ETV Bharat / state

কাঁকসায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব , 2 নম্বর জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত - রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূলের মিছিল

কাঁকসা ব্লকের দুই তৃণমূল নেতা দেবদাস বক্সি ও চিন্ময় মন্ডলের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয় ৷ অন্য একজন তৃণমূল নেতা মোহন পালের নেতৃত্বে আরও একটি প্রতিবাদ মিছিল সেখানে চলছিল ৷ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ৷ কথা বাড়তে বাড়তে এক সময় তা হাতাহাতির পর্যায় পৌঁছায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷

michil
michil
author img

By

Published : Nov 27, 2019, 1:47 PM IST

কাঁকসা, 27 নভেম্বর : কেন্দ্রের বিলগ্নীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে আজ রাজবাঁধে মিছিল করে তৃণমূলের দুই গোষ্ঠী ৷ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ অবরুদ্ধ করা হয় 2 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ৷

কাঁকসা ব্লকের দুই তৃণমূল নেতা দেবদাস বক্সি ও চিন্ময় মন্ডলের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয় ৷ অন্য একজন তৃণমূল নেতা মোহন পালের নেতৃত্বে আরও একটি প্রতিবাদ মিছিল সেখানে চলছিল ৷ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ৷ কথা বাড়তে বাড়তে এক সময় তা হাতাহাতির পর্যায় পৌঁছায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ ইতিমধ্যে তৃণমূল কর্মীদের জমায়েতের জন্য় অবরুদ্ধ হয় 2 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ৷ যান চলাচল ব্যাহত হয় ৷ চেষ্টা করেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ ৷

BSNL,অর্ডিন্যান্স ফ্যাক্টরি, চিত্তরঞ্জন লোকোমোটিভ , ভারত পেট্রোলিয়াম-সহ 45টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, এর ফলে আর্থিকভাবে লাভবান হবে সরকার ৷ প্রথম থেকেই সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ কাঁকসার রাজবাঁধে BPCL-র টার্মিনাল রয়েছে । আজ এই সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস ৷

কাঁকসা, 27 নভেম্বর : কেন্দ্রের বিলগ্নীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে আজ রাজবাঁধে মিছিল করে তৃণমূলের দুই গোষ্ঠী ৷ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ অবরুদ্ধ করা হয় 2 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ৷

কাঁকসা ব্লকের দুই তৃণমূল নেতা দেবদাস বক্সি ও চিন্ময় মন্ডলের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয় ৷ অন্য একজন তৃণমূল নেতা মোহন পালের নেতৃত্বে আরও একটি প্রতিবাদ মিছিল সেখানে চলছিল ৷ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ৷ কথা বাড়তে বাড়তে এক সময় তা হাতাহাতির পর্যায় পৌঁছায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ ইতিমধ্যে তৃণমূল কর্মীদের জমায়েতের জন্য় অবরুদ্ধ হয় 2 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ৷ যান চলাচল ব্যাহত হয় ৷ চেষ্টা করেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ ৷

BSNL,অর্ডিন্যান্স ফ্যাক্টরি, চিত্তরঞ্জন লোকোমোটিভ , ভারত পেট্রোলিয়াম-সহ 45টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, এর ফলে আর্থিকভাবে লাভবান হবে সরকার ৷ প্রথম থেকেই সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ কাঁকসার রাজবাঁধে BPCL-র টার্মিনাল রয়েছে । আজ এই সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস ৷

Intro:রাষ্ট্রায়ত্ত বিপিসিএল কে কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরন এর সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার কাঁকসার রাজবাঁধে শাসকদলের দুই গোষ্ঠীর মিছিল।উত্তেজনা।জাতীয় সড়কের সার্ভিস রোড অবরুদ্ধ। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ।।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কয়েকদিন আগেই রাষ্ট্রায়াত্ত ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কে বিলগ্নীকরন এর সিদ্ধান্তের কথা ঘোষনা করেন।কাঁকসার রাজবাঁধে বিপিসিএল এর টার্মিনাল রয়েছে।কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে কাঁকসা ব্লক টিএমসি র দুই নেতা দেবদাস বক্সী ও চিন্ময় মন্ডলের নেতৃত্বে বুধবার প্রতিবাদ মিছিল বের হলে কাঁকসা ব্লকের অন্য এক টিএমসি নেতা মোহন পালের নেতৃত্বে একটি মিছিল এসে জমায়েত করে।দুই পক্ষের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতি শুরু হয়।ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ আসে।দুই পক্ষের কর্মী সমর্থকদের জমায়েতের কারনে দু-নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড অবরুদ্ধ হয়ে পড়ে।উত্তেজনা এলাকায়।।বহু চেষ্টার পরে আজও কাঁকসা তে শাসকদলের গোষ্ঠীদ্বন্দের ঘটনাকে আটকানো যে যায়নি আজকের ঘটনা তা আবার সামনে এনে দিল।।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.