ETV Bharat / state

বন্ধ কারখানা, বিশ্বকর্মা পুজোতেও বার্ন স্ট্যান্ডার্ডে শ্মশানের নিস্তব্ধতা ! - বার্নপুর

বন্ধ বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় হল না বিশ্বকর্মা পুজো । অন্যদিকে, PF-এর দাবিতে গেটের বাইরে অবস্থানে কারখানার কর্মীরা ।

PF-এর দাবিতে গেটের বাইরে অবস্থানে কারখানার কর্মীরা
author img

By

Published : Sep 18, 2019, 3:27 PM IST

Updated : Sep 18, 2019, 3:32 PM IST

বার্নপুর, 18 সেপ্টেম্বর : তখন চলত কারখানা । দৌড়াত বলা ভালো । সাধারণের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা । শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর দিনে খুলে দেওয়া হত মেইন গেট । কর্মীদের পাশাপাশি আসতেন পরিবার-পরিজনরাও । সেজে উঠত বার্ন স্ট্যান্ডার্ড কারখানা চত্বর । কিন্তু, এবছর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন । বিশ্বকর্মা পুজোয় কারখানাজুড়ে শ্মশানের স্তব্ধতা । গেটের বাইরে ম্যারাপ খাটিয়ে অবস্থানে কারখানার কর্মীরা । একদিকে চাকরি নেই অন্যদিকে PF -এর টাকাও মেলেনি । চোখেমুখে বিষণ্ণতার ছাপ ।

বেশ কয়েক বছর ধরে ধুঁকছিল বার্ন স্ট্যান্ডার্ড কারখানা । 2018 সালের সেপ্টেম্বরে পুরোপুরি বন্ধ হয়ে যায় কারখানা । স্বেচ্ছাবসর নিতে বাধ্য করা হয় শ্রমিকদের । এরপর একবছর কেটে গেলেও PF পাননি 225 জন কর্মী । বাধ্য হয়ে অবস্থানে তাঁরা । আশা, যদি PF-এর টাকাটা পাওয়া যায় ।

Biswakarma puja
বার্ন স্ট্যান্ডার্ডে শ্মশানের নিস্তব্ধতা

গতবার পর্যন্ত বিশ্বকর্মা পুজো হয়েছিল বার্ন স্ট্যান্ডার্ডে । এবার প্রথম পুজো হচ্ছে না । বিষাদেই দিন কাটছে এককালের বিশ্বকর্মাদের ।

অবসরপ্রাপ্ত কর্মীদের বক্তব্য

এক প্রাক্তন কর্মী বলেন, "এতদিন জাঁকজমকপূর্ণ পুজো হত । আজ সুনসান এলাকা । কিছু নেই । কারখানাও বন্ধ । রাজনৈতিক নেতাদের দুয়ারে দুয়ারে গেছি । কোনও সাহায্য পাইনি । ঘর-সংসার চালানো যেন দায় হয়ে পড়েছে । সামনে পুজো । কারোর জামাকাপড় হয়নি ।" অবস্থানরত আরও এক প্রাক্তন কর্মী বলেন, "আমরা PF পর্যন্ত পাইনি । চেয়ারম্যানের কাছে আবেদন করেছি । উনি বলেছিলেন হয়ে যাবে । কিছুই হয়নি ।" তাঁকে প্রশ্ন করা হয়, এবার বিশ্বকর্মা পুজো করছেন না কেন ? উত্তরে তিনি বলেন, "বিশ্বকর্মা পুজোর একটা হুজুগ উঠেছিল । কিন্তু, আমরা বলেছি, না । লোকে কী বলবে ?"

Biswakarma puja
PF-এর দাবিতে গেটের বাইরে অবস্থান

বার্নপুর, 18 সেপ্টেম্বর : তখন চলত কারখানা । দৌড়াত বলা ভালো । সাধারণের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা । শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর দিনে খুলে দেওয়া হত মেইন গেট । কর্মীদের পাশাপাশি আসতেন পরিবার-পরিজনরাও । সেজে উঠত বার্ন স্ট্যান্ডার্ড কারখানা চত্বর । কিন্তু, এবছর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন । বিশ্বকর্মা পুজোয় কারখানাজুড়ে শ্মশানের স্তব্ধতা । গেটের বাইরে ম্যারাপ খাটিয়ে অবস্থানে কারখানার কর্মীরা । একদিকে চাকরি নেই অন্যদিকে PF -এর টাকাও মেলেনি । চোখেমুখে বিষণ্ণতার ছাপ ।

বেশ কয়েক বছর ধরে ধুঁকছিল বার্ন স্ট্যান্ডার্ড কারখানা । 2018 সালের সেপ্টেম্বরে পুরোপুরি বন্ধ হয়ে যায় কারখানা । স্বেচ্ছাবসর নিতে বাধ্য করা হয় শ্রমিকদের । এরপর একবছর কেটে গেলেও PF পাননি 225 জন কর্মী । বাধ্য হয়ে অবস্থানে তাঁরা । আশা, যদি PF-এর টাকাটা পাওয়া যায় ।

Biswakarma puja
বার্ন স্ট্যান্ডার্ডে শ্মশানের নিস্তব্ধতা

গতবার পর্যন্ত বিশ্বকর্মা পুজো হয়েছিল বার্ন স্ট্যান্ডার্ডে । এবার প্রথম পুজো হচ্ছে না । বিষাদেই দিন কাটছে এককালের বিশ্বকর্মাদের ।

অবসরপ্রাপ্ত কর্মীদের বক্তব্য

এক প্রাক্তন কর্মী বলেন, "এতদিন জাঁকজমকপূর্ণ পুজো হত । আজ সুনসান এলাকা । কিছু নেই । কারখানাও বন্ধ । রাজনৈতিক নেতাদের দুয়ারে দুয়ারে গেছি । কোনও সাহায্য পাইনি । ঘর-সংসার চালানো যেন দায় হয়ে পড়েছে । সামনে পুজো । কারোর জামাকাপড় হয়নি ।" অবস্থানরত আরও এক প্রাক্তন কর্মী বলেন, "আমরা PF পর্যন্ত পাইনি । চেয়ারম্যানের কাছে আবেদন করেছি । উনি বলেছিলেন হয়ে যাবে । কিছুই হয়নি ।" তাঁকে প্রশ্ন করা হয়, এবার বিশ্বকর্মা পুজো করছেন না কেন ? উত্তরে তিনি বলেন, "বিশ্বকর্মা পুজোর একটা হুজুগ উঠেছিল । কিন্তু, আমরা বলেছি, না । লোকে কী বলবে ?"

Biswakarma puja
PF-এর দাবিতে গেটের বাইরে অবস্থান
Intro:পুজো নেই, প্রাপ্য টাকার আশায় বন্ধ কারখানার বাইরে ধরনা দিচ্ছেন বার্ন স্ট্যান্ডার্ডের বিশ্বকর্মারা

একসময় বিশ্বকর্মা পুজো মানে কত ধুমধাম, উৎসব হত বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কারখানায়। সেইসময় কারখানার ভেতরে ঢোকা জনসাধারণের অনুমতি ছিল না। শুধু এই বিশ্বকর্মা পুজোর দিন কারখানার মূল ফটক খুলে দেওয়া হতো জনসাধারণের জন্য। আর এই একটি দিনেই কারখানা দেখতে সবাই ভিড় জমাত। আসত শ্রমিক পরিবারের লোকেরা। আনন্দ-উৎসবে মেতে উঠত সবাই। কিন্তু আজ সব ফাঁকা। একদিন যে কারখানা দেখতে মানুষের ভিড় জমত, আজ বিশ্বকর্মা পূজায় সেই কারখানাতেই শ্মশানের স্তব্ধতা। শুধু বাইরে ম্যারাপ ফাটিয়ে কয়েকজন বসে আছে নিজেদের প্রাপ্য টাকার আশায় ।গত প্রায় দুই মাস ধরে ধরনা মঞ্চ করে নিজেদের পিএফ এর টাকার জন্য অবস্থান করছেন এককালের কৃতি বিশ্বকর্মারা।
বার্ন স্ট্যান্ডার্ড কারখানা শিল্পাঞ্চলেরর অন্যতম শিল্পপ্রতিষ্ঠান বলেই চিহ্নিত ছিল চিরকাল। এখানকার দক্ষ শ্রমিকদের একসময় বিশ্বকর্মা বলা হত। কারণ এদের হাত দিয়ে তৈরি হয়েছে আমুলের কন্টেনার থেকে শুরু করে ওএনজিসি কন্টেনার আরো কত কি। কিন্তু অভিযোগ কেন্দ্র সরকারের সদিচ্ছার অভাবে চালু কারখানা বন্ধ হয়ে গিয়েছে। 2018 সালের সেপ্টেম্বর মাসে কারখানার সমস্ত শ্রমিককে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করা হয়। কিন্তু সেই সময় স্বেচ্ছা অবসর নিলেও এক বছর কেটে গেছে এখনো পর্যন্ত পিএফ এর টাকা পাননি মাস্টার রোলের শ্রমিকরা । প্রায় 225 জন শ্রমিক এখনও পর্যন্ত নিজেদের প্রাপ্য টাকার আশায় বসে আছেন কারখানার বাইরে। ম্যারাপ খাটিয়ে শ্রমিকরা অবস্থানে বসেছেন। আজ প্রায় দুই মাস হয়ে গেল শ্রমিকরা অবস্থান করছেন, রাজনৈতিক নেতারা আসেন, ভাষণ দিয়ে চলে যান। কিন্তু নিজেদের প্রাপ্য টাকা পান না শ্রমিকরা।
বার্নপুরেই ইস্কো কারখানায় এই বিশ্বকর্মা পূজায় কত ধুমধাম। অথচ তারই পাশে বার্ন স্ট্যান্ডার্ড-এ ব্যতিক্রমী চিত্র। শ বিশ্বকর্মা পুজোর দিন শুকনো মুখেই কাটলো এককালের কৃতি বিশ্বকর্মাদের।


Body:..


Conclusion:
Last Updated : Sep 18, 2019, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.