ETV Bharat / state

Party Office Ransacked: রাতের অন্ধকারে জামুড়িয়ায় বাম শ্রমিক সংগঠনের দলীয় অফিস দখল, অভিযুক্ত তৃণমূল - জামুড়িয়া

CITU-AITUC Party Office Ransacked: বাম শ্রমিক ইউনিয়ন সিটু ও এআইটিইউসি-র দলীয় অফিসে ভাঙচুল করে তা দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

Party Office Ransacked
বাম শ্রমিক সংগঠনের দলীয় অফিস দখল
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 4:54 PM IST

Updated : Sep 10, 2023, 5:40 PM IST

জামুড়িয়ায় বাম শ্রমিক সংগঠনের দলীয় অফিস দখল

জামুড়িয়া, 10 সেপ্টেম্বর: গত পরশুদিনই অন্ডালের কাজোড়া এলাকায় দখল করা সিপিএমের দলীয় অফিস আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিয়েছিল তৃণমূল । তবে তার 24 ঘণ্টা যেতে না যেতেই জামুড়িয়া এলাকায় খনি অঞ্চলে বাম শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর ও দখল করল একদল দুষ্কৃতী। এ বারও অভিযোগের তির তৃণমূলের দিকে । সিপিএম ও সিপিআই-এর শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে ৷ যদি অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় বিধায়ক ।

শনিবার রাতে ইসিএলের সাতগ্রাম এলাকার জামুড়িয়ার নিমডাঙা প্রজেক্টে বাম শ্রমিক ইউনিয়ন সিআইটিইউ এবং এআইটিউসির পার্টি অফিস ভাঙচুর এবং দখলের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । শনিবার রাতে একদল দুস্কৃতী ওই দলীয় অফিসে যায় । সেখানে ভাঙচুর চালানোর পাশাপাশি তালা ঝুলিয়ে দেওয়া হয় । এমনকী দলীয় অফিসের একটি বোর্ডও মুছে ফেলা হয় । ঘটনার খবর পেয়ে এলাকায় যান বর্ষীয়ান সিপিএম নেতা তাপস কবি-সহ অনান্য আঞ্চলিক নেতৃত্ব ।

আরও পড়ুন: তৃণমূলের হার, ভাঙড়ে শাসকদলের কার্যালয় ভাঙচুর জমি বাঁচাও কমিটি ও আইএসএফের

তাপস কবি জানান, "শনিবার রাতে বেশকিছু তৃণমূল আশ্রিত দুস্কৃতী এসে দুটি পার্টি অফিসের তালা ভেঙে পুরো ভাঙচুর চালায় । এই দুটি দলীয় অফিসকে দখল করার উদ্দেশ্যেই ভাঙচুর চালানো হয়েছে । তালা লাগিয়ে দেওয়া হয়েছে । দখল করা ওদের অভ্যাস । 2011 সাল থেকে আমরা দেখে আসছি, আমাদের বহু পার্টি অফিস দখল হয়েছে ।"

অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং । তিনি জানিয়েছেন, "তৃণমূল এমন কাজ করে না । ওখানে কোনও দলীয় অফিস ছিল কি না এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব ৷ ইসিএলের আবাসনকে দখল করে কেউ যদি দলীয় অফিস বানায়, ঝান্ডা টাঙিয়ে দেয় তাহলে সেটা দলীয় অফিস হতে পারে না ।"

জামুড়িয়ায় বাম শ্রমিক সংগঠনের দলীয় অফিস দখল

জামুড়িয়া, 10 সেপ্টেম্বর: গত পরশুদিনই অন্ডালের কাজোড়া এলাকায় দখল করা সিপিএমের দলীয় অফিস আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিয়েছিল তৃণমূল । তবে তার 24 ঘণ্টা যেতে না যেতেই জামুড়িয়া এলাকায় খনি অঞ্চলে বাম শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর ও দখল করল একদল দুষ্কৃতী। এ বারও অভিযোগের তির তৃণমূলের দিকে । সিপিএম ও সিপিআই-এর শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে ৷ যদি অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় বিধায়ক ।

শনিবার রাতে ইসিএলের সাতগ্রাম এলাকার জামুড়িয়ার নিমডাঙা প্রজেক্টে বাম শ্রমিক ইউনিয়ন সিআইটিইউ এবং এআইটিউসির পার্টি অফিস ভাঙচুর এবং দখলের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । শনিবার রাতে একদল দুস্কৃতী ওই দলীয় অফিসে যায় । সেখানে ভাঙচুর চালানোর পাশাপাশি তালা ঝুলিয়ে দেওয়া হয় । এমনকী দলীয় অফিসের একটি বোর্ডও মুছে ফেলা হয় । ঘটনার খবর পেয়ে এলাকায় যান বর্ষীয়ান সিপিএম নেতা তাপস কবি-সহ অনান্য আঞ্চলিক নেতৃত্ব ।

আরও পড়ুন: তৃণমূলের হার, ভাঙড়ে শাসকদলের কার্যালয় ভাঙচুর জমি বাঁচাও কমিটি ও আইএসএফের

তাপস কবি জানান, "শনিবার রাতে বেশকিছু তৃণমূল আশ্রিত দুস্কৃতী এসে দুটি পার্টি অফিসের তালা ভেঙে পুরো ভাঙচুর চালায় । এই দুটি দলীয় অফিসকে দখল করার উদ্দেশ্যেই ভাঙচুর চালানো হয়েছে । তালা লাগিয়ে দেওয়া হয়েছে । দখল করা ওদের অভ্যাস । 2011 সাল থেকে আমরা দেখে আসছি, আমাদের বহু পার্টি অফিস দখল হয়েছে ।"

অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং । তিনি জানিয়েছেন, "তৃণমূল এমন কাজ করে না । ওখানে কোনও দলীয় অফিস ছিল কি না এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব ৷ ইসিএলের আবাসনকে দখল করে কেউ যদি দলীয় অফিস বানায়, ঝান্ডা টাঙিয়ে দেয় তাহলে সেটা দলীয় অফিস হতে পারে না ।"

Last Updated : Sep 10, 2023, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.