ETV Bharat / state

তোলাবাজির অভিযোগে আটক তৃণমূল নেতা - tmc leader arrested on charges of extortion

হকারদের অভিযোগ, খোকন রুইদাস ব্যবসা শুরুর জন্য এক লাখ ও 1600 টাকা মাসোহারা চাইছেন ৷ টাকা দিতে না চাইলে মারধর করা হচ্ছে ৷

তোলাবাজির অভিযোগে আটক তৃণমূল নেতা
তোলাবাজির অভিযোগে আটক তৃণমূল নেতা
author img

By

Published : May 30, 2021, 8:50 PM IST

দুর্গাপুর, 30 মে : তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি, মারধরের অভিযোগ হকারদের ৷ আজ দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় এই নিয়ে উত্তেজনা ছড়ায় ৷ অভিযোগের ভিত্তিতে খোকন রুইদাস নামে ওই তৃণমূল নেতাকে আটক করেছে বিধাননগর ফাঁড়ির পুলিশ ৷

অভিযোগ, টাকা দিতে না চাওয়ায় বেশ কয়েকজন হকারকে মারধর করেন ওই তৃণমূল নেতা ৷ তাঁকে গ্রেফতারের দাবিতে স্থানীয় হকার ও তাঁদের পরিবারের সদস্যরা বিধাননগর ফাঁড়ির সামনে এসে তুমুল বিক্ষোভ দেখান । শেষমেষ ওই টিএমসি নেতা খোকন রুইদাসকে আটক করে পুলিশ । পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর তথা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী । তিনি স্পষ্ট জানান, আইন আইনের পথেই চলবে ।

তোলাবাজির অভিযোগে আটক তৃণমূল নেতা

আরও পড়ুন : আস্তাকুঁড়ে ছুড়ে ফেলা দিলীপ ঘোষ পাগলের মতো বকছেন : কল্যাণ

হকারদের অভিযোগ, খোকন রুইদাস ব্যবসা শুরুর জন্য এক লাখ ও 1600 টাকা মাসোহারা চাইছে ৷ টাকা দিতে না চাইলে মারধর করা হচ্ছে ৷ রবিবার সকালে মুচিপাড়ার এক হকারের বাড়িতে ঢুকে ব্যাপক মারধর করেন খোকন ৷ প্রতিবাদ করতে গেলে আরও বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ । এই খোকন রুইদাসের বিরুদ্ধে 2011 সাল থেকে তোলাবাজি, সরকারি জমিতে অবৈধ দখলদারি করিয়ে টাকা আদায় সহ একাধিক বে-আইনি কাজের অভিযোগ উঠেছে । একসময় খোকনকে দল থেকে বহিষ্কারের কথাও ঘোষণা করা হয় । কিন্তু এত কিছুর পরেও মুচিপাড়া, খয়রাশোল এলাকার দাপুটে তৃণমূল নেতাকে বাগে আনতে ব্যর্থ শাসকদল ।

এবার তার বিরুদ্ধে গর্জে উঠলেন এলাকার ছোট ব্যবসায়ীরা । তাঁরা ওই তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে ৷ এই বিষয়ে বিজেপির বিধায়ক লক্ষণ ঘোড়ুই শাসকদলের সমালোচনায় সরব হয়েছেন ।

দুর্গাপুর, 30 মে : তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি, মারধরের অভিযোগ হকারদের ৷ আজ দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় এই নিয়ে উত্তেজনা ছড়ায় ৷ অভিযোগের ভিত্তিতে খোকন রুইদাস নামে ওই তৃণমূল নেতাকে আটক করেছে বিধাননগর ফাঁড়ির পুলিশ ৷

অভিযোগ, টাকা দিতে না চাওয়ায় বেশ কয়েকজন হকারকে মারধর করেন ওই তৃণমূল নেতা ৷ তাঁকে গ্রেফতারের দাবিতে স্থানীয় হকার ও তাঁদের পরিবারের সদস্যরা বিধাননগর ফাঁড়ির সামনে এসে তুমুল বিক্ষোভ দেখান । শেষমেষ ওই টিএমসি নেতা খোকন রুইদাসকে আটক করে পুলিশ । পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর তথা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী । তিনি স্পষ্ট জানান, আইন আইনের পথেই চলবে ।

তোলাবাজির অভিযোগে আটক তৃণমূল নেতা

আরও পড়ুন : আস্তাকুঁড়ে ছুড়ে ফেলা দিলীপ ঘোষ পাগলের মতো বকছেন : কল্যাণ

হকারদের অভিযোগ, খোকন রুইদাস ব্যবসা শুরুর জন্য এক লাখ ও 1600 টাকা মাসোহারা চাইছে ৷ টাকা দিতে না চাইলে মারধর করা হচ্ছে ৷ রবিবার সকালে মুচিপাড়ার এক হকারের বাড়িতে ঢুকে ব্যাপক মারধর করেন খোকন ৷ প্রতিবাদ করতে গেলে আরও বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ । এই খোকন রুইদাসের বিরুদ্ধে 2011 সাল থেকে তোলাবাজি, সরকারি জমিতে অবৈধ দখলদারি করিয়ে টাকা আদায় সহ একাধিক বে-আইনি কাজের অভিযোগ উঠেছে । একসময় খোকনকে দল থেকে বহিষ্কারের কথাও ঘোষণা করা হয় । কিন্তু এত কিছুর পরেও মুচিপাড়া, খয়রাশোল এলাকার দাপুটে তৃণমূল নেতাকে বাগে আনতে ব্যর্থ শাসকদল ।

এবার তার বিরুদ্ধে গর্জে উঠলেন এলাকার ছোট ব্যবসায়ীরা । তাঁরা ওই তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে ৷ এই বিষয়ে বিজেপির বিধায়ক লক্ষণ ঘোড়ুই শাসকদলের সমালোচনায় সরব হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.