ETV Bharat / state

ভুগছেন নিরাপত্তাহীনতায়, স্বামীকে নিয়ে থানায় রাত কাটালেন তৃণমূল নেত্রী

author img

By

Published : Jun 10, 2019, 2:51 PM IST

কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং কাঁকসা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বৈদ্য এবং তাঁর স্বামী হ্যাপি বৈদ্যর অভিযোগ, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তাঁর বাড়িতে হামলা হয়েছে । বাড়িতে ভাঙচুর করা হয়েছে ।

স্বপ্না বৈদ্য

কাঁকসা, 10 জুন : তৃণমূল কংগ্রেসের শাসনকালে তাদেরই এক পঞ্চায়েত সদস্যকে স্বামী সহ রাত্রি যাপন করতে হলো থানায়। তাঁর অভিযোগ লোকসভার ফলাফল ঘোষণার পর থেকে তাঁকে ফোনে হুমকি দিচ্ছে স্থানীয় এক BJP কর্মী । অভিযোগ করা সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ । পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানা চত্বরে রাত কাটালেন তৃণমূলনেত্রী ।

কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং কাঁকসা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বৈদ্য এবং তাঁর স্বামী হ্যাপি বৈদ্যর অভিযোগ, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তাঁর বাড়িতে হামলা হয়েছে । বাড়িতে ভাঙচুর করা হয়েছে । রাজকুমার নামে এক ব্যক্তি নিজেকে BJP কর্মী বলে পরিচয় দিয়ে হুমকি দিচ্ছে। ওই ব্যক্তি ফোনে তাঁদের কাছে টাকা দাবি করেছে ।

ভিডিয়োয় শুনুন

একাধিক ফোন নম্বর থেকে স্বপ্না বৈদ্য এবং তাঁর স্বামীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ । কখনো সাড়ে তিন লক্ষ, আবার কখনও 4 লক্ষ টাকা দাবি করছে রাজকুমার । এই ঘটনা কাঁকসা থানায় জানানোর পরে দুজন সিভিক ভলান্টিয়ারকে স্বপ্না বৈদ্যর বাড়ির সামনে মোতায়েন করা হয়। কিন্তু তারপরও হুমকি কমেনি ।

স্বপ্না দেবীর অভিযোগ, রবিবার সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের বাড়িতে এসে তাঁর বউদিকে হুমকি দিয়ে বলে, "এবার টাকা না দিলে এখানে থাকতে দেওয়া হবে না "।
এরপরই স্বামীকে নিয়ে তিনি কাঁকসা থানায় যান এবং জানান , " আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনও মুহূর্তে আমাদের উপর প্রাণঘাতী হামলা হতে পারে । দুজন সিভিক ভলান্টিয়ারের ভরসায় আমরা আর বাড়ি ফিরে যাব না। আমরা থানাতেই থাকবো।"

এদিকে স্বপ্না বৈদ্যর অভিযোগ উড়িয়ে দিয়ে পানাগড়ের BJP নেতা রমন শর্মা বলেন," প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষের জন্য যে টাকা এসেছিল তাঁর থেকে যথেচ্ছ কাটমানি খেয়েছেন স্বপ্না বৈদ্য। তাই মানুষ এখন তার কাছে টাকা ফেরত চাইছে। এর সাথে BJP-র কোনও যোগ নেই। গরিব মানুষ তাদের ন্যায্য পাওনা আদায় করবে এটাই তো স্বাভাবিক। "

এদিকে নিজের দলের শাসনকালে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা মহিলা নেত্রীর স্বামীকে নিয়ে বাড়ি ছেড়ে থানায় থাকার ঘটনায় শোরগোল পড়েছে দুর্গাপুরে।

কাঁকসা, 10 জুন : তৃণমূল কংগ্রেসের শাসনকালে তাদেরই এক পঞ্চায়েত সদস্যকে স্বামী সহ রাত্রি যাপন করতে হলো থানায়। তাঁর অভিযোগ লোকসভার ফলাফল ঘোষণার পর থেকে তাঁকে ফোনে হুমকি দিচ্ছে স্থানীয় এক BJP কর্মী । অভিযোগ করা সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ । পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানা চত্বরে রাত কাটালেন তৃণমূলনেত্রী ।

কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং কাঁকসা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বৈদ্য এবং তাঁর স্বামী হ্যাপি বৈদ্যর অভিযোগ, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তাঁর বাড়িতে হামলা হয়েছে । বাড়িতে ভাঙচুর করা হয়েছে । রাজকুমার নামে এক ব্যক্তি নিজেকে BJP কর্মী বলে পরিচয় দিয়ে হুমকি দিচ্ছে। ওই ব্যক্তি ফোনে তাঁদের কাছে টাকা দাবি করেছে ।

ভিডিয়োয় শুনুন

একাধিক ফোন নম্বর থেকে স্বপ্না বৈদ্য এবং তাঁর স্বামীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ । কখনো সাড়ে তিন লক্ষ, আবার কখনও 4 লক্ষ টাকা দাবি করছে রাজকুমার । এই ঘটনা কাঁকসা থানায় জানানোর পরে দুজন সিভিক ভলান্টিয়ারকে স্বপ্না বৈদ্যর বাড়ির সামনে মোতায়েন করা হয়। কিন্তু তারপরও হুমকি কমেনি ।

স্বপ্না দেবীর অভিযোগ, রবিবার সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের বাড়িতে এসে তাঁর বউদিকে হুমকি দিয়ে বলে, "এবার টাকা না দিলে এখানে থাকতে দেওয়া হবে না "।
এরপরই স্বামীকে নিয়ে তিনি কাঁকসা থানায় যান এবং জানান , " আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনও মুহূর্তে আমাদের উপর প্রাণঘাতী হামলা হতে পারে । দুজন সিভিক ভলান্টিয়ারের ভরসায় আমরা আর বাড়ি ফিরে যাব না। আমরা থানাতেই থাকবো।"

এদিকে স্বপ্না বৈদ্যর অভিযোগ উড়িয়ে দিয়ে পানাগড়ের BJP নেতা রমন শর্মা বলেন," প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষের জন্য যে টাকা এসেছিল তাঁর থেকে যথেচ্ছ কাটমানি খেয়েছেন স্বপ্না বৈদ্য। তাই মানুষ এখন তার কাছে টাকা ফেরত চাইছে। এর সাথে BJP-র কোনও যোগ নেই। গরিব মানুষ তাদের ন্যায্য পাওনা আদায় করবে এটাই তো স্বাভাবিক। "

এদিকে নিজের দলের শাসনকালে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা মহিলা নেত্রীর স্বামীকে নিয়ে বাড়ি ছেড়ে থানায় থাকার ঘটনায় শোরগোল পড়েছে দুর্গাপুরে।

Intro:এ যেন উল্টো পুরাণ। তৃণমূল কংগ্রেসের শাসনকালে তাদেরই এক পঞ্চায়েত সদস্যকে স্বামীকে নিয়ে নিরাপত্তার তাগিদে রাত্রি যাপন করতে হলো থানায়। অভিযোগ বিজেপির পক্ষ থেকে গত 23 শে মে লোকসভার ফলাফল ঘোষণার পর থেকে লাগাতার বিজেপি র পক্ষ থেকে তাদের ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ""টাকা দাও, তারপর এই এলাকায় শান্তিতে বসবাস করবে""। যদিও বিজেপির পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে।

কাঁকসা থানা এলাকার পানাগড় রেলপাড়ের বাসিন্দা স্বপ্না বৈদ্য এবং তার স্বামী হ্যাপি বৈদ্য রবিবার রাতে হঠাৎ কাঁকসা থানায় এসে উপস্থিত হন নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য। স্বপ্না বৈদ্য কাঁকসা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের একজন সদস্য এবং কাঁকসা ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। অভিযোগ গত 23 শে মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে স্বপ্না বৈদ্য এবং তার স্বামী হ্যাপি বৈদ্যকে ফোনে রাজকুমার নামের কেউ নিজেকে বিজেপি কর্মী পরিচয় দিয়ে লাগাতার হুমকি দিতে থাকে। অভিযোগ রাজকুমার তাদের ফোনে জানায় যে তাদেরকে টাকা দিলে, তবেই এই এলাকায় শান্তিতে বসবাস করবে।বিভিন্ন নাম্বার থেকে স্বপ্না বৈদ্য এবং তার স্বামীর হ্যাপি বৈদ্যকে ফোনে হুমকি দেওয়া হতে থাকে। কখনো তাদের কাছে সাড়ে তিন লক্ষ, আবার কখনো বা 4 লক্ষ টাকা দাবি করা হয়। এই ঘটনা কাঁকসা থানায় জানানোর পরে দুজন সিভিক ভলেন্টিয়ার কে স্বপ্না বৈদ্যর বাড়ির সামনে মোতায়েন করা হয়। কিন্তু স্বপ্না দেবীর অভিযোগ রবিবার সন্ধ্যায় তারা যখন বাড়িতে ছিলেন না সেই সময় আচমকাই কয়েকজন এসে তার বউদিকে হুমকি দিয়ে যান, ""এবার টাকা না দিলে তাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না""। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা এই তৃণমূল কংগ্রেস নেত্রী কাঁকসা থানায় যান এবং তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে,"" আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদেরকে যেকোনো মুহূর্তে মেরে ফেলা হতে পারে। ওই দুজন সিভিক ভলেন্টিয়ার এর ভরসায় আমরা আর বাড়ি ফিরে যাব না। আমরা এ থানাতেই থাকবো।দলকে জানিয়েছি।পুলিশও কোনও ব্যাবস্থা নিচ্ছেনা।"" তৃণমূল কংগ্রেসের জামানাতেই তৃণমূল নেত্রীর নিরাপত্তাহীনতার কারণে থানায় রাত্রি বাস! অবাক করার মতো ঘটনা। বিজেপির পক্ষ থেকে লাগাতার হুমকি দেওয়ার যে অভিযোগ তুলেছেন তা খন্ডন করে পানাগড়ের বিজেপি নেতা রমন শর্মা বলেন,"" এই পঞ্চায়েত সদস্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিব মানুষের যে টাকা এসেছিল তার থেকে কাঠ মানি খেয়ে বসে আছেন। তাই সেইসব মানুষ এখন তার কাছে টাকা ফেরত চাইছে। এর সাথে বিজেপির কোন যোগ নেই। গরিব মানুষ তাদের ন্যায্য পাওনা আদায় করবেন এটাই তো স্বাভাবিক। ""নিজের দলের শাসনকালে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা মহিলা নেত্রী কে তার স্বামীকে নিয়ে থাকতে হচ্ছে কিনা থানায়.।এই ঘটনায় শোরগোল পড়ে দুর্গাপুরে।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.