ETV Bharat / state

BJP-র কর্মসূচি মানেই তৃণমূলের রক্তদান শিবিরের নাটক : বাবুল সুপ্রিয় - TMC

আজ বারাবনি BDO অফিসে BJP-র ডেপুটেশন ঘিরে উত্তেজনা ছড়ায় । BJP-র অবস্থান ঘিরে শুরু হয় বোমাবাজি । এই ঘটনার তীব্র নিন্দা করেন বাবুল সুপ্রিয় ।

বোমাবাজি
author img

By

Published : Jul 18, 2019, 11:27 PM IST

আসানসোল, 18 জুলাই : "BJP-র কর্মসূচি থাকলেই তৃণমূলের রক্তদান শিবিরের নাটক শুরু হয়ে যায় ।" আজ বারাবনিতে BJP-র ডেপুটেশনের সময় তৃণমূলের রক্তদান শিবির নিয়ে কটাক্ষ করে একথা বললেন সাংসদ বাবুল সুপ্রিয় । বারাবনিতে BJP-র এই ডেপুটেশন ঘিরে বোমাবাজিও হয় । এর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেন বাবুল ।

আজ বারাবনি BDO অফিসে BJP-র ডেপুটেশন ঘিরে উত্তেজনা ছড়ায় । BJP-র অবস্থানের সময় শুরু হয় বোমাবাজি । এই ঘটনার নিন্দা করেন বাবুল । দিল্লি থেকে একটা ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "পুলিশের পিছন থেকে এই বোমা ছোড়া হয়েছিল । নোংরামি করতেই এই কাজ করা হয়েছে । বোমা ছোড়ার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় । পাশের স্কুলের শিক্ষিকারা জানান, বোমের আওয়াজে অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে । আমি ঘটনার নিন্দা করছি ।"

বাবুল আরও বলেন, "গোটা রাজ্য জুড়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল করছে BJP । প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে শুরু করে সাংসদ কোটার টাকাতেও কাটমানি নিয়েছে সরকার । আজ সেই ঘটনার প্রতিবাদে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল । কিন্তু সেখানে তৃণমূল রক্তদান শিবিরের নামে জমায়েত করে ।" অন্যদিকে, সালানপুরের রুপনারায়ণপুর ডাবর মোড়েও আজ দুষ্কৃতীরা তাণ্ডব চালায় । তৃণমূলের কর্মীরাই BJP-র নাম করে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বাবুল ।

আজ বিকেলে বারাবনির লোকনাথ মন্দির চত্বরে বোমাবাজি হয় । BJP-র অভিযোগ, তৃণমূল এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এসব করছে ।

আসানসোল, 18 জুলাই : "BJP-র কর্মসূচি থাকলেই তৃণমূলের রক্তদান শিবিরের নাটক শুরু হয়ে যায় ।" আজ বারাবনিতে BJP-র ডেপুটেশনের সময় তৃণমূলের রক্তদান শিবির নিয়ে কটাক্ষ করে একথা বললেন সাংসদ বাবুল সুপ্রিয় । বারাবনিতে BJP-র এই ডেপুটেশন ঘিরে বোমাবাজিও হয় । এর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেন বাবুল ।

আজ বারাবনি BDO অফিসে BJP-র ডেপুটেশন ঘিরে উত্তেজনা ছড়ায় । BJP-র অবস্থানের সময় শুরু হয় বোমাবাজি । এই ঘটনার নিন্দা করেন বাবুল । দিল্লি থেকে একটা ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "পুলিশের পিছন থেকে এই বোমা ছোড়া হয়েছিল । নোংরামি করতেই এই কাজ করা হয়েছে । বোমা ছোড়ার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় । পাশের স্কুলের শিক্ষিকারা জানান, বোমের আওয়াজে অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে । আমি ঘটনার নিন্দা করছি ।"

বাবুল আরও বলেন, "গোটা রাজ্য জুড়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল করছে BJP । প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে শুরু করে সাংসদ কোটার টাকাতেও কাটমানি নিয়েছে সরকার । আজ সেই ঘটনার প্রতিবাদে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল । কিন্তু সেখানে তৃণমূল রক্তদান শিবিরের নামে জমায়েত করে ।" অন্যদিকে, সালানপুরের রুপনারায়ণপুর ডাবর মোড়েও আজ দুষ্কৃতীরা তাণ্ডব চালায় । তৃণমূলের কর্মীরাই BJP-র নাম করে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বাবুল ।

আজ বিকেলে বারাবনির লোকনাথ মন্দির চত্বরে বোমাবাজি হয় । BJP-র অভিযোগ, তৃণমূল এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এসব করছে ।

Intro:বিজেপির কর্মসুচী মানেই,তৃণমূলের রক্তদানের নাটকঃ বাবুল সুপ্রিয়

যেদিন যেদিন বিজেপি কর্মসূচি বিজেপি কর্মসূচি থাকে সেখানেই তৃণমূলের রক্তদানের নাটক শুরু হয়ে যায়। তাতে সেটা পুরনিগম হোক কিংবা বিডিও অফিস। বারাবনিতে বিজেপির ডেপুটেশন ঘিরে বোমাবাজির ঘটনা সম্পর্কে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে গিয়ে এমনটাই জানালেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।
আজ বারাবনি ব্লকের অফিসে বিজেপির ডেপুটেশন ছিল। আর সেই ডেপুটেশন ঘিরেই ডেপুটেশন ঘিরেই ঘিরেই বোমা ছোড়া হয়। বাবুল সুপ্রিয় দিল্লি থেকে নিজের ভিডিও বার্তা প্রকাশ করে নিন্দা জানিয়েছেন। সরাসরি তৃণমূলের দিকে দিকে আঙ্গুল তুলে বলেছেন পুলিশের পিছন থেকে এই বোমা ছোড়া হয়েছিল। এবং যথেষ্ট নোংরামি করতেই এই এই কাজ করা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই।
শুধু তাই নয় বাবুল সুপ্রিয় জানান যে বোমা ছোড়ার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পাশে একটি মেয়েদের স্কুল ছিল। সেখানকার মেয়েরাও অসুস্থ হয়ে পড়ে বোমার শব্দে।
এদিন দুপুরে বারাবনি ব্লক অফিসে ডেপুটেশন দেওয়া সময় বোমাবাজির পর পর বোমাবাজির পর পর ফের বিকেলে বারাবনির লোকনাথ মন্দির চত্বরে বোমা ফাটানো হয়। বিজেপির অভিযোগ তৃণমূল এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এরকম বোমা বৃষ্টি করছে।
বাবুল সুপ্রিয় জানান গোটা রাজ্য জুড়ে কাট কাট জুড়ে কাট কাট মানী নিয়ে যা চলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে সাংসদ কোটার টাকায় কাজ কাট মানি ছাড়া হচ্ছে না। আর সেই ঘটনার প্রতিবাদে আমাদের আজ ডেপুটেশন ছিল। প্রতিবাদ কর্মসূচি। প্রতিবাদ কর্মসূচি করা হয়েছে। কিন্তু সেখানে তৃণমূলের জমায়েত জমায়েত করা হয় রক্তদান শিবিরের নাম করে। তৃণমূলের আসানসোলের জেলা সভাপতি পুরনিগমের যেভাবে জমায়েত করেছিলেন করেছিলেন, ঠিক সেইভাবে তৃণমূলীদের জমায়েত করে এবং অশান্তি ছড়ানোর চেষ্টা করেন।
অন্যদিকে সালানপুরের রুপনারায়নপুর ডাবর মোড়ে গেরুয়া কাপড় দিয়ে মুখ ঢাকা দুষ্কৃতীদের তাণ্ডব নিয়ে বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় বলেন, বিজেপির কর্মীরা নয় তৃণমূলই গেরুয়া কাপড় পড়ে এই কাণ্ড ঘটিয়েছে ঘটিয়েছে ঘটিয়েছে।Body:..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.