পানাগড়, 12 জুলাই : তাঁর বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা । একাধিকবার বিক্ষোভও হয়েছে । দায় এড়াতে তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়ার পরিকল্পনা করেছিলেন । বাধ সাধেন BJP কর্মীরা । আজ সকাল থেকে শুরু হয় বিক্ষোভ । একপ্রকার চাপে পড়ে 'মত পালটালেন' ওই তৃণমূল নেতা ।
নিতু শুকুল । পানাগড় গ্রামের দাপুটে তৃণমূল নেতা । স্থানীয়দের অভিযোগ, তিনি নাকি তোলাবাজির সঙ্গে যুক্ত । তাই, কাটমানির টাকা ফেরতের দাবিতে একাধিকবার বিক্ষোভও হয়েছে । এহেন নিতু BJP-তে যোগ দিচ্ছেন বলে খবর ছড়ায় । স্থানীয়দের কানে পৌঁছায়, আগামীকাল এলাকায় অনুষ্ঠানের মাধ্যমে যোগদান পর্ব চলবে । এরপরই পথে নামেন স্থানীয়রা । শুরু হয় বিক্ষোভ ।
এলাকার বাসিন্দা ছোটন বাউরি বলেন, "BJP পার্টিটাকে ভালোবাসি । ভালো কিছু হওয়ার আশায় ভোট দিয়েছিলাম । কিন্তু, দুর্নীতিবাজ নেতারা যোগ দিচ্ছেন । তাহলে আমাদের ভোটের দাম কী ?" এক মহিলা বলেন, "শুকুল BJP-তে যোগদান করলে এলাকার সবাই ফের CPI(M)-এ যোগ দেবে ।"
এদিকে, জেলাস্তরের BJP নেতা রমন শর্মা বলেন, "আমাদের দলে সবাই স্বাগত । তবে, দলের অনুশাসন মেনে চলতে হবে । লক্ষ্মণ শেঠকেও তো দলে নেওয়া হয়েছিল ।" স্থানীয় তৃণমূল নেতা দেবদাস বক্সি বলেন, "ও আমাদের দলে ছিল । কিন্তু, বড়মাপের নেতা নয় । BJP-তে যেতে পারে । ওকে আমরা আটকাতে যাব না ।"
সকাল থেকে চুপ থাকলেও সন্ধ্যায় মুখ খোলেন শুকুল । BJP-তে যোগদানের খবর নস্যাৎ করে তিনি বলেন, "আমি তৃণমূলে আছি তৃণমূলেই থাকব । কোথাও যাচ্ছি না ।"