আসানসোল, 3 এপ্রিল : কুলটি থানার অন্তর্গত বরাকর এলাকায়, বরাকর নদীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল । বরাকর রেলব্রিজের তলাতেই মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা । পরে পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । মৃতের পরিচয় পাওয়া যায়নি । তবে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন যেভাবে নদী পেরিয়ে, রেল ব্রিজ পেরিয়ে দুই রাজ্যের শ্রমিকরা বাড়ি ফেরার টানে ঝুঁকি নিচ্ছিলেন, তাতে এই মৃতদেহ কোনও পরিযায়ী শ্রমিকের হতে পারে ।
কোরোনা আতঙ্কে বাংলা ঝাড়খন্ড বর্ডার সিল করে দেওয়া হয়েছে । ঝাড়খন্ড থেকেও কেউ এই পারে আসতে পারছে না, এই দিক থেকেও কেউ ওই রাজ্যে যেতে পারছে না । দুনম্বর জাতীয় সড়কে চলছে কড়া পুলিশ প্রহরা । কিন্তু তাও ভিন রাজ্যের শ্রমিকরা পায়ে হেঁটে সীমান্তের বরাকর নদী পেরিয়ে ওই পারে যাওয়ার চেষ্টা করছে । কেউ কেউ বরাকর ধানবাদ রেলসেতু পেরিয়েও ওই পারে যাচ্ছেন বলে খবর । এরই মাঝে আজ সকালে বরাকর রেল সেতুর তলায় এক ব্যাক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসীরা ।
স্থানীয় বাসিন্দা পল্লব বন্দ্যোপাধ্যায় জানান যেভাবে পরিযায়ী শ্রমিকরা ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছেন, তাতে দুর্ঘটনা ঘটা অসম্ভব কিছু নয় । তবে কিছু বাসিন্দার অনুমান আত্মহত্যা বা খুনও হতে পারে । মুখে স্বল্প আঘাতের চিহ্ন ছিল । কুলটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।