ETV Bharat / state

Street School in Jamuria : ‘রাস্তার মাস্টারমশাই’-এর দুয়ারে স্কুলে বেড়েই চলেছে পড়ুয়ার সংখ্যা - Rastar Master in jamuriya

আদিবাসী পরিবারের ছেলেমেয়েদের নিয়ে রাস্তার উপর স্কুল চালাচ্ছেন জামুরিয়া তিলকা মুর্মু আদিবাসী বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়েক ৷

Street School in Jamuriya
Street School in Jamuriya
author img

By

Published : Sep 5, 2021, 6:12 PM IST

Updated : Sep 25, 2021, 2:05 PM IST

জামুড়িয়া, 5 সেপ্টেম্বর : করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রয়েছে । বেসরকারি স্কুলগুলি বন্ধ থাকলেও পড়াশোনার জন্য অনলাইন ক্লাস শুরু করা হয়েছে । দামি স্মার্টফোনের সাহায্যে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে । কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা । দলছুট হওয়া স্কুলপড়ুয়াদের শিক্ষার আলো ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ "রাস্তার মাস্টারমশাইয়ের " । সেই রাস্তার মাস্টার মশাইয়ের নাম দীপনারায়ণ নায়েক ।

দীপনারায়ণ নায়েক জামুরিয়া তিলকা মুর্মু আদিবাসী বিদ্যালয়ের শিক্ষক । গত 1 বছর আগে রাস্তার মাস্টারমশাই দীপনারায়ণ নায়েক আদিবাসী গ্রামের রাস্তার ওপরে 50 ছাত্রীদের নিয়ে পড়াশোনা শুরু করেন । শুধু পড়াশোনাই নয়, মিড-ডে-মিল থেকে বঞ্চিত হওয়া ওই ছাত্র-ছাত্রীদের প্রোটিন জাতীয় খাবারের ব্যবস্থাও করেন তিনি । একদিকে পড়াশোনা অন্যদিকে খাবার পেয়ে দিনের-পর-দিন ছাত্রের সংখ্যা বেড়েই চলেছে ।

দীপনারায়ণ নায়েক বলেছেন, "করোনা পরিস্থিতি কথা মাথায় রেখে সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল বন্ধ হয়ে গিয়েছে । স্কুল বন্ধ হয়ে যাওয়ায় জামুড়িয়া প্রত্যন্ত আদিবাসী গ্রামের‌ খুদে স্কুলপড়ুয়া পড়াশোনা থেকে মুখ ফেরাতে শুরু করে । পড়াশোনা থেকে মুখ ফেরানো আদিবাসী গ্রামের স্কুলপড়ুয়াদের জন্য স্কুলকেই দুয়ারে নিয়ে আসা হয়েছে ৷ শুরু করা হয় রাস্তার উপরে স্কুলের পরিবেশ । প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে দিয়ে পড়াশোনা শেখানো হয় ।’’

আদিবাসী পাড়ার রাস্তা এখন স্কুল
আদিবাসী পাড়ার রাস্তা এখন স্কুল

এরপর আদিবাসী গ্রামের পড়ুয়াদের কাছে নতুন সমস্যা দেখা দেয় । করোনা পরিস্থিতিতে অর্থ উপার্জন করতে অক্ষম হয়ে পড়েন আদিবাসী গ্রামের মানুষজন । ফলে খাতা, বই, পেন্সিলের জোগান দেওয়া সমস্যার হয়ে ওঠে ৷ সমস্যার কথা মাথায় রেখে গ্রামের একাধিক বাড়ির দেওয়ালে কালো রং দিয়ে ব্ল্যাকবোর্ড, স্লেট তৈরি করা হয়েছে । খুদে পড়ুয়াদের জন্য স্লেট তৈরি করা হয়েছে দেওয়ালের মধ্যে । দূরত্ব বজায় রেখে প্রতিদিনই স্কুলের পরিবেশ নিয়ে পড়াশোনা চলছে আদিবাসী পাড়ায় ।

আরও পড়ুন : Teacher's Day : শিক্ষক-শিক্ষিকাদের ভালবাসায় লকডাউনে বন্ধ স্কুল সেজে উঠেছে নতুন রূপে

আদিবাসী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সঙ্গে স্বাস্থ্যের কথাও মাথায় রাখছেন রাস্তার মাস্টারমশাই । অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আদিবাসী স্কুল পড়ুয়াদের ম্যালেরিয়া রোগ নিয়ে সচেতনতা করছেন তিনি । এছাড়াও আদিবাসী স্কুল পড়ুয়াদের অভিভাবকদের করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন 'রাস্তার মাস্টার' ।

জামুড়িয়ায় আদিবাসী পাড়ায় স্কুল চালাচ্ছেন 'রাস্তার মাস্টার'

জামুড়িয়া, 5 সেপ্টেম্বর : করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রয়েছে । বেসরকারি স্কুলগুলি বন্ধ থাকলেও পড়াশোনার জন্য অনলাইন ক্লাস শুরু করা হয়েছে । দামি স্মার্টফোনের সাহায্যে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে । কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা । দলছুট হওয়া স্কুলপড়ুয়াদের শিক্ষার আলো ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ "রাস্তার মাস্টারমশাইয়ের " । সেই রাস্তার মাস্টার মশাইয়ের নাম দীপনারায়ণ নায়েক ।

দীপনারায়ণ নায়েক জামুরিয়া তিলকা মুর্মু আদিবাসী বিদ্যালয়ের শিক্ষক । গত 1 বছর আগে রাস্তার মাস্টারমশাই দীপনারায়ণ নায়েক আদিবাসী গ্রামের রাস্তার ওপরে 50 ছাত্রীদের নিয়ে পড়াশোনা শুরু করেন । শুধু পড়াশোনাই নয়, মিড-ডে-মিল থেকে বঞ্চিত হওয়া ওই ছাত্র-ছাত্রীদের প্রোটিন জাতীয় খাবারের ব্যবস্থাও করেন তিনি । একদিকে পড়াশোনা অন্যদিকে খাবার পেয়ে দিনের-পর-দিন ছাত্রের সংখ্যা বেড়েই চলেছে ।

দীপনারায়ণ নায়েক বলেছেন, "করোনা পরিস্থিতি কথা মাথায় রেখে সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল বন্ধ হয়ে গিয়েছে । স্কুল বন্ধ হয়ে যাওয়ায় জামুড়িয়া প্রত্যন্ত আদিবাসী গ্রামের‌ খুদে স্কুলপড়ুয়া পড়াশোনা থেকে মুখ ফেরাতে শুরু করে । পড়াশোনা থেকে মুখ ফেরানো আদিবাসী গ্রামের স্কুলপড়ুয়াদের জন্য স্কুলকেই দুয়ারে নিয়ে আসা হয়েছে ৷ শুরু করা হয় রাস্তার উপরে স্কুলের পরিবেশ । প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে দিয়ে পড়াশোনা শেখানো হয় ।’’

আদিবাসী পাড়ার রাস্তা এখন স্কুল
আদিবাসী পাড়ার রাস্তা এখন স্কুল

এরপর আদিবাসী গ্রামের পড়ুয়াদের কাছে নতুন সমস্যা দেখা দেয় । করোনা পরিস্থিতিতে অর্থ উপার্জন করতে অক্ষম হয়ে পড়েন আদিবাসী গ্রামের মানুষজন । ফলে খাতা, বই, পেন্সিলের জোগান দেওয়া সমস্যার হয়ে ওঠে ৷ সমস্যার কথা মাথায় রেখে গ্রামের একাধিক বাড়ির দেওয়ালে কালো রং দিয়ে ব্ল্যাকবোর্ড, স্লেট তৈরি করা হয়েছে । খুদে পড়ুয়াদের জন্য স্লেট তৈরি করা হয়েছে দেওয়ালের মধ্যে । দূরত্ব বজায় রেখে প্রতিদিনই স্কুলের পরিবেশ নিয়ে পড়াশোনা চলছে আদিবাসী পাড়ায় ।

আরও পড়ুন : Teacher's Day : শিক্ষক-শিক্ষিকাদের ভালবাসায় লকডাউনে বন্ধ স্কুল সেজে উঠেছে নতুন রূপে

আদিবাসী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সঙ্গে স্বাস্থ্যের কথাও মাথায় রাখছেন রাস্তার মাস্টারমশাই । অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আদিবাসী স্কুল পড়ুয়াদের ম্যালেরিয়া রোগ নিয়ে সচেতনতা করছেন তিনি । এছাড়াও আদিবাসী স্কুল পড়ুয়াদের অভিভাবকদের করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন 'রাস্তার মাস্টার' ।

জামুড়িয়ায় আদিবাসী পাড়ায় স্কুল চালাচ্ছেন 'রাস্তার মাস্টার'
Last Updated : Sep 25, 2021, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.