ETV Bharat / state

ব্যক্তিকে মারধরের প্রতিবাদে পুলিশ ফাঁড়ি ঘেরাও - পুলিশ ফাঁড়ি ঘেরাও

সপ্তমীর দিন বাড়ি ফেরার সময় রাতের অন্ধকারে কিছু মত্ত যুবকের বাইকে ধাক্কা লাগে এক ব্যক্তির সাইকেলের । ক্ষমা চাইলেও তাঁকে মারধর করে ওই যুবকরা । পরে এই ঘটনার অভিযোগ দায়ের করতে গেলে তা নিতে অস্বীকার করে পুলিশ । তারই প্রতিবাদে আজ মলানদিঘি ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ।

ফাঁড়ি ঘেরাও স্থানীয়দের
author img

By

Published : Oct 14, 2019, 5:48 PM IST

কাঁকসা, 14 অক্টোবর : এক ব্যক্তিকে সপ্তমীর দিন মারধর করে কিছু মত্ত যুবক । গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করে স্থানীয়রা । অভিযোগ, থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করতে গেলে তা নিতে অস্বীকার করে পুলিশ । তাই আজ এর প্রতিবাদে পুলিশ ফাঁড়ি ঘেরাও ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা । কাঁকসার মলানদিধি ফাঁড়ির ঘটনা ।

জামবনি গ্রামের ব্যক্তি কালু টুডু । সপ্তমীর দিন (5 অক্টোবর) রাতে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি । অন্ধকারে খেয়াল করতে না পেরে রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা কিছু মত্ত যুবকদের ধাক্কা মারেন তিনি । ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন কালু । অভিযোগ, এরপর কালুকে ধরে বেধড়ক মারধর করে ওই যুবকরা । গুরুতর জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।

tribal agitation
রাস্তা অবরোধ স্থানীয়দের

সোমবার (7অক্টোবর) মলানদিঘি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করতে আসেন কয়েকজন স্থানীয় ব্যক্তি । তাঁদের জানানো হয়, ঘটনার তদন্ত করার পরই অভিযোগ দায়ের করা হবে । এরপর বৃহস্পতিবার(10 অক্টোবর) ফের অভিযোগ দায়ের করতে ফাঁড়িতে এলে অভিযোগ নিতে পুলিশ অস্বীকার করে, বলেন স্থানীয় বাসিন্দা সুনীল সোরেন । এরই প্রতিবাদে আজ মলানদিঘি ফাঁড়ি ঘেরাও করা হয় । পাশাপাশি ফাঁড়ি সংলগ্ন রাস্তাও অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা ।

পুলিশ তাঁদের অভিযোগ নিলে অবরোধ উঠে যায় । সাত দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা ৷

কাঁকসা, 14 অক্টোবর : এক ব্যক্তিকে সপ্তমীর দিন মারধর করে কিছু মত্ত যুবক । গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করে স্থানীয়রা । অভিযোগ, থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করতে গেলে তা নিতে অস্বীকার করে পুলিশ । তাই আজ এর প্রতিবাদে পুলিশ ফাঁড়ি ঘেরাও ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা । কাঁকসার মলানদিধি ফাঁড়ির ঘটনা ।

জামবনি গ্রামের ব্যক্তি কালু টুডু । সপ্তমীর দিন (5 অক্টোবর) রাতে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি । অন্ধকারে খেয়াল করতে না পেরে রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা কিছু মত্ত যুবকদের ধাক্কা মারেন তিনি । ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন কালু । অভিযোগ, এরপর কালুকে ধরে বেধড়ক মারধর করে ওই যুবকরা । গুরুতর জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ।

tribal agitation
রাস্তা অবরোধ স্থানীয়দের

সোমবার (7অক্টোবর) মলানদিঘি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করতে আসেন কয়েকজন স্থানীয় ব্যক্তি । তাঁদের জানানো হয়, ঘটনার তদন্ত করার পরই অভিযোগ দায়ের করা হবে । এরপর বৃহস্পতিবার(10 অক্টোবর) ফের অভিযোগ দায়ের করতে ফাঁড়িতে এলে অভিযোগ নিতে পুলিশ অস্বীকার করে, বলেন স্থানীয় বাসিন্দা সুনীল সোরেন । এরই প্রতিবাদে আজ মলানদিঘি ফাঁড়ি ঘেরাও করা হয় । পাশাপাশি ফাঁড়ি সংলগ্ন রাস্তাও অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা ।

পুলিশ তাঁদের অভিযোগ নিলে অবরোধ উঠে যায় । সাত দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা ৷

Intro:পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের মলানদিঘীর জামবনী গ্রামের এক আদিবাসী ব্যাক্তিকে মারধোর করার ঘটনায় পথ অবরোধ এবং কাঁকসার মলানদিঘী পুলিশ ফাঁড়ি ঘেরাও ।

সপ্তমীর দিন জামবনী গ্রামের এক আদিবাসী এক ব্যাক্তিকে মারধর করে কিছু মদ্যপ যুবক।ঘটনার সূত্র ধরে জানা গেছে সপ্তমীর দিন সাইকেল নিয়ে সন্ধ্যাবেলায় কালু টুডু নামে এক ব্যাক্তি সাইকেল নিয়ে যাওয়ার সময় মদ্যপ যুবকদের বাইকে লেগে পড়ে যান এবং কালু টুডুর চোটও লাগে।রাস্তায় বাইক দাঁড় করানোর প্রতিবাদ করতেই ওই মদ্যপ যুবকদের দল ওই আদিবাসী ব্যাক্তির উপর চড়াও হয়,যার ফলে গুরুতর জখম হয় কালু টুডু।স্থানীয় আদিবাসী লোকজন ওই জখম ব্যাক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।পড়ে মলানদীঘি ফাঁড়িতে লিখিত দিতে এলে পুলিশ তা নিতে অস্বীকার করে বলে অভিযোগ।।


স্থানীয় আদিবাসী সুনীল সোরেন জানান আমাদের সম্প্রদায়ের কাউকে অত্যাচার করা হলে আশপাশের গ্রামের মানুষ একজোট হয়।ঠিক সেরকমই আজ আমাদের সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে বিচার চাইছে।সপ্তমীর দিন ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিতে এলে নিতে অস্বীকার করে মলানদিঘী ফাঁড়ি।তাই সোমবার কাঁকসার জঙ্গলমহলের আদিবাসীরা একত্রিত হয়ে সোমবার ফাঁড়ি ঘেরাও করে এবং পথ অবরোধ করে তুমুল বিক্ষোভে সামিল হয়।তারা জানান আদিবাসী সম্প্রদায় কোনো সম্প্রদায়কে ছোট করে না ।কিন্তূ তারা জানান আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ কেন অস্বীকার করবে প্রশাসন।তারা জানান ৮দিন হয়ে যাওয়ার পর আমরা এসেছি এবার দোষীদের গ্রেফতার না করলে এই এলাকায় বিক্ষোভ চলবে বলে জানান।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.