ETV Bharat / state

উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে TMCP-র মৌন মিছিল - দুর্গাপুর

হাথরাসের গণধর্ষণ ও খুন নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে শোকপ্রকাশ করেন ৷ ঘটনাটিকে বর্বরোচিত বলে আখ্যা দেন তিনি ৷

TMCP-র মৌন মিছিল
TMCP-র মৌন মিছিল
author img

By

Published : Oct 1, 2020, 7:10 PM IST

দুর্গাপুর, 1 অক্টোবর : হাথরাসের 19 বছরের যুবতির গণধর্ষণ ও পরে মৃত্যুর প্রতিবাদে দুর্গাপুরে তৃণমূলের ছাত্র সংগঠনের মৌন মিছিল ৷ বৃহস্পতিবার মাইকেল মধুসুদন দত্ত মেমোরিয়াল কলেজের ও দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে এই মৌন মিছিলের আয়োজন করা হয় ৷

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারী সভাপতি ইমরান খান ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজা খান এই মিছিলের নেতৃত্বে দেন ৷ ইমরান খান সাংবাদিকদের বলেন, ‘‘জিভ কেটেছে ১৯ বছরের যুবতি ওই নির্যাতিতার । কিন্তু আওয়াজ হারিয়েছে গোটা দেশ । মোদিজী,তাঁর কেনা কিছু মিডিয়া ও মোদিজীর বেটি বাঁচাও বেটি পড়াও নেত্রীদের আজ আর আওয়াজ নেই ।’’

হাথরাসের গণধর্ষণ ও খুন নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে শোকপ্রকাশ করেন ৷ ঘটনাটিকে বর্বরোচিত বলে আখ্যা দেন তিনি ৷

প্রসঙ্গত, 14 সেপ্টেম্বর মা ও ভাইয়ের সঙ্গে ঘাস কাটতে গিয়ে হাথরসে গণধর্ষণের শিকার হয়েছিল 20 বছরের এক যুবতি । অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও গণধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-তে চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয় । টানা 15 দিনের লড়াই শেষে মঙ্গলবার দিল্লিতে মৃত্যু হয় তাঁর ।

এমনকি আরও অভিযোগ ওঠে পরিবারের অনুপস্থিতিতেই হাথরসের নির্যাতিতার শেষকৃত্য সেরে ফেলে উত্তরপ্রদেশের পুলিশ । এই ঘটনার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ । বিচার চেয়ে মঙ্গলবার দিল্লির হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় ভিম সেনা । অভিযুক্তদের ফাঁসি-র দাবি তোলা হয় । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আক্রমণে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দল । সরব হয়েছে তৃণমূলও ।

দুর্গাপুর, 1 অক্টোবর : হাথরাসের 19 বছরের যুবতির গণধর্ষণ ও পরে মৃত্যুর প্রতিবাদে দুর্গাপুরে তৃণমূলের ছাত্র সংগঠনের মৌন মিছিল ৷ বৃহস্পতিবার মাইকেল মধুসুদন দত্ত মেমোরিয়াল কলেজের ও দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে এই মৌন মিছিলের আয়োজন করা হয় ৷

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারী সভাপতি ইমরান খান ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজা খান এই মিছিলের নেতৃত্বে দেন ৷ ইমরান খান সাংবাদিকদের বলেন, ‘‘জিভ কেটেছে ১৯ বছরের যুবতি ওই নির্যাতিতার । কিন্তু আওয়াজ হারিয়েছে গোটা দেশ । মোদিজী,তাঁর কেনা কিছু মিডিয়া ও মোদিজীর বেটি বাঁচাও বেটি পড়াও নেত্রীদের আজ আর আওয়াজ নেই ।’’

হাথরাসের গণধর্ষণ ও খুন নিয়ে তোলপাড় গোটা দেশ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে শোকপ্রকাশ করেন ৷ ঘটনাটিকে বর্বরোচিত বলে আখ্যা দেন তিনি ৷

প্রসঙ্গত, 14 সেপ্টেম্বর মা ও ভাইয়ের সঙ্গে ঘাস কাটতে গিয়ে হাথরসে গণধর্ষণের শিকার হয়েছিল 20 বছরের এক যুবতি । অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও গণধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-তে চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয় । টানা 15 দিনের লড়াই শেষে মঙ্গলবার দিল্লিতে মৃত্যু হয় তাঁর ।

এমনকি আরও অভিযোগ ওঠে পরিবারের অনুপস্থিতিতেই হাথরসের নির্যাতিতার শেষকৃত্য সেরে ফেলে উত্তরপ্রদেশের পুলিশ । এই ঘটনার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ । বিচার চেয়ে মঙ্গলবার দিল্লির হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় ভিম সেনা । অভিযুক্তদের ফাঁসি-র দাবি তোলা হয় । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আক্রমণে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দল । সরব হয়েছে তৃণমূলও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.