আসানসোল, 21 মে: অভিষেকের নবজোয়ার যাত্রার পরই জামুরিড়ায় তৃণমুলের গোষ্ঠীকোন্দল চরমে উঠল ৷ শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে ঢুকে ব্লক সভাপতি তথা মেয়র পরিষদ সুব্রত অধিকারীকে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে । এই ঘটনায় মোট 11 জন তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের হলেও, মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এমনটাই অভিযোগ ৷
রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে গ্রাম জনসংযোগ এবং নবজোয়ার যাত্রা কর্মসূচিতে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু অভিষেক নিজে জেলায় জেলায় ঘুরলেও কমছে না তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷ প্রায় প্রতি জেলা থেকেই অভিযোগ আসছে দলের গোষ্ঠীদ্বন্দ্বের ৷ যার জেরে তৃণমূল নেতৃত্ব যে যথেষ্ট চিন্তিত, তা বলার অপেক্ষা রাখে না ৷ এর মাঝেই ফের দলের অন্তর্দ্বন্দ্বে উত্তেজনা ছড়াল জামুড়িয়ায় ৷ ব্লক সভাপতিকে মারধরের ঘটনায় বরো চেয়ারম্যান শেখ সানদারের ভাই শেখ দিলদার-সহ মোট 11 জন তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের হয়েছে জামুড়িয়া থানায় । ঘটনায় যুক্ত থাকার অভিযোগে, পুলিশ এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে । বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
জানা গিয়েছে, শুক্রবার রাতে নিজের দলীয় কার্যালয়ে গিয়েছিলেন জামুড়িয়া ব্লক 2 নম্বর ব্লকের সভাপতি তথা মেয়র পারিষদ সুব্রত অধিকারী । তাঁর অভিযোগ, জামুড়িয়ার বরো চেয়ারম্যান শেখ সানদারের ভাই শেখ দিলদার এবং চঞ্চল বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতাদের সঙ্গে প্রায় 100 জন তৃণমূল কর্মী-সমর্থক তাঁর দলীয় অফিসে হাজির হয় । প্রথমে কমিটি গঠন নিয়ে বচসা শুরু হয় বলে অভিযোগ । এরপর ওই বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা সুব্রত অধিকারীকে ব্যাপক মারধর করে । অভিষেকের নবজোয়ার অনুষ্ঠানের পরই এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে । জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং এই ঘটনায় নিন্দাবার্তা জানান ।
এই ঘটনার পরই মেয়র পারিষদ তথা ব্লক সভাপতি সুব্রত অধিকারী, শেখ দিলদার-সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন । রবিবার চঞ্চল বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 447, 341, 323, 325, 307, 506 এবং 34 এর মতো গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে । বিধায়ক হরেরাম সিং জানান, দলের মধ্যে কোনও অন্যায়কেই রেয়াত করা হবে না । যারা ব্লক সভাপতিকে দলীয় অফিসে ঢুকে মারধর করতে পারে, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন বিধায়ক ।
আরও পড়ুন: মঙ্গলে মমতা, বুধে উদ্ধবের সাক্ষাতপ্রার্থী কেজরিওয়াল