ETV Bharat / state

Panchayat Election 2023: বাউন্সার নিয়ে মনোনয়ন দিতে এলেন তৃণমূল প্রার্থী, কাকে এত ভয় ? - বাউন্সার নিয়ে মনোনয়ন দিতে এলেন তৃণমূল প্রার্থী

মনোনয়ন দিতে এসেছিলেন তৃণমূল প্রার্থী সুফি মিশ্র ৷ সঙ্গে নিয়ে এসেছিলেন 4 জন বাউন্সারকে ৷ কাকে ভয় পাচ্ছেন খোদ শাসকদলের প্রার্থী ?

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 15, 2023, 6:42 PM IST

বারাবনি, 15 জুন: যেখানে রাজ্যজুড়ে বিরোধীদের মনোনয়ন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে । কোথাও ডিসিআর কেড়ে নেওয়া, কোথাও প্রার্থীদের পেটানো, কোথাও বা আবার আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখানো । মনোনয়ন প্রক্রিয়ায় বারবার কাঠগড়ায় তৃণমূল । শাসকদলের পালটা প্রতিরোধও গড়ে তুলেছে বিরোধীরা । কিন্তু এবার উলটো চিত্র । খোদ শাসকদলের প্রার্থী মনোনয়ন জমা দিতে এলেন সঙ্গে বাউন্সার নিয়ে । নিরাপত্তার জন্যই দেহরক্ষী নিতে হয়েছিল, স্পষ্ট জানিয়েছেন বারাবনি ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সোনি মিশ্র । কিন্তু কাদের ভয়ে বাউন্সার ?

আসানসোলের সেনর‍্যালে এলাকার বাসিন্দা সোনি মিশ্র । তাঁর শ্বশুরবাড়ি এলাকায় সিপিআইএম সমর্থক পরিবার বলেই পরিচিত । সিপিআইএম সমর্থক পরিবারের গৃহবধূ সোনি মিশ্র তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন । বারাবনির তৃণমূল ব্লক নেতা অসিত সিংহ বলেন, "সোনি মিশ্রকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে । বারাবনি ব্লক অফিসে তাই মনোনয়ন জমা করতে গিয়েছিলেন তিনি ।"

নুনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন দাখিল করেন তিনি । নির্বাচন কমিশনের নিয়ম বলছে, মনোনয়ন কেন্দ্রে ঢোকার ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে একজন প্রস্তাবকই যাওয়ার কথা । কিন্তু সোনি মিশ্র এসেছিলেন 4 জন বাউন্সার নিয়ে । এর মধ্যে দু'জন পুরুষ এবং দু'জন মহিলা । চার দেহরক্ষীই তাঁর সঙ্গে মনোনয়ন কেন্দ্রের ভেতর ঢুকে যায় । একথা জানাজানি হতেই চরম বিতর্কের সৃষ্টি হয় । কীভাবে ওই চার ব্যক্তিগত দেহরক্ষী মনোনয়ন কেন্দ্রে ঢুকে গেল তার উত্তর অবশ্য পুলিশের কাছে পাওয়া যায়নি । যদিও পুলিশ পরে বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ওই চারজনকে বের করে নিয়ে আসে ।

আরও পড়ুন: মনোনয়নের শেষদিনেও রণক্ষেত্র ভাঙড়, গুলিতে মৃত এক আইএসএফ কর্মী

ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে কেন এসেছিলেন ?

সোনি মিশ্র জানান, নিরাপত্তার কারণেই তিনি ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী বেষ্টিত হয়ে এসেছিল । কিন্তু কাদেরকে এত ভয় ? যেখানে বিধায়ক নিজেই এলাকায় ঘুরছেন, মনোনয়ন কেন্দ্রে ঘুরছেন কোনওরকম দেহরক্ষী ছাড়া ৷ সেখানে শাসকদলের এক প্রার্থী আসছেন দেহরক্ষী নিয়ে ৷ প্রশ্ন করতেই পাশ কাটিয়ে পালালেন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ।

তবে বিরোধীদের কটাক্ষ, যেভাবে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে রয়েছে তাতে নিজেরাই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে যেতে পারে । আর সেই কারণেই নিজের ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে এসেছিলেন সোনি মিশ্র ।

বারাবনি, 15 জুন: যেখানে রাজ্যজুড়ে বিরোধীদের মনোনয়ন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে । কোথাও ডিসিআর কেড়ে নেওয়া, কোথাও প্রার্থীদের পেটানো, কোথাও বা আবার আগ্নেয়াস্ত্র বের করে ভয় দেখানো । মনোনয়ন প্রক্রিয়ায় বারবার কাঠগড়ায় তৃণমূল । শাসকদলের পালটা প্রতিরোধও গড়ে তুলেছে বিরোধীরা । কিন্তু এবার উলটো চিত্র । খোদ শাসকদলের প্রার্থী মনোনয়ন জমা দিতে এলেন সঙ্গে বাউন্সার নিয়ে । নিরাপত্তার জন্যই দেহরক্ষী নিতে হয়েছিল, স্পষ্ট জানিয়েছেন বারাবনি ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সোনি মিশ্র । কিন্তু কাদের ভয়ে বাউন্সার ?

আসানসোলের সেনর‍্যালে এলাকার বাসিন্দা সোনি মিশ্র । তাঁর শ্বশুরবাড়ি এলাকায় সিপিআইএম সমর্থক পরিবার বলেই পরিচিত । সিপিআইএম সমর্থক পরিবারের গৃহবধূ সোনি মিশ্র তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন । বারাবনির তৃণমূল ব্লক নেতা অসিত সিংহ বলেন, "সোনি মিশ্রকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে । বারাবনি ব্লক অফিসে তাই মনোনয়ন জমা করতে গিয়েছিলেন তিনি ।"

নুনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন দাখিল করেন তিনি । নির্বাচন কমিশনের নিয়ম বলছে, মনোনয়ন কেন্দ্রে ঢোকার ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে একজন প্রস্তাবকই যাওয়ার কথা । কিন্তু সোনি মিশ্র এসেছিলেন 4 জন বাউন্সার নিয়ে । এর মধ্যে দু'জন পুরুষ এবং দু'জন মহিলা । চার দেহরক্ষীই তাঁর সঙ্গে মনোনয়ন কেন্দ্রের ভেতর ঢুকে যায় । একথা জানাজানি হতেই চরম বিতর্কের সৃষ্টি হয় । কীভাবে ওই চার ব্যক্তিগত দেহরক্ষী মনোনয়ন কেন্দ্রে ঢুকে গেল তার উত্তর অবশ্য পুলিশের কাছে পাওয়া যায়নি । যদিও পুলিশ পরে বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ওই চারজনকে বের করে নিয়ে আসে ।

আরও পড়ুন: মনোনয়নের শেষদিনেও রণক্ষেত্র ভাঙড়, গুলিতে মৃত এক আইএসএফ কর্মী

ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে কেন এসেছিলেন ?

সোনি মিশ্র জানান, নিরাপত্তার কারণেই তিনি ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী বেষ্টিত হয়ে এসেছিল । কিন্তু কাদেরকে এত ভয় ? যেখানে বিধায়ক নিজেই এলাকায় ঘুরছেন, মনোনয়ন কেন্দ্রে ঘুরছেন কোনওরকম দেহরক্ষী ছাড়া ৷ সেখানে শাসকদলের এক প্রার্থী আসছেন দেহরক্ষী নিয়ে ৷ প্রশ্ন করতেই পাশ কাটিয়ে পালালেন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ।

তবে বিরোধীদের কটাক্ষ, যেভাবে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে রয়েছে তাতে নিজেরাই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে যেতে পারে । আর সেই কারণেই নিজের ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে এসেছিলেন সোনি মিশ্র ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.