ETV Bharat / state

পরীক্ষা চলাকালীন লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ মুনমুনের সভায় - exam

পাণ্ডবেশ্বর থানা এলাকার বাঙ্কোলা কোলিয়ারি সংলগ্ন ময়দানে পরীক্ষা চলাকালীন লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের উপস্থিতিতে আজ কর্মীসভার আয়োজন করে তৃণমূল।

a
author img

By

Published : Mar 19, 2019, 11:35 PM IST

পাণ্ডবেশ্বর, ১৯ মার্চ : পাণ্ডবেশ্বর থানা এলাকার বাঙ্কোলা কোলিয়ারি সংলগ্ন ময়দানে পরীক্ষা চলাকালীন লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের উপস্থিতিতে আজ কর্মীসভার আয়োজন করে তৃণমূল। অভিযোগ, সভা চলাকালীন সভামঞ্চ থেকে মাত্র ১০০ মিটার দূরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পরীক্ষা চলছিল। সেই সময় লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

পরে এই নিয়ে প্রশ্ন করা হলে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী জানান, তারা ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, "আমরা লাউডস্পিকার না ব্যবহারের জন্য যথাসম্ভব চেষ্টা চালিয়েছিলাম। এটা ঠিক যে ওই বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। কিন্তু একটা সময় আর আমরা রাশ ধরে রাখতে পারিনি। মাইক ব্যবহার করার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।"

আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বরে আজ থেকে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মুনমুন সেন। আজ পাণ্ডবেশ্বর বাঙ্কোলা এরিয়া অফিসের মাঠে একটি কর্মীসভার আয়োজন করে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা।

দুর্গাপুর মহকুমার রিটার্নিং অফিসার তথা দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলের কাছে পরীক্ষা চলাকালীন মাইকের ব্যবহার নিয়ে BJP-র পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি।

পাণ্ডবেশ্বর, ১৯ মার্চ : পাণ্ডবেশ্বর থানা এলাকার বাঙ্কোলা কোলিয়ারি সংলগ্ন ময়দানে পরীক্ষা চলাকালীন লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের উপস্থিতিতে আজ কর্মীসভার আয়োজন করে তৃণমূল। অভিযোগ, সভা চলাকালীন সভামঞ্চ থেকে মাত্র ১০০ মিটার দূরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পরীক্ষা চলছিল। সেই সময় লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

পরে এই নিয়ে প্রশ্ন করা হলে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী জানান, তারা ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, "আমরা লাউডস্পিকার না ব্যবহারের জন্য যথাসম্ভব চেষ্টা চালিয়েছিলাম। এটা ঠিক যে ওই বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। কিন্তু একটা সময় আর আমরা রাশ ধরে রাখতে পারিনি। মাইক ব্যবহার করার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।"

আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বরে আজ থেকে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মুনমুন সেন। আজ পাণ্ডবেশ্বর বাঙ্কোলা এরিয়া অফিসের মাঠে একটি কর্মীসভার আয়োজন করে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা।

দুর্গাপুর মহকুমার রিটার্নিং অফিসার তথা দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলের কাছে পরীক্ষা চলাকালীন মাইকের ব্যবহার নিয়ে BJP-র পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি।

Intro:পাণ্ডবেশ্বর থানা এলাকার বাঙ্কোলা কোলিয়ারি সংলগ্ন ময়দানে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের একটি কর্মী সভার আয়োজন করা হয় মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু অভিযোগ সভা মঞ্চ থেকে মাত্র 100 মিটার দূরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় পরীক্ষা চলাকালীন এই কর্মীসভায় বাজানো হলো মাইক।পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী বিষয়টিকে নিয়ে বলতে গিয়ে বলেন, ""আমরা মাইক না বাজানোর জন্য যথাসম্ভব চেষ্টা চালিয়ে ছিলাম। কিন্তু শেষমেশ আমাদেরকে মাইকের ব্যবহার করতেই হয়। তবে মাইকের ব্যবহার করার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ""আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় আজ থেকে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মুনমুন সেন। আজ পাণ্ডবেশ্বর বাঙ্কোলা এরিয়া অফিসের মাঠে একটি কর্মী সভার আহবান জানানো হয় পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু এই সভা ময়দানের পাশেই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় এর পরীক্ষা চলছিল বলে স্কুল কর্তৃপক্ষ এই কর্মীসভার উদ্যোক্তা দের কে জানাই। সেই মতো মুনমুন সেন সভামঞ্চে আসার আগে দীর্ঘক্ষন মাইকের ব্যবহার করেননি উদ্যোক্তারা। স্কুল কর্তৃপক্ষ জানায় যে তাদের বিদ্যালয়ের পরীক্ষা শেষ হবে বিকাল পাঁচটায়। ততক্ষণ পর্যন্ত তারা যেন মাইকের ব্যবহার না করেন। কিন্তু উদ্যোক্তারা শেষমেষ সাড়ে চারটে পর্যন্ত মাইকের ব্যবহার না করলেও তারপর তারস্বরে মাইক বাজতে শুরু করে। আর মুনমুন সেন আসার পরেই সেই মাইক্রোফোনের শব্দগুলি দ্বিগুণ হয়ে যায়। কিন্তু ততক্ষণ ওই বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। মুনমুন সেন মঞ্চে থাকাকালীনই বিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়। সভা শেষ হওয়ার পর বিদ্যালয়ের কাউকে পাওয়া না গেলেও পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তীর কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ""আমরা দীর্ঘক্ষন মাইকের ব্যবহার করিনি। এটা ঠিক যে ওই বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। কিন্তু একটা সময় আর আমরা রাশ ধরে রাখতে পারিনি। তাই মাইকের ব্যবহার করেছি। তবে আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী।"" পাণ্ডবেশ্বরে শাসকফলের প্রথম দিনের প্রচারেই- বিতর্কে শাসক দল। যদিও বিষয়টি কে নিয়ে খুব বেশি আমল দিতেও নারাজ শাসক দলের প্রতিনিধিরা। দুর্গাপুর মহকুমার রিটার্নিং অফিসার তথা দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলের কাছে বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় পরীক্ষা চলাকালীন মাইকের ব্যবহার নিয়ে বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি ঘড়ুই।Body:CopyConclusion:Copy

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.