ETV Bharat / state

ABVP Protest in Durgapur: পুলিশের সামনেই গেরুয়া শিবিরের ছাত্রদের উপর আক্রমণ, রণক্ষেত্র দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়

পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা দুর্নীতি নিয়ে প্রতিবাদ মিছিল বের করেছিল গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি ৷ তাদের মাইক বাজাতে বারণ করে তৃণমূলের ছাত্র সংগঠন ৷ এতেই রণক্ষেত্রে পরিণত হয় দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় চত্বর (ABVP Protest in Durgapur) ৷

Durgapur Student Clash
দুর্গাপুরে ছাত্র সংঘর্ষ
author img

By

Published : Aug 10, 2022, 2:34 PM IST

দুর্গাপুর, 10 অগস্ট: দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে পুলিশের সামনেই এবিভিপি ছাত্র সংগঠনের মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে । বুধবার সকালে পরীক্ষা চলাকালীন মাইক বাজানোর প্রতিবাদ করে টিএমসিপি । তাতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে । পরিস্থিতি সামাল দিতে নামান হল বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। বুধবার সকাল থেকেই দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয় (TMCP and ABVP clash in Durgapur Paschim Bardhaman) ।

'চোর ধরো জেলে ভরো' এবিভিপি-র কর্মসূচিতে হামলা তৃণমূল ছাত্র পরিষদের । পরীক্ষা চলছিল ৷ সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ মাইক বাজানোর প্রতিবাদ করায় রণক্ষেত্র চেহারা নেয় এলাকা । বিজেপির ছাত্র সংগঠনের উপর লাঠি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে ।

টোটো-সহ বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয় । এবিভিপির ছাত্র-যুবদের উদ্ধার করে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে । এবিভিপি ছাত্র-যুবদের অভিযোগ, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে তাঁরা 'চোর ধরো, জেলে ভরো' কর্মসূচিকে সামনে রেখে মিছিল করছিলেন । তখনই রড, লাঠি সোটা নিয়ে আচমকা হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা ।

দুর্গাপুরে এবিভিপি ও টিএমসিপির মধ্যে সংঘর্ষ

আরও পড়ুন: কেবল পার্থ নয়, গ্রেফতার করতে হবে মুখ্যমন্ত্রীকেও; এবিভিপি-র বিক্ষোভে উত্তাল রায়গঞ্জ

অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-যুবদের অভিযোগ, দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে পরীক্ষা চলছিল ৷ তাই তাঁরা গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনকে মাইক বাজাতে বারণ করেন ৷ তখনই তাঁদের উপর হামলা চালায় এবিভিপি-র কর্মী সমর্থকেরা ।

পরিস্থিতি সামাল দিতে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা-সহ বিশাল পুলিশ বাহিনী । ঘটনাস্থলে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে । ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ৷

দুর্গাপুর, 10 অগস্ট: দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে পুলিশের সামনেই এবিভিপি ছাত্র সংগঠনের মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে । বুধবার সকালে পরীক্ষা চলাকালীন মাইক বাজানোর প্রতিবাদ করে টিএমসিপি । তাতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে । পরিস্থিতি সামাল দিতে নামান হল বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। বুধবার সকাল থেকেই দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয় (TMCP and ABVP clash in Durgapur Paschim Bardhaman) ।

'চোর ধরো জেলে ভরো' এবিভিপি-র কর্মসূচিতে হামলা তৃণমূল ছাত্র পরিষদের । পরীক্ষা চলছিল ৷ সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ মাইক বাজানোর প্রতিবাদ করায় রণক্ষেত্র চেহারা নেয় এলাকা । বিজেপির ছাত্র সংগঠনের উপর লাঠি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে ।

টোটো-সহ বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয় । এবিভিপির ছাত্র-যুবদের উদ্ধার করে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে । এবিভিপি ছাত্র-যুবদের অভিযোগ, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে তাঁরা 'চোর ধরো, জেলে ভরো' কর্মসূচিকে সামনে রেখে মিছিল করছিলেন । তখনই রড, লাঠি সোটা নিয়ে আচমকা হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা ।

দুর্গাপুরে এবিভিপি ও টিএমসিপির মধ্যে সংঘর্ষ

আরও পড়ুন: কেবল পার্থ নয়, গ্রেফতার করতে হবে মুখ্যমন্ত্রীকেও; এবিভিপি-র বিক্ষোভে উত্তাল রায়গঞ্জ

অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-যুবদের অভিযোগ, দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে পরীক্ষা চলছিল ৷ তাই তাঁরা গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনকে মাইক বাজাতে বারণ করেন ৷ তখনই তাঁদের উপর হামলা চালায় এবিভিপি-র কর্মী সমর্থকেরা ।

পরিস্থিতি সামাল দিতে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা-সহ বিশাল পুলিশ বাহিনী । ঘটনাস্থলে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে । ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.