ETV Bharat / state

"ভারতমাতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লেখা থাকবে" - undefined

রামনবমী নিয়ে রাজনীতি করছে না তৃণমূল। রাম ভগবান। তিনি কারও একার সম্পত্তি নন। বলছেন, তৃণমূল নেতা।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 14, 2019, 6:10 AM IST

Updated : Apr 14, 2019, 7:49 AM IST

দুর্গাপুর, 14 এপ্রিল : "আগামী 10 বছরের মধ্যে ভারতমাতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লেখা থাকবে।" এই মন্তব্য করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়। গতকাল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে প্রচার করেন উত্তম মুখোপাধ্যায়। যোগ দেন দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহার রামনবমীর একটি অনুষ্ঠানে। সেখানেই এই মন্তব্য করেন তিনি।

তৃণমূলের রামনবমীর অনুষ্ঠান উদযাপনকে কটাক্ষ করে BJP। দুর্গাপুরের তৃণমূল নেতাদের কটাক্ষ, "ভূতের মুখে রাম নাম। ওরা কি রামনবমীও হাইজ্যাক করতে চাইছে?" BJP-র এই কটাক্ষের উত্তর দিতে গিয়ে উত্তম মুখোপাধ্যায় বলেন, "আমাদের কিছু হাইজ়্যাক করতে হয় না। যাদের ভয় থাকে তারাই হাইজ্যাক বলে। ভগবান আমাদের সঙ্গে আছে। রাম কারও একার নয়। আমরাও ঈশ্বরে বিশ্বাসী। আর মোদিবাবুকে বলুন, আগামী 10 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভারতমাতা হিসেবে দেওয়ালে লেখা থাকবে। ইতিহাসে তা লেখা থাকবে।"

uttam
বাঁ দিকে দাঁড়িয়ে উত্তম মুখোপাধ্যায়

প্রচারে রামনবমীকে ব্যবহার কি রাজনৈতিক স্বার্থেই? উত্তরে উত্তমবাবু বলেন, "রামকে নিয়ে রাজনীতি করছি না। ঠাকুরঘর একটাই থাকে। সেখানে ভগবানের প্রার্থনা যারা করে তারাই যায়। ভগবানের আশীর্বাদ চাইতে এসেছি। এর সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দেওয়া উচিত নয়।"

উত্তম মুখোপাধ্যায়

দুর্গাপুর, 14 এপ্রিল : "আগামী 10 বছরের মধ্যে ভারতমাতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লেখা থাকবে।" এই মন্তব্য করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়। গতকাল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে প্রচার করেন উত্তম মুখোপাধ্যায়। যোগ দেন দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহার রামনবমীর একটি অনুষ্ঠানে। সেখানেই এই মন্তব্য করেন তিনি।

তৃণমূলের রামনবমীর অনুষ্ঠান উদযাপনকে কটাক্ষ করে BJP। দুর্গাপুরের তৃণমূল নেতাদের কটাক্ষ, "ভূতের মুখে রাম নাম। ওরা কি রামনবমীও হাইজ্যাক করতে চাইছে?" BJP-র এই কটাক্ষের উত্তর দিতে গিয়ে উত্তম মুখোপাধ্যায় বলেন, "আমাদের কিছু হাইজ়্যাক করতে হয় না। যাদের ভয় থাকে তারাই হাইজ্যাক বলে। ভগবান আমাদের সঙ্গে আছে। রাম কারও একার নয়। আমরাও ঈশ্বরে বিশ্বাসী। আর মোদিবাবুকে বলুন, আগামী 10 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভারতমাতা হিসেবে দেওয়ালে লেখা থাকবে। ইতিহাসে তা লেখা থাকবে।"

uttam
বাঁ দিকে দাঁড়িয়ে উত্তম মুখোপাধ্যায়

প্রচারে রামনবমীকে ব্যবহার কি রাজনৈতিক স্বার্থেই? উত্তরে উত্তমবাবু বলেন, "রামকে নিয়ে রাজনীতি করছি না। ঠাকুরঘর একটাই থাকে। সেখানে ভগবানের প্রার্থনা যারা করে তারাই যায়। ভগবানের আশীর্বাদ চাইতে এসেছি। এর সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দেওয়া উচিত নয়।"

উত্তম মুখোপাধ্যায়
Intro:""মোদীবাবু দেখুন আগামী 10 বছরের মধ্যে ভারতমাতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে দেওয়ালে লেখা থাকবে""- এমন মন্তব্য করেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়। রামনবমীর একটি অনুষ্ঠানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মমতাজ সংঘমিতাকে সঙ্গে ত নিয়ে প্রচার করেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়। দুর্গাপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহা তে একটি মন্দিরে রামনবমীর অনুষ্ঠান আজ সকাল থেকেই শুরু হয়। সেই মন্দির যান টিএমসি প্রার্থী ডাক্তার মমতাজ সংঘমিতা। তার সঙ্গে ছিলেন তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়। মন্দিরে রাম,সীতা ও হনুমানের সাজে সজ্জিত শিশু কিশোরদের সাথে নিয়ে ছবি তোলেন টিএমসি প্রার্থী ডাঃ মমতাজ সংঘমিতা ও উত্তম মুখার্জ্জীরা।তাদের উপস্থিতিতে "" জয় শ্রী রাম""ধ্বনিতে মুখরিত হয় মন্দির চত্ত্বর।যা শুনে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় ""তাহলে এবার ভূতের মুখে রাম নাম। তৃণমূল কংগ্রেস কি তাহলে হাইজ্যাক করল রামনবমী?"" বিজেপির এই অভিযোগের উত্তর দিতে গিয়ে উত্তমবাবু বলেন, ""আমাদেরকে কিছু হাইজ্যাক করতে হয় না। রাম কারো একার নয়। আমরা ঈশ্বরে বিশ্বাসী। আর মোদী বাবুকে বলুন আগামী 10 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নাম ভারত মাতা হিসাবে দেওয়ালে দেওয়ালে লেখা থাকবে।ইতিহাসে তা লেখা থাকবে। আসলে আমরা ভগবানে বিশ্বাসী। কিন্তু আমরা ফলাও করে প্রচার করি না।"" রামনবমী উপলক্ষে এই অনুষ্ঠানে এসে প্রার্থী মমতাজ সংঘমিতা তার পক্ষে রায় দেওয়ার জন্য সাধারণ মানুষকে আবেদন জানান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরল স্বীকারোক্তি করা হয় ""সামনে নির্বাচন। তাই আমরা এখানে এসেছিলাম। এটা ঠিক কথা যে আমরা ভোট চাইতে এসেছিলাম। সবাই চায় তাদের পক্ষে দুটো ভোট বাড়ুক।"" বিগত বেশ কয়েক বছর ধরে এই রাজ্যে দেখা যাচ্ছে রাম নবমীতে লেগেছে রাজনৈতিক রঙ। রামনবমীতে র‍্যালিতে কখনো দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে পথে নামতে, আবার কখনো বিজেপি নেতাদের কেও পথে নামতে।তাই এখন এই ধর্মীয় উৎসব যেন রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের এক মঞ্চ।Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 14, 2019, 7:49 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.