রানিগঞ্জ , 4 অক্টোবর : কয়েকদিন আগেই একাদশ শ্রেণিতে ভরতি হয়েছে সে । দুই চোখে এখন তার উচ্চশিক্ষার স্বপ্ন । ভবিষ্যতে শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে তার । কিন্তু সেইসব কিছু এক নিমেষেই শেষ হয়ে যাচ্ছিল । অভিযোগ , তার অমতে জোর করে বাড়ি থেকে বিয়ে ঠিক করেছিল পরিবারের লোকজন । তাই নিজেকে এই বিয়ে থেকে বাঁচাতে রানিগঞ্জের BDO-কে ফোন করে ওই কিশোরী । ফোন পেয়ে তার বাড়ি যায় রানিগঞ্জের BDO এবং রানিগঞ্জ থানার পুলিশ এবং তার বিয়ে আটকে দেয় তারা । রানিগঞ্জে বক্তারনগর এলাকার ঘটনা ।
স্থানীয় সূত্রে জানা যায় , রানিগঞ্জে বক্তারনগর এলাকার একাদশ শ্রেণির ছাত্রীর বিয়ে তার অমতেই ঠিক করে দেয় বাড়ির লোকজন । কিন্তু সে বিয়ে করতে অস্বীকার করে । ঠাকুমার কাছেই থাকে সে । সেক্ষেত্রে কেউ বাড়িতে না থাকায় রানিগঞ্জের BDO অভীক চৌধুরিকে ফোন করে পুরো বিষয়টি জানায় । এই ঘটনা শোনার পর রানিগঞ্জের BDO ও রানিগঞ্জ থানার পুলিশ যৌথভাবে ওই কিশোরীর বাড়ি পৌঁছায় ও তার বিয়ে আটকে দেয় ।
পাশাপাশি , ওই কিশোরীর ঠাকুমার কাছে মুচলেখা লিখিয়ে নেওয়ায় হয় যে , 18 বছর পূর্ণ না হলে তাকে বিয়ে দেওয়া যাবে না । জোরপূর্বক বিয়ে দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন ।