আসানসোল, 25 অগাস্ট : গুলি করে খুন করা হল আসানসোলের এক তৃণমূল কাউন্সিলরকে ৷ মৃত কাউন্সিলরের নাম মহাম্মদ খালিদ খান (40) । তিনি আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ৷ তাঁর বাড়ি কুলটির মানেবেড়িযা এলাকায়। গতকাল রাতে খাওয়াদাওয়া সেরে বাড়ির সামনে হাঁটছিলেন খালিদ খান । সেই সময় তিনজন দুষ্কৃতী বাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । তাঁর পায়ে ও বুকে দুটি গুলি লাগে । রক্তাক্ত অবস্থায় খালিদ খানকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।
খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে আসেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, ডেপুটি মেয়র তবাসুম আর সহ স্থানীয় তৃণমূলর নেতারা । খালিদের তিন আত্মীয় টিঙ্কু, কাদের ও শাহিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ প্রাথমিক তদন্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও পুরনো শত্রুতা দুটি তত্ত্বই উঠে এসেছে ৷
মৃত খালিদের ভাই মহম্মদ আরমান খান বলেন, প্রতিবেশী ও তাদের আত্মীয় শেখ টিংকু, শেখ কাদের ও শেখ শাহিই অভিযুক্ত । ৪ বছর আগে নাকি আরও একবার খালিদকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ওই তিনজন । সে বার প্রাণে বেঁচে যান খালিদ । এমন কী, খালিদের বাবাকেও আক্রমণ করেছিল অভিযুক্তরা ।
খালিদের ভাই মহম্মদ আরমানে বলেন, " আমার দাদা নেতা হিসেবে খুব জনপ্রিয় ছিলেন ৷ তাই তাঁকে হিংসে করত টিঙ্কু, কাদের ও শাহিদরা । ওরাও তৃণমূল করে ৷ ওরা আমাদের আত্মীয় ৷ গত নির্বাচনের সময় থেকেই ওরা দাদাকে হুমকি দিচ্ছিল ৷ দল থেকে আমার দাদাকে ভোটে প্রার্থী করা হয় ৷ আমার দাদা কাউন্সিলর হোক এটা ওরা চাইছিল না ৷ ওরা চাইছিল ওদের কাউকে যেন ভোটে লড়ার সুযোগ দেওয়া হয় ৷ ওরা সবাইকে বলত যে খালিদকে মেরে দেব ৷ আজকে আমাদের সামনে ওরা তিন জন দাদাকে খুন করে চলে গেল ৷ "