রায়গঞ্জ, 23 এপ্রিল: স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিল মৃত হোমিওপ্যাথি চিকিৎসকের পরিবার। এই বিষয়ে এবার জেলাশাসকের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে লিখিত অভিযোগ জানাল তারা। কোরোনা মোকাবিলার কাজে কর্মরত অবস্থায় চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবারে ইটাহারের ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মিনার কাছে লিখিত অভিযোগ জমা দিলেন মৃত চিকিৎসকের স্ত্রী।
মৃত চিকিৎসকের পরিবারের অভিযোগ, ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক রাকেশ চক্রবর্তী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন, হুমকি দেন। পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা না করে নিলয় পাট্টাদারকে আটকে রাখেন বলেই তাঁর মৃ্ত্যু হয়। গত মঙ্গলবার রাতে রায়গঞ্জের উকিলপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হোমিওপ্যাথি চিকিৎসক তাঁর। মৃত চিকিৎসকের বাড়ি কালিয়াগঞ্জ শহরের 7 নম্বর ওয়ার্ডের পূর্ব আখানগর এলাকায়। তিনি ইটাহারের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতে হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। বুধবারই মৃত চিকিৎসকের স্ত্রী দেবশ্রী পাট্টাদার ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান। আর আজ জেলাশাসকের কাছেও একই অভিযোগ জানিয়ে অভিযুক্তের শাস্তি দাবি করলেন দেবশ্রীদেবী। আজ সকালে কালিয়াগঞ্জের তৃণমূল বিধায়ক তপন দেবসিংহ, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান কার্তিকচন্দ্র পাল সহ অন্যরা মৃত হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে আসেন। তাঁদের কাছেও ওই স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সুবিচারের দাবি করে পরিবার।
মৃত হোমিওপ্যাথি চিকিৎসক নিলয় পাট্টাদারের এক নিকট আত্মীয় বলেন, "আমরা চাই নিলয়ের মৃত্যুর সঠিক কারণ প্রকাশ্যে আসুক। তাঁর মৃত্যুর জন্য যাঁরা দায়ি তাঁদের শাস্তি পাক। জেলাশাসক তদন্তের আশ্বাস দিয়েছেন।"