ETV Bharat / state

তৃণমূল কংগ্রেস হল ভবিষ্যৎ : রিয়া সেন - bjp

আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের হয়ে প্রচারে এসে রাইমা সেন বললেন, "তৃণমূলই হল ভবিষ্যত ।"

রিয়া সেন
author img

By

Published : Apr 23, 2019, 10:03 AM IST

Updated : Apr 23, 2019, 4:49 PM IST

দুর্গাপুর, 23 এপ্রিল : "তৃণমূলের জন্যই আমরা এখানে এসেছি । তৃণমূলই হল ভবিষ্যত ।" আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের হয়ে প্রচারে এসে একথা বললেন রিয়া সেন । গতকাল রাতে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত বহুলা মাঠে তৃণমূল কংগ্রেসের প্রচার সভা ছিল । জনসভায় উপস্থিত ছিলেন মুনমুন সেনের দুই মেয়ে রিয়া ও রাইমা সেন । ছিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, রাজ্যের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় । জনসভায় উপস্থিত ছিলেন না প্রার্থী মুনমুন সেন ।

শুনুন রিয়া সেনের বক্তব্য

এই জনসভাকে আকর্ষক করে তুলতে মাঝে মাঝে বাজল ভোজপুরি গান আর সে-গানেই জনতার নাচ ছিল নজর কাড়ার মতো । ভোজপুরি গানের সাথে নাচের তালে মেতে উঠেছিল খনি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা । মুনমুন সেনের মেয়ে রিয়া সেন বলেন, "আমরা এখানে এসেছি তৃণমূলের জন্য । কারণ তৃণমূল কংগ্রেসই হল ভবিষ্যত ।" মুনমুন সেন 2014 লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে জয়লাভ করেন । এবারেও কি মায়ের জয়ের ব্যাপারে আশাবাদী তাঁরা? এই প্রসঙ্গে রিয়া বলেন, "খুবই আশাবাদী ।" আজ রিয়া ও রাইমা আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মুনমুন সেনের সমর্থনে রোড- শো করবেন বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে ।

দুর্গাপুর, 23 এপ্রিল : "তৃণমূলের জন্যই আমরা এখানে এসেছি । তৃণমূলই হল ভবিষ্যত ।" আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের হয়ে প্রচারে এসে একথা বললেন রিয়া সেন । গতকাল রাতে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত বহুলা মাঠে তৃণমূল কংগ্রেসের প্রচার সভা ছিল । জনসভায় উপস্থিত ছিলেন মুনমুন সেনের দুই মেয়ে রিয়া ও রাইমা সেন । ছিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, রাজ্যের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় । জনসভায় উপস্থিত ছিলেন না প্রার্থী মুনমুন সেন ।

শুনুন রিয়া সেনের বক্তব্য

এই জনসভাকে আকর্ষক করে তুলতে মাঝে মাঝে বাজল ভোজপুরি গান আর সে-গানেই জনতার নাচ ছিল নজর কাড়ার মতো । ভোজপুরি গানের সাথে নাচের তালে মেতে উঠেছিল খনি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা । মুনমুন সেনের মেয়ে রিয়া সেন বলেন, "আমরা এখানে এসেছি তৃণমূলের জন্য । কারণ তৃণমূল কংগ্রেসই হল ভবিষ্যত ।" মুনমুন সেন 2014 লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে জয়লাভ করেন । এবারেও কি মায়ের জয়ের ব্যাপারে আশাবাদী তাঁরা? এই প্রসঙ্গে রিয়া বলেন, "খুবই আশাবাদী ।" আজ রিয়া ও রাইমা আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মুনমুন সেনের সমর্থনে রোড- শো করবেন বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে ।

Intro:""টিএমসি পার্টির জন্য আমরা এখানে এসেছি। আর তৃণমূলই হল ফিউচার ""-আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মা মুনমুন সেনের হয়ে প্রচারে এসে এমন কথাই বললেন তার মেয়ে রাইমা সেন।
পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত বহুলা মাঠে সোমবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোলের তৃনমুল কংগ্রেস এর মনোনীত প্রার্থী মুনমুন সেনের দুই কন্যা রিয়া ও রাইমা। সাথে ছিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এবং রাজ্যের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই জনসভায় উপস্থিত ছিলেন না আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন।এই জনসভা কে আকর্ষক করে তুলতে মাঝে মাঝে বাজল ভোজপুরি গান আর সে-গানেই জনতার নাচ চোখে পড়ল।ভোজপুরি গানের সাথে সাথে নাচের তালে মেতে উঠেছিল খনি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।মুনমুন সেনের মেয়ে রাইমা সেন জানায় "" আমরা এখানে এসেছি টিএমসি র জন্য।কারন তৃনমুল কংগ্রেস হল ভবিষ্যত।""মুনমুন সেন ২০১৪ র লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে জয়লাভ করেন।এবারেও কি মা এর জয়ের ব্যাপারে আশাবাদী রিয়া, রাইমা রা?রাইমা জানাল "" একেবারে ভীষন আশাবাদী।""মঙ্গলবার রিয়া ও রাইমা আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মুনমুন সেনের সমর্থনে রোড- শো করবেন বলে টিএমসি র পক্ষ থেকে জানানো হয়েছে।।Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 23, 2019, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.