কাঁকসা, 27 নভেম্বর : কেন্দ্রের বিলগ্নীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে আজ রাজবাঁধে মিছিল করে তৃণমূলের দুই গোষ্ঠী ৷ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ অবরুদ্ধ করা হয় 2 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ৷
কাঁকসা ব্লকের দুই তৃণমূল নেতা দেবদাস বক্সি ও চিন্ময় মন্ডলের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয় ৷ অন্য একজন তৃণমূল নেতা মোহন পালের নেতৃত্বে আরও একটি প্রতিবাদ মিছিল সেখানে চলছিল ৷ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ৷ কথা বাড়তে বাড়তে এক সময় তা হাতাহাতির পর্যায় পৌঁছায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ ইতিমধ্যে তৃণমূল কর্মীদের জমায়েতের জন্য় অবরুদ্ধ হয় 2 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ৷ যান চলাচল ব্যাহত হয় ৷ চেষ্টা করেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ ৷
BSNL,অর্ডিন্যান্স ফ্যাক্টরি, চিত্তরঞ্জন লোকোমোটিভ , ভারত পেট্রোলিয়াম-সহ 45টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, এর ফলে আর্থিকভাবে লাভবান হবে সরকার ৷ প্রথম থেকেই সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ কাঁকসার রাজবাঁধে BPCL-র টার্মিনাল রয়েছে । আজ এই সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস ৷