ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে । দু'জনের কথার মধ্যে মিল না পাওয়ায় পুলিশ তাদের আটক করে । পরে রেল স্টেশনের পুলিশ ক্যাম্পে নিয়ে যায় । সেখানে তাদের ব্যাগ থেকে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয় । এই টাকা কোথা থেকে তারা পেল বা কোথায় নিয়ে যাচ্ছিল তার সঠিক উত্তর দিতে পারেনি দু'জনের কেউই ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

পুলিশ সূত্রে খবর, আটক দু'জনের নাম গৌতম চট্টোপাধ্যায় ও লক্ষ্মীকান্ত সাউ । একজনের বাড়ি উত্তর 24 পরগনার শাসনে, অন্যজনের বাড়ি দক্ষিণ দিল্লি এলাকায় । আনুমানিক এক কোটি টাকা দু'জনের কাছ থেকে পাওয়া গেছে । তবে তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু জানায়নি পুলিশ ।

আসানসোল, 12 মে : এক কোটি টাকা সহ আসানসোল স্টেশনে ধরা পড়ল দু'জন । আজ সন্ধ্যায় আসানসোল রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয় । রেল পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা উদ্ধার করে ।

অন্যান্য দিনের মতো আজও সন্ধ্যায় আসানসোল রেল স্টেশনে তল্লাশি চালাচ্ছিল রেল পুলিশ । স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজে দু'জন ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে । দু'জনের কথার মধ্যে মিল না পাওয়ায় পুলিশ তাদের আটক করে । পরে রেল স্টেশনের পুলিশ ক্যাম্পে নিয়ে যায় । সেখানে তাদের ব্যাগ থেকে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয় । এই টাকা কোথা থেকে তারা পেল বা কোথায় নিয়ে যাচ্ছিল তার সঠিক উত্তর দিতে পারেনি দু'জনের কেউই ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

পুলিশ সূত্রে খবর, আটক দু'জনের নাম গৌতম চট্টোপাধ্যায় ও লক্ষ্মীকান্ত সাউ । একজনের বাড়ি উত্তর 24 পরগনার শাসনে, অন্যজনের বাড়ি দক্ষিণ দিল্লি এলাকায় । আনুমানিক এক কোটি টাকা দু'জনের কাছ থেকে পাওয়া গেছে । তবে তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু জানায়নি পুলিশ ।

Intro:ভোটের মরশুমে কোটি টাকা সহ আসানসোল স্টেশনে ধরা পরল দুইজন। আজ সন্ধ্যায় আসানসোল রেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজে সন্দেহজনক ভাবে ওই দুজনকে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করা হয। রেল পুলিশ তাদের তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। Body:অন্যান্য দিনের মতো আজও সন্ধ্যায় আসানসোল রেল স্টেশনে রুটিন তল্লাশি চালাচ্ছিল রেল পুলিশ। স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে ওভারব্রিজে দুজন ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হওয়াত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। দুজনের কথা সামঞ্জস্য না থাকায় পুলিশ তাদের আটক করে রেল স্টেশনের পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাদের তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হয়। এই টাকার উৎস কি এবং কোথায় এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তার কোন হদিস দিতে পারেনি ওই দুজন। এর পরেই পুলিশ তাদের আটক করে। আসানসোল রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক দুজনের নাম গৌতম চট্টোপাধ্যায় ও লক্ষ্মীকান্ত সাউ। একজনের বাড়ি উত্তর ২৪ পরগনার শাসনে, অন্যজনের বাড়ি দক্ষিণ দিল্লি এলাকায়। পুলিশ টাকার গণনা করছে পাশাপাশি আসুক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে। এখনো পর্যন্ত তদন্তের স্বার্থে পুলিশ এর চেয়ে বেশি কিছু জানাতে রাজি হয়নি। আনুমানিক ১ কোটি টাকার বেশি দু'জনের কাছ থেকে উদ্ধার হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.