দুর্গাপুর, 31 মার্চ : পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিজেপি কর্মীদের হুমকির ভিডিও ভাইরাল হতেই নির্বাচন কমিশন কড়া মনোভাব নিয়েছে ৷ বুধবার থেকে আগামী সাতদিন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কোনও রাজনৈতিক কাজকর্ম করতে পারবেন না তিনি ৷ আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগে তৃণমূল বিধায়কের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ।
সম্প্রতি একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নরেন্দ্রনাথ চক্রবর্তী দলীয় সভায় বিজেপি সমর্থকদের খোলাখুলি হুমকি দিচ্ছেন ৷ পশ্চিম বর্ধমানের হরিপুরে তিনি তৃণমূলের কর্মীদের নির্দেশ দিচ্ছেন, তারা যেন বিজেপি সমর্থকদের ভয় দেখায় ৷ যাতে কোনও বিজেপি সমর্থক, কর্মী পদ্মফুলে ভোট না দেয় ৷ এর প্রতিবাদে মঙ্গলবার বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিষয়টি জানায় ৷ তারপরে এই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন ৷ ওই বিতর্কিত ভিডিয়োটি পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে লিখেছিলেন, "পাণ্ডবেশ্বরের (আসানসোল) বিধায়ক নরেন চক্রবর্তী বিজেপি ভোটারদের খোলাখুলি হুমকি দিচ্ছে ৷"
আরও পড়ুন : TMC MLA Narendranath Chakraborty : প্রকাশ্যে ভোটারদের হুমকি ! তৃণমূল বিধায়কের পায়ে বেড়ি নির্বাচন কমিশনের
দুর্গাপুরের ঝাঁঝরাতে দলীয় কর্মী সভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন(Opposition Leader Suvendu Adhikari), "আগামী 12 এপ্রিল অর্থাৎ আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন শেষ হওয়া পর্যন্ত নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জেলে রাখলে ভাল হত ৷ কলকাতা বিমানবন্দরে লাইসেন্সহীন আগ্নেয়াস্ত্র নিয়ে ধরা পড়েছিল পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ৷" কুখ্যাত দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর তুলনা করেন রাজ্যের বিরোধী দলনেতা । এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন শুভেন্দু অধিকারী, সিবিআই, ই.ডি নিয়েও মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন বলে কটাক্ষ করেন শুভেন্দু ৷