আসানসোল, 7 মে : মলয় ঘটকের বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তরের ব্লক সভাপতি উৎপল সিংহের প্রাণনাশের চেষ্টা করা হল বলে অভিযোগ উঠল । গতরাতে বাইক নিয়ে মলয় ঘটকের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন উৎপল সিংহ । পথে ডিআরএম বিল্ডিংয়ের সামনে রহস্যজনক ভাবে উৎপল সিংহের গলায় সরু তার পেঁচিয়ে যায় ।
ঘটনার আকস্মিকতায় বাইকও পড়ে উৎপল বাবুর । সঙ্গে তাঁর ছেলে ছিল । যদিও ছেলের আঘাত লাগেনি । উৎপল বাবুর গলাতে ক্ষতচিহ্ন রয়েছে । ঘটনাস্থানে যদিও কাউকে দেখাতে পাওয়া যায়নি । তবু উৎপল বাবুর দাবি, যেহেতু আসানসোল উত্তর কেন্দ্রে ভোটের সময় তিনিই প্রথম সারিতে লড়াইয়ে ছিলেন, সেই কারনে তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে । আসানসোল দক্ষিন থানায় অভিযোগ দায়ের করেছেন উৎপল সিংহ ।
আরও পড়ুন : রাজনৈতিক হিংসা অব্যাহত আরামবাগে, বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর
মলয় ঘটকের ভাই তথা আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, "আমরা শান্তিপ্রিয় দল । তাই প্রশাসনের উপর আস্থা রেখেছি । আইনগত ভাবেই এই ঘটনার তদন্ত হোক ।"