আসানসোল, 4 জুন : বিদ্যুতের খুঁটির স্পর্শে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক কিশোরের ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুরের নিঘা নিচু সেন্টার এলাকায় ৷ মৃত কিশোরের নাম মহম্মদ রোশন ৷ বয়স মাত্র 13 বছর ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদ রোশনের বাড়ি নিচু সেন্টার এলাকাতেই ৷ বৃহস্পতিবার বাড়ির সামনেই খেলা করছিল সে ৷ প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, তার হাতে একটি স্টিলের পাইপ ছিল ৷ কোনওভাবে সে একটি বিদ্যুতের খুঁটির কাছে চলে যায় ৷
সেই খুঁটিতে বিদ্যুতের তার খোলা অবস্থায় বেরিয়ে ছিল ৷ মহম্মদ রোশন কোনওভাবে তার হাতের স্টিলের পাইপটি ওই বিদ্যুতের তারে ছুঁইয়ে ফেলে ৷ মুহূর্তে তড়িদাহত হয়ে ছিটকে পড়ে সে ৷
আরও পড়ুন : বাধা হল যশ, কলকাতায় পৌঁছতে না পেরে মৃত্য়ু বালকের
এরপর এলাকার বাসিন্দারাই মহম্মদ রোশনকে উদ্ধার করে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু চিকিৎসকরা সেখানে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিঘা নিচু সেন্টার এলাকায় ৷ ময়নাতদন্তের পর এদিন দুপুরে ওই কিশোরের মৃতদেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ৷