ETV Bharat / state

Raju Jha Murder Case: অবশেষে রাজু ঝা খুনে গ্রেফতার এক, পাঠানো হল 14 দিনের পুলিশি হেফাজতে - কয়লা মাফিয়ার গাড়ির চালক আটক

রাজু ঝা খুনের ঘটনায় আরেক কুখ্যাত কয়লা মাফিয়ার গাড়ির চালককে গ্রেফতার করা হল ৷ আরও দুজনকে আটক করেছে পূর্ব বর্ধমান পুলিশ ৷

Raju Jha Murder Case ETV bharat
রাজু ঝা খুনের ঘটনা
author img

By

Published : Apr 19, 2023, 2:14 PM IST

Updated : Apr 19, 2023, 5:50 PM IST

অবশেষে রাজু ঝা খুনে গ্রেফতার এক

দুর্গাপুর, 19 এপ্রিল: রাজু ঝা খুনের ঘটনায় আর এক কুখ্যাত কয়লা মাফিয়ার গাড়ির চালককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার পুলিশ ৷ আটক হয়েছেন আরও দুজন ৷ চলতি মাসের 1 তারিখে একসময়ের কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝা-কে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে 19 নম্বর জাতীয় সড়কের পাশে গাড়িতে বসে থাকা অবস্থায় পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় । সেই খুনের ঘটনায় জড়িত থাকার সম্ভাবনার খবর করতে গিয়ে চলতি মাসের 4 তারিখে ইটিভি ভারতে প্রকাশিত হয়েছিল রাজু ঝা-এর এক সময়ের সতীর্থরা অর্থাৎ রাজুর সঙ্গে কয়লা চুরিতে নাম থাকা তাঁর ঘনিষ্ঠ মাফিয়ারা রাজু ঝা-কে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিল না তো ? সেই আশঙ্কাই হয়তো সত্যি হতে চলেছে ।

রাজু ঝা খুনের ঘটনায় পূর্ব বর্ধমান জেলার তদন্তকারী অফিসাররা গতকাল কুখ্যাত কয়লা মাফিয়া তথা রাজু ঝা-এর ঘনিষ্ঠ নারায়ণ খাগড়ার গাড়ির চালক অভিজিৎ মণ্ডলকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করেন ৷ পরবর্তীতে জেলা আদালতে পেশ করা হলে অভিজিৎ মণ্ডলকে 14দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ নারায়ণ খাগড়ার অফিসে থাকা দুজন কর্মীকে আটক করা হয়েছে ৷

দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার আড়াতে তপোবন সিটি নামে বহুতল আবসনে অভিজিৎ মণ্ডলের ফ্ল্যাট থেকেই তাঁকে আটক করে পুলিশ । পরে দুর্গাপুরে সিটি সেন্টার থেকে নারায়ণ খাগড়ার অফিস থেকে আরও দুজন কর্মীকে আটক করা হয় । বাম আমলে কুখ্যাত কয়লা মাফিয়া রাজেশ ওরফে রাজু ঝা-কে 1 এপ্রিল, শনিবার সন্ধ্যায় কলকাতা যাওয়ার সময় শক্তিগড়ে গুলি করা হয় । গুলিবিদ্ধ রাজু ঝা-এর মৃত্যু হয় ঘটনাস্থলেই । একই গাড়িতে থাকা তাঁর বন্ধু ব্রতীন মুখোপাধ্যায়ের হাতেও গুলি লাগে । ওই গাড়িতে গরু পাচার কাণ্ডে সিবিআই-এর র‍্যাডারে থাকা আবদুল লতিফও ছিলেন বলে জানা যায় । কারণ রাজু ঝা যে গাড়িতে খুন হন, সেই গাড়ি আবদুল লতিফের ।

একসময় কালো হিরের কালো কারবারের বেতাজ বাদশা হয়ে ওঠা রাজু ঝা কয়লার কারবার বন্ধ করে দেন এই রাজ্যে পরিবর্তনের সরকারের প্রতিষ্ঠার পর । তারপর থেকে বেশ কয়েকবার রাজু ঝা-কে বিভিন্ন মামলায় গ্রেফতার করে সংশোধনাগারে রাখা হয় । রাজেশ ওরফে রাজু ঝা এরপর বিজেপির যোগদান মেলায় দুর্গাপুরের পলাশডিহা ময়দানে দিলীপ ঘোষ ও তখন বিজেপি তে থাকা অর্জুন সিং-দের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেন ।

কয়লার কারবারের বেতাজ বাদশা রাজু ঝা-কে গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে বিভিন্ন জায়গায় দেখা যায় । ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয়, রাজ্য এবং স্থানীয় নেতাদের সঙ্গে রাজু ঝা-কে বিজেপির বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে দেখা যায় । মাত্র কয়েকদিন আগে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা উপনগরীতে রাজু ঝা-এর একসময়ের এক বিশ্বস্ত সাগরেদের আত্মীয়ের পরিবহণ কার্যালয়ে দু রাউন্ড গুলি চালানো হয় ।

Raju Jha Murder Case ETV bharat
গ্রেফতার অভিজিৎ মণ্ডল

সূত্রের খবর, এরপর 1 এপ্রিল রাজু ঝা তাঁর নিজস্ব গাড়ি করে কলকাতার উদ্দেশে যখন যাচ্ছিলেন, সেই সময় শক্তিগড়ে তাঁদের গাড়ির পাশে এসে দাঁড়ায় অন্য একটি চারচাকা গাড়ি । সেই গাড়ির ভেতরে থাকা দুষ্কৃতীরা রাজু ঝা-এর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালে বুলেটবিদ্ধ রাজু ঝা-এর মৃত্যু হয় । প্রায় 18 দিন তদন্তের পর পূর্ব বর্ধমান জেলার পুলিশ সূত্র ধরে রাজু ঝা-এর ঘনিষ্ঠ আরও এক কুখ্যাত কয়লা মাফিয়া নারায়ণ খাগড়ার গাড়ির চালক অভিজিৎ মণ্ডল ও আরও দুজন কর্মীকে আটক করা হয় । পরে গ্রেফতার করা হয় অভিজিৎ-কে ৷ আজ অভিজিতের বাড়িতে গিয়ে সেখানে কারওকে পাওয়া যায়নি ৷

Raju Jha Murder Case ETV bharat
নারায়ণ খাগড়ার গাড়ির চালক অভিজিৎ মণ্ডল

এক সময় এই রাজু ঝা, নারায়ণ খাগড়া, জয়দেব মণ্ডল, কালে সিং, শেখ সেলিম - এরা সকলে মিলে কয়লার বেআইনি কারবারে প্যাড সিস্টেম চালু করে । বাম আমলে কয়লার সিন্ডিকেটের এই মাথারা কার্যত ফুলে ফেঁপে ওঠে । তাহলে কি রাজু ঝা খুনের নেপথ্যে রয়েছেন নারায়ণ খাগড়া ? ইটিভি ভারতে চলতি মাসের চার তারিখে এই মর্মে একটি খবর প্রকাশিত হয় । রাজু ঝা খুনের ঘটনায় তাঁর ঘনিষ্ঠ মাফিয়াদের হাত থাকতে পারে বলে সেই খবরে বলা হয়েছিল ।

রাজু ঝা-কে খুন করার জন্য কেন শক্তিগড় পর্যন্ত ধাওয়া করা হল ? পুলিশ মনে করছে যে, পুলিশের নজর ঘোরাতেই দুর্গাপুরে নয়, রাজুকে খুন করা হয় ভিন জেলায় । মাস খানেক আগে অম্বুজা উপনগরীতে রাজুর এক সাগরেদ লোকেশ সিং-এর ভাইয়ের পরিবহণ অফিসেও দুই রাউন্ড গুলি চলেছিল । জানা গিয়েছে, সে দিন ওই সময় রাজু ঝা লোকেশ সিংয়ের ভাইয়ের অফিসেই ছিলেন । তাহলে কি রাজু ঝা অনেকদিন ধরেই দুষ্কৃতীদের টার্গেট ? এখন দেখার এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে কী সত্য উঠে আসে পুলিশের হাতে ।

আরও পড়ুন: রাজুকে খুন হতে দেখেছেন, আতঙ্কে আজও ঝালমুড়ি বিক্রি করতে যান না জিয়া শেখ

অবশেষে রাজু ঝা খুনে গ্রেফতার এক

দুর্গাপুর, 19 এপ্রিল: রাজু ঝা খুনের ঘটনায় আর এক কুখ্যাত কয়লা মাফিয়ার গাড়ির চালককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার পুলিশ ৷ আটক হয়েছেন আরও দুজন ৷ চলতি মাসের 1 তারিখে একসময়ের কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝা-কে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে 19 নম্বর জাতীয় সড়কের পাশে গাড়িতে বসে থাকা অবস্থায় পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় । সেই খুনের ঘটনায় জড়িত থাকার সম্ভাবনার খবর করতে গিয়ে চলতি মাসের 4 তারিখে ইটিভি ভারতে প্রকাশিত হয়েছিল রাজু ঝা-এর এক সময়ের সতীর্থরা অর্থাৎ রাজুর সঙ্গে কয়লা চুরিতে নাম থাকা তাঁর ঘনিষ্ঠ মাফিয়ারা রাজু ঝা-কে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিল না তো ? সেই আশঙ্কাই হয়তো সত্যি হতে চলেছে ।

রাজু ঝা খুনের ঘটনায় পূর্ব বর্ধমান জেলার তদন্তকারী অফিসাররা গতকাল কুখ্যাত কয়লা মাফিয়া তথা রাজু ঝা-এর ঘনিষ্ঠ নারায়ণ খাগড়ার গাড়ির চালক অভিজিৎ মণ্ডলকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করেন ৷ পরবর্তীতে জেলা আদালতে পেশ করা হলে অভিজিৎ মণ্ডলকে 14দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ নারায়ণ খাগড়ার অফিসে থাকা দুজন কর্মীকে আটক করা হয়েছে ৷

দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার আড়াতে তপোবন সিটি নামে বহুতল আবসনে অভিজিৎ মণ্ডলের ফ্ল্যাট থেকেই তাঁকে আটক করে পুলিশ । পরে দুর্গাপুরে সিটি সেন্টার থেকে নারায়ণ খাগড়ার অফিস থেকে আরও দুজন কর্মীকে আটক করা হয় । বাম আমলে কুখ্যাত কয়লা মাফিয়া রাজেশ ওরফে রাজু ঝা-কে 1 এপ্রিল, শনিবার সন্ধ্যায় কলকাতা যাওয়ার সময় শক্তিগড়ে গুলি করা হয় । গুলিবিদ্ধ রাজু ঝা-এর মৃত্যু হয় ঘটনাস্থলেই । একই গাড়িতে থাকা তাঁর বন্ধু ব্রতীন মুখোপাধ্যায়ের হাতেও গুলি লাগে । ওই গাড়িতে গরু পাচার কাণ্ডে সিবিআই-এর র‍্যাডারে থাকা আবদুল লতিফও ছিলেন বলে জানা যায় । কারণ রাজু ঝা যে গাড়িতে খুন হন, সেই গাড়ি আবদুল লতিফের ।

একসময় কালো হিরের কালো কারবারের বেতাজ বাদশা হয়ে ওঠা রাজু ঝা কয়লার কারবার বন্ধ করে দেন এই রাজ্যে পরিবর্তনের সরকারের প্রতিষ্ঠার পর । তারপর থেকে বেশ কয়েকবার রাজু ঝা-কে বিভিন্ন মামলায় গ্রেফতার করে সংশোধনাগারে রাখা হয় । রাজেশ ওরফে রাজু ঝা এরপর বিজেপির যোগদান মেলায় দুর্গাপুরের পলাশডিহা ময়দানে দিলীপ ঘোষ ও তখন বিজেপি তে থাকা অর্জুন সিং-দের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেন ।

কয়লার কারবারের বেতাজ বাদশা রাজু ঝা-কে গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে বিভিন্ন জায়গায় দেখা যায় । ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয়, রাজ্য এবং স্থানীয় নেতাদের সঙ্গে রাজু ঝা-কে বিজেপির বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে দেখা যায় । মাত্র কয়েকদিন আগে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা উপনগরীতে রাজু ঝা-এর একসময়ের এক বিশ্বস্ত সাগরেদের আত্মীয়ের পরিবহণ কার্যালয়ে দু রাউন্ড গুলি চালানো হয় ।

Raju Jha Murder Case ETV bharat
গ্রেফতার অভিজিৎ মণ্ডল

সূত্রের খবর, এরপর 1 এপ্রিল রাজু ঝা তাঁর নিজস্ব গাড়ি করে কলকাতার উদ্দেশে যখন যাচ্ছিলেন, সেই সময় শক্তিগড়ে তাঁদের গাড়ির পাশে এসে দাঁড়ায় অন্য একটি চারচাকা গাড়ি । সেই গাড়ির ভেতরে থাকা দুষ্কৃতীরা রাজু ঝা-এর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালে বুলেটবিদ্ধ রাজু ঝা-এর মৃত্যু হয় । প্রায় 18 দিন তদন্তের পর পূর্ব বর্ধমান জেলার পুলিশ সূত্র ধরে রাজু ঝা-এর ঘনিষ্ঠ আরও এক কুখ্যাত কয়লা মাফিয়া নারায়ণ খাগড়ার গাড়ির চালক অভিজিৎ মণ্ডল ও আরও দুজন কর্মীকে আটক করা হয় । পরে গ্রেফতার করা হয় অভিজিৎ-কে ৷ আজ অভিজিতের বাড়িতে গিয়ে সেখানে কারওকে পাওয়া যায়নি ৷

Raju Jha Murder Case ETV bharat
নারায়ণ খাগড়ার গাড়ির চালক অভিজিৎ মণ্ডল

এক সময় এই রাজু ঝা, নারায়ণ খাগড়া, জয়দেব মণ্ডল, কালে সিং, শেখ সেলিম - এরা সকলে মিলে কয়লার বেআইনি কারবারে প্যাড সিস্টেম চালু করে । বাম আমলে কয়লার সিন্ডিকেটের এই মাথারা কার্যত ফুলে ফেঁপে ওঠে । তাহলে কি রাজু ঝা খুনের নেপথ্যে রয়েছেন নারায়ণ খাগড়া ? ইটিভি ভারতে চলতি মাসের চার তারিখে এই মর্মে একটি খবর প্রকাশিত হয় । রাজু ঝা খুনের ঘটনায় তাঁর ঘনিষ্ঠ মাফিয়াদের হাত থাকতে পারে বলে সেই খবরে বলা হয়েছিল ।

রাজু ঝা-কে খুন করার জন্য কেন শক্তিগড় পর্যন্ত ধাওয়া করা হল ? পুলিশ মনে করছে যে, পুলিশের নজর ঘোরাতেই দুর্গাপুরে নয়, রাজুকে খুন করা হয় ভিন জেলায় । মাস খানেক আগে অম্বুজা উপনগরীতে রাজুর এক সাগরেদ লোকেশ সিং-এর ভাইয়ের পরিবহণ অফিসেও দুই রাউন্ড গুলি চলেছিল । জানা গিয়েছে, সে দিন ওই সময় রাজু ঝা লোকেশ সিংয়ের ভাইয়ের অফিসেই ছিলেন । তাহলে কি রাজু ঝা অনেকদিন ধরেই দুষ্কৃতীদের টার্গেট ? এখন দেখার এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে কী সত্য উঠে আসে পুলিশের হাতে ।

আরও পড়ুন: রাজুকে খুন হতে দেখেছেন, আতঙ্কে আজও ঝালমুড়ি বিক্রি করতে যান না জিয়া শেখ

Last Updated : Apr 19, 2023, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.