দুর্গাপুর, 10 এপ্রিল: কর্মী নিয়োগের দাবিতে কাঁকসায় স্পঞ্জ আয়রন কারখানায় তৃণমূল নেতা ও তাঁর দলবলের বিরদ্ধে কারখানার ম্যানেজারকে মারধরের অভিযোগ ৷ শিবদাস মণ্ডল নামে ওই তৃণমূল নেতার তাণ্ডবের জেরে কারখানায় উৎপাদনও বন্ধ হয়ে যায় ৷ ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতার নামে থানায় অভিযোগ দায়ের করেছে কারখানার মালিক কর্তৃপক্ষ (Trinamool Leader Accused To Beating Manager)৷
কাঁকসার গোপালপুর শিল্পতালুকে রয়েছে ছোট-বড় বেশ কয়েকটি কারখানা। অভিযোগ, কারখানায় দাপিয়ে বেড়ায় তৃণমূল নেতা শিবদাস মণ্ডল, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁদের দলবল । কারখানায় কর্মী নিয়োগের দাবিতেও কারখানা কর্তৃপক্ষকে চাপ দিচ্ছিলেন তাঁরা । বুধবার রাতে আচমকাই তৃণমূল নেতা শিবদাস মণ্ডলের নেতৃত্বে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁদের দলবল কারখানার ভেতরে এসে উৎপাদন বন্ধ করে দেয় । অভিযোগ, কারখানায় ম্যানেজার রীতেশ শর্মা প্রতিবাদ করতে এলে তাঁকে মারধর করে ওই তৃণমূল নেতা ও তাঁর দলবল ।
আরও পড়ুন : তৃণমূলকে 'অনুদান' ও পুলিশকে 'মাসোহারা'-র জেরেই কী চলত অবৈধ বাজি কারখানা ?
কারখানা কর্তৃপক্ষের দাবি, কিছুদিন আগে ঠিকাদারের অধীনে বেশ কিছু কর্মী নিয়োগ করা হয়েছে । এখন আর কারখানায় লোক নিয়োগ করা সম্ভব নয় । তবুও লোক নিয়োগ করতেই হবে এমনই দাবি করছেন তৃণমূল নেতা শিবদাস মণ্ডল। সম্পূর্ণ ঘটনাটি উল্লেখ করে ইতিমধ্যেই কারখানা কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) জেলা সভাপতি অভিজিৎ ঘটকের কাছে ৷