ETV Bharat / state

যোগদানের খবরে BJP-তে বিক্ষোভ; তৃণমূল নেতা বললেন, "দলেই আছি" - Cpi(m)

নিতু শুকুল । পানাগড় গ্রামের দাপুটে তৃণমূল নেতা । স্থানীয়দের অভিযোগ, তিনি নাকি তোলাবাজির সঙ্গে যুক্ত । তাই, কাটমানির টাকা ফেরতের দাবিতে একাধিকবার বিক্ষোভও হয়েছে । এহেন নিতু BJP-তে যোগ দিচ্ছেন বলে খবর ছড়ায় । স্থানীয়দের কানে পৌঁছায়, আগামীকাল এলাকায় অনুষ্ঠানের মাধ্যমে যোগদান পর্ব চলবে । এরপরই পথে নামেন স্থানীয়রা । শুরু হয় বিক্ষোভ ।

নিতু শুকুল
author img

By

Published : Jul 12, 2019, 8:36 PM IST

Updated : Jul 12, 2019, 8:41 PM IST

পানাগড়, 12 জুলাই : তাঁর বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা । একাধিকবার বিক্ষোভও হয়েছে । দায় এড়াতে তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়ার পরিকল্পনা করেছিলেন । বাধ সাধেন BJP কর্মীরা । আজ সকাল থেকে শুরু হয় বিক্ষোভ । একপ্রকার চাপে পড়ে 'মত পালটালেন' ওই তৃণমূল নেতা ।

নিতু শুকুল । পানাগড় গ্রামের দাপুটে তৃণমূল নেতা । স্থানীয়দের অভিযোগ, তিনি নাকি তোলাবাজির সঙ্গে যুক্ত । তাই, কাটমানির টাকা ফেরতের দাবিতে একাধিকবার বিক্ষোভও হয়েছে । এহেন নিতু BJP-তে যোগ দিচ্ছেন বলে খবর ছড়ায় । স্থানীয়দের কানে পৌঁছায়, আগামীকাল এলাকায় অনুষ্ঠানের মাধ্যমে যোগদান পর্ব চলবে । এরপরই পথে নামেন স্থানীয়রা । শুরু হয় বিক্ষোভ ।

এলাকার বাসিন্দা ছোটন বাউরি বলেন, "BJP পার্টিটাকে ভালোবাসি । ভালো কিছু হওয়ার আশায় ভোট দিয়েছিলাম । কিন্তু, দুর্নীতিবাজ নেতারা যোগ দিচ্ছেন । তাহলে আমাদের ভোটের দাম কী ?" এক মহিলা বলেন, "শুকুল BJP-তে যোগদান করলে এলাকার সবাই ফের CPI(M)-এ যোগ দেবে ।"

এদিকে, জেলাস্তরের BJP নেতা রমন শর্মা বলেন, "আমাদের দলে সবাই স্বাগত । তবে, দলের অনুশাসন মেনে চলতে হবে । লক্ষ্মণ শেঠকেও তো দলে নেওয়া হয়েছিল ।" স্থানীয় তৃণমূল নেতা দেবদাস বক্সি বলেন, "ও আমাদের দলে ছিল । কিন্তু, বড়মাপের নেতা নয় । BJP-তে যেতে পারে । ওকে আমরা আটকাতে যাব না ।"

সকাল থেকে চুপ থাকলেও সন্ধ্যায় মুখ খোলেন শুকুল । BJP-তে যোগদানের খবর নস্যাৎ করে তিনি বলেন, "আমি তৃণমূলে আছি তৃণমূলেই থাকব । কোথাও যাচ্ছি না ।"

পানাগড়, 12 জুলাই : তাঁর বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা । একাধিকবার বিক্ষোভও হয়েছে । দায় এড়াতে তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়ার পরিকল্পনা করেছিলেন । বাধ সাধেন BJP কর্মীরা । আজ সকাল থেকে শুরু হয় বিক্ষোভ । একপ্রকার চাপে পড়ে 'মত পালটালেন' ওই তৃণমূল নেতা ।

নিতু শুকুল । পানাগড় গ্রামের দাপুটে তৃণমূল নেতা । স্থানীয়দের অভিযোগ, তিনি নাকি তোলাবাজির সঙ্গে যুক্ত । তাই, কাটমানির টাকা ফেরতের দাবিতে একাধিকবার বিক্ষোভও হয়েছে । এহেন নিতু BJP-তে যোগ দিচ্ছেন বলে খবর ছড়ায় । স্থানীয়দের কানে পৌঁছায়, আগামীকাল এলাকায় অনুষ্ঠানের মাধ্যমে যোগদান পর্ব চলবে । এরপরই পথে নামেন স্থানীয়রা । শুরু হয় বিক্ষোভ ।

এলাকার বাসিন্দা ছোটন বাউরি বলেন, "BJP পার্টিটাকে ভালোবাসি । ভালো কিছু হওয়ার আশায় ভোট দিয়েছিলাম । কিন্তু, দুর্নীতিবাজ নেতারা যোগ দিচ্ছেন । তাহলে আমাদের ভোটের দাম কী ?" এক মহিলা বলেন, "শুকুল BJP-তে যোগদান করলে এলাকার সবাই ফের CPI(M)-এ যোগ দেবে ।"

এদিকে, জেলাস্তরের BJP নেতা রমন শর্মা বলেন, "আমাদের দলে সবাই স্বাগত । তবে, দলের অনুশাসন মেনে চলতে হবে । লক্ষ্মণ শেঠকেও তো দলে নেওয়া হয়েছিল ।" স্থানীয় তৃণমূল নেতা দেবদাস বক্সি বলেন, "ও আমাদের দলে ছিল । কিন্তু, বড়মাপের নেতা নয় । BJP-তে যেতে পারে । ওকে আমরা আটকাতে যাব না ।"

সকাল থেকে চুপ থাকলেও সন্ধ্যায় মুখ খোলেন শুকুল । BJP-তে যোগদানের খবর নস্যাৎ করে তিনি বলেন, "আমি তৃণমূলে আছি তৃণমূলেই থাকব । কোথাও যাচ্ছি না ।"

Intro:এবার কাঁকসার পানাগড় গ্রামে টিএমসি ছেড়ে বিজেপি তে যোগ দিতে চাওয়া নেতাদের কে কেন্দ্র করে বিজেপি র দ্বন্দ্ব প্রকাশ্যে এলো।
কাঁকসার পানাগড় গ্রামের একসময়ের টিএমসি র "" দাপুটে"" নেতা নিতু শুকুল এলাকার মানুষদের কাছে কাটমানি নিয়েছে এবং তার থেকে বাঁচতেই সে এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে বলে অভিযোগ পানাগড় গ্রামের মানুষদের। সেই গোপন খবর জানাজানি হতেই ওই এলাকার মানুষ প্রতিবাদে সরব হয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে কিছু ভালো হবার আসার আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম কিন্তু সেই দলে যদি তৃণমূলের নেতারা যারা দুর্নীতির সাথে যুক্ত তারা যোগদান করলে সেই বিজেপির অবস্থাও একই রকম হবে। তাহলে আমাদের ভোটের দাম কি রইলো?যে নেতার বিরুদ্ধে এলাকায় ভুরি ভুরি অভিযোগ সেই নেতা এখন শিবির বদলে বিজেপি তে গেলে এলাকায় আরও তান্ডব করবে তারা বলেও অভিযোগ এলাকার কিছু বাসিন্দাদের । এলাকাবাসীর অভিযোগ মোটা টাকা নিয়ে ওই তৃণমূল নেতাকে বিজেপিতে যোগদান করাচ্ছে এলাকারই বিজেপি নেতা।যদিও এই অভিযোগ অস্বীকার করে পুর্ব বর্ধমানের বিজেপি নেতা রমন শর্মা বলেন "" আমাদের দলে সবাই স্বাগত।লক্ষন শেঠদের ও নেওয়া হয়েছিল।কিন্তু বিজেপি তে এসে বিজেপি র অনুশাসনে চলতে হবে।আর যারা অভিযোগ করছে তারা কারা আগে দেখতে হবে।তারা যদি টিএমসি র লোক হয় তাহলে তো শুনব না।""পানাগড় গ্রামের নিতু সুকুল এবং আরো এক টিএমসি নেতা বিজেপি তে যোগদান করলে ওই গ্রামের মহিলারা যে ফের আবার সিপিআই(এম) করবেন তাও জানিয়েছেন।কাঁকসার এক বিজেপি নেতা র বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি এলাকায় বে আইনি বহু কাজে যুক্ত থাকছেন এবং পুলিশ ও শাসকদলের সাথে বন্ধত্বপুর্ন সম্পর্ক রেখে নিজের কার্য সিদ্ধ করছেন।সেই নেতায় এখন টিএমসি র "" দাগীদের""বিজেপি তে নিয়ে আসছে বলেও অভিযোগ উঠছে।Body:দConclusion:এ
Last Updated : Jul 12, 2019, 8:41 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.