আসানসোল , 16 মার্চ : ব্যাঙ্কে টাকা জমা করতে গিয়ে দিনেদুপুরে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীর কাছ থেকে 6 লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে কুলটি থানার বরাকরে ।
টাকা জমা করতে বুধবার বরাকরের ইউকো ব্যাঙ্কে গিয়েছিলেন এক নির্মাণ সংস্থার কর্মী অমিত শর্মা । তিনি ব্যাঙ্কের সামনে লাইনে দাঁড়িয়ে থাকার সময় দুষ্কৃতীরা তার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় ।
ধর্মঘট চলায় দুদিন ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে বুধবার গ্রাহকদের ভিড় ছিল অনেক বেশি । সেখানেই ভিড়ের মধ্যে এমন ঘটনা ঘটে ।
আরও পড়ুন : বিশ্বের রাজধানী শহরগুলির মধ্যে বায়ুদূষণে প্রথম দিল্লি
এই ঘটনার পর কুলটি থানার বরাকর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন অমিত । চিৎকার করলেও ভিড়ের কারণে তার চিৎকার কেউ শুনতে পায়নি বলে তিনি পুলিশকে জানান । ফলে দুষ্কৃতীরা সহজেই তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় । দুষ্কৃতীরা সংখ্যায় ঠিক কতজন ছিল তা পুলিশকে সঠিক ভাবে জানাতে পারেনি অমিত ।
ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ । ব্যাঙ্কের বাইরের সিসিটিভি ও এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজার চেষ্টা করছে পুলিশ ।