রানিগঞ্জ, 13 মে : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু, রানিগঞ্জ যেন সেই নিয়মের বাইরে! সকাল 8 টা থেকে বেলা 2 টো পর্যন্ত দেখা যাচ্ছে রানিগঞ্জের সেই ঘিঞ্জি পুরোনো চেহারাই। দোকানপাট খোলা, ভিড়ে ঠাসা রাস্তা। কিলবিল করছে টোটো। নিত্যদিন যানজট লেগেই আছে।
এমন ভিড়, যানজট থাকলেও রানিগঞ্জের NSB রোড, 60 নম্বর জাতীয় সড়কে কোথাও পুলিশের দেখা নেই। নেই ট্রাফিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারও। ফলে সামাজিক দূরত্বের প্রশ্নই উঠছে না। লকডাইনের নিয়মও মানা হচ্ছে না অনেকাংশে।ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শহরের সাধারণ বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় CP(I)M বিধায়ক।
বাসিন্দাদের অভিযোগ, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রানিগঞ্জে সকাল থেকে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। অথচ প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রানিগঞ্জের CP(I)M বিধায়ক বিধায়ক রুণু দত্ত বলেন, প্রত্যেকদিন রানিগঞ্জের রাস্তায় ব্যাপক যানজট হচ্ছে। লকডাউন না মেনে রাস্তায় নেমে পড়ছেন বাসিন্দাদের একাংশ। এই নিয়ে প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি।
জনৈক স্থানীয় ব্যবসায়ীর বক্তব্য, জরুরি প্রয়োজন না থাকলেও বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছেন। একদিকে যেমন মোটরবাইকের ভিড়, পাশাপাশি বড় গাড়িও চলছে। গতকাল চেকপোস্টে বাধা পেয়ে দামোদর নদী পেরোতে গিয়ে বাঁকুড়ার বাসিন্দার মৃত্যু হয়েছে।
পুলিশ- প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তাদের তরফে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।