দুর্গাপুর, 27 জুন: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের অভিযোগ তুললেন আসানসোলের সাংসদ তৃণমূলের শত্রুঘ্ন সিনহা ৷ মঙ্গলবার তিনি পশ্চিম বর্ধমানের অন্ডালে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করেন ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷
কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ শত্রুঘ্নর: তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় এজেন্সিগুলি ষড়যন্ত্র চালাচ্ছে । বিজেপি বিরোধী বেশ কিছু রাজনৈতিক দলের নেতা-নেত্রীদেরকে আতঙ্কিত করে রেখেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি । মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অভিযোগ করেছেন, যাঁরা বিজেপিতে যাবেন, তাঁরা ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যাবেন । তবে একদিন এর বিরুদ্ধে দেশের মানুষ গর্জে উঠবে ।’’ পাশাপাশি তিনি মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামিদিনে এই দেশে বিজেপির বিরুদ্ধে বিপ্লব আসবে ৷
আরও পড়ুন: 'দিল্লিতে আপনাকে যেতেই হবে', মলয় ঘটককে খোঁচা অগ্নিমিত্রার
প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালাচ্ছে ৷ সিবিআই বা ইডি-র মতো সংস্থাগুলি অনেককে গ্রেফতারও করেছেন ৷ পশ্চিমবঙ্গের পরিস্থিতিও আলাদা নয় ৷ এখানেও সিবিআই ও ইডির তদন্ত চলছে একাধিক দুর্নীতির মামলায় ৷ প্রায় প্রতিটি ক্ষেত্রেই কাঠগড়ায় তৃণমূল কংগ্রেসের ৷ ইতিমধ্যে বাংলার শাসক দলের হেভিওয়েট পার্থ চট্টোপাধ্য়ায়-সহ ছোট-বড় বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়েছেন ৷
তৃণমূলের অভিযোগ: এজেন্সিকে ব্যবহার করে তাদের হেনস্তা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার ৷ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্য়ায় এই অভিযোগ বারবার করেছেন ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গলাতেও এই অভিযোগ একাধিকবার শোনা গিয়েছে ৷ তৃণমূলের অন্য নেতারাও এই নিয়ে সরব হয়েছেন ৷ এবার শত্রুঘ্ন সিনহাও একই কথা বললেন ৷
অন্য বিরোধীদের অভিযোগ: আম আদমি পার্টি, কংগ্রেস, ভারত রাষ্ট্রীয় সমিতি, ডিএমকে-সহ একাধিক বিজেপি বিরোধী দলগুলির নেতাদের মুখেও একই অভিযোগ শোনা যায় ৷ বিশেষ করে দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেফতার হওয়ার পর আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল-সহ অন্য নেতাদের এই অভিযোগ বারবার শোনা গিয়েছে ৷
আরও পড়ুন: লোকসভা নির্বাচনে মমতা হবেন গেম চেঞ্জার, দাবি শত্রুঘ্নর