দুর্গাপুর, 16 জুন : জলের তোড়ে ভেসে গেছে অজয় নদের অস্থায়ী সেতু । এখনও চালু হয়নি ফেরি পরিষেবা । ফলে বিচ্ছিন্ন বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার যোগাযোগ ব্যবস্থা ৷ তার জেরে কাঁকসা ব্লকের সবজি ব্যবসায়ীরা বীরভূমের জয়দেবের হাটে যেতে পারলেন না । এতেই চরম আর্থিক ক্ষতির আশঙ্কা সবজি ব্যবসায়ীদের ।
একদিকে কাঁকসার শিবপুর, অন্যদিকে বীরভূমের জয়দেব কেন্দুলি । প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার হাট বসে জয়দেবে । পশ্চিম বর্ধমানের অনেক ব্যবসায়ীরা এই জয়দেবের হাটে সবজি বিক্রি করতে যান ৷ শুধু ব্যবসায়ীরা নন, অনেক ক্রেতাও আসেন এখানে বিভিন্ন জিনিস কিনতে ৷
এই দুই জেলার যোগাযোগের মাধ্যম অজয়ের অস্থায়ী মোরাম বিছানো সেতু ৷ রবিবার রাতে জলের তোড়ে তা ভেসে যায় ৷ 24 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত চালু হয়নি ফেরি বা মাচা পরিষেবা । মঙ্গলবার সকালে জয়দেবের হাটে যেতে তাই চরম সমস্যায় পড়েন সবজি ব্যবসায়ীরা ৷ শেষমেষ বিদবিহার গ্রাম পঞ্চায়েতের তৈরি মার্কেট কমপ্লেক্সে হাট বসান ব্যবসায়ীরা ।
আরও পড়ুন : নিউটাউন ও মালদার ঘটনা থেকে শিক্ষা, সতর্ক কাঁকসা থানার পুলিশ
কিন্তু জয়দেবের হাটের তুলনায় এখানে ক্রেতা কম থাকায় বিক্রি সেরকম হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা । ক্রেতারাও পড়েছেন সমস্যায় ৷ তাঁদের কথায়, জয়দেবের হাটে বিভিন্ন সবজি ও মাছ থেকে শুরু করে কী না পাওয়া যায় ৷ কিন্তু সে তুলনায় এখানে কিছুই পাওয়া যাচ্ছে না ৷
চাষিরা ধানের বীজ এবং ওষুধ কিনতে জয়দেবের হাটে যান ৷ যোগাযোগ বন্ধ হওয়ায় তাদেরও চরম সমস্যার মধ্যে পড়তে হয় । দূর-দূরান্ত থেকে এসেও কাঙ্খিত জিনিস না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন ৷ তাই সমস্যা মেটাতে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই ফেরি পরিষেবা কবে শুরু হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন ৷