ETV Bharat / state

Suvendu Adhikari annoyed over Wrong Badge: তাড়াহুড়োয় 'স্বেচ্ছাসেবক' ব্যাজ পেলেন শুভেন্দু, বিরক্ত বিরোধী দলনেতা - দুর্গাপুর

দুর্গাপুরের (Durgapur) বিজেপির কার্যকারিণী বৈঠকে যোগ দিতে এসে 'স্বেচ্ছাসেবক' লেখা ব্যাজ পেলেন শুভেন্দু অধিকারী ! ঘটনায় বিরক্তি প্রকাশ রাজ্যের বিরোধী দলনেতার (Suvendu Adhikari annoyed over Wrong Badge) ৷

Suvendu Adhikari annoyed over Wrong Badge during BJP Meeting in Durgapur
ব্যাজ বিভ্রাট
author img

By

Published : Jan 21, 2023, 1:56 PM IST

বৈঠকে ঢোকার মুখে শুভেন্দু অধিকারী

দুর্গাপুর, 21 জানুয়ারি: দুর্গাপুরে (Durgapur) দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে ক্ষণিকের জন্য মেজাজ হারালেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ঘটনার জেরে বিব্রত হতে হল বিজেপির কর্তব্যরত কার্যকর্তাদেরও ৷ যদিও মুহূর্তেই বিষয়টি মিটমাট হয়ে যায় ৷

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দু'দিনের কার্যকারিণী বৈঠক চলছে বিজেপির ৷ শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির শনিবার ছিল দ্বিতীয় দিন ৷ দুর্গাপুর শহরের একটি বিলাসবহুল হোটেলে চলছে বৈঠক ৷ তাতে যোগ দিতে আসেন শুভেন্দুও ৷ কিন্তু, বাকি নেতাদের তুলনায় কিছুটা দেরিতে পৌঁছন তিনি ৷ এদিকে, দলের পক্ষ থেকে নিয়ম করা হয়েছে, বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে প্রত্যেক বিজেপি সদস্যকে নিজের নিজের ব্যাজ নিতে হবে ৷ নেতা, কর্মীদের জন্য বরাদ্দ রয়েছে 'প্রতিনিধি' লেখা ব্যাজ ৷ পাশাপাশি, 'স্বেচ্ছসেবক'দের জন্যও আলাদা ব্যাজ রয়েছে ৷ বৈঠকে ঢোকার আগে নাম নথিভুক্তিকরণের জন্য নির্দিষ্ট ডেস্কে গিয়ে এই ব্যাজ সংগ্রহ করতে হবে ৷

আরও পড়ুন: নারী নির্যাতন ইস্যুতে লকেটের নিশানায় মুখ্যমন্ত্রী

এদিন দুর্গাপুরের সংশ্লিষ্ট হোটেলে পৌঁছেই প্রথমে তাড়াহুড়ো করে নাম নথিভুক্তিকরণের ডেস্কে পৌঁছে যান শুভেন্দু ৷ সেখানে বিজেপির যে কর্মী বসেছিলেন, তিনিও দ্রুত একটি ব্যাজ শুভেন্দুকে এগিয়ে দেন ৷ তাতে নিজের নাম লিখে ব্যাজ হাতে নিয়ে বৈঠকে যাওয়ার জন্য পা বাড়ান শুভেন্দু ৷ তখনই দলের এক কর্মীর নজরে আসে, বিরোধী দলনেতাকে 'স্বেচ্ছাসবক' লেখা ব্যাজ দেওয়া হয়েছে ! তিনি তা শুভেন্দুকে বলতেই তিনি দ্রুত পায়ে ফের ফিরে আসেন রেজিস্ট্রেশন ডেস্কে ৷ এরপর তাঁকে ফের 'প্রতিনিধি' লেখা ব্যাজ দেওয়া হয় ৷ সেই ব্যাজে নাম লিখে অবশেষে বৈঠকে যোগ দিতে যান শুভেন্দু ৷ গোটা ঘটনায় কিছুটা হলেও বিরক্ত ছিলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari annoyed over Wrong Badge) ৷

বিষয়টি নিয়ে দলীয় নেতা, কর্মীদের বক্তব্য হল, যা ঘটেছে, সেটি নিতান্তই একটি ছোট ঘটনা ৷ তাড়াহুড়োয় ব্যাজ দিতে গিয়েই ভুল করেছেন রেজিস্ট্রেশন ডেস্কের ওই কর্মী ৷ বিষয়টি শুভেন্দুরও নজর এড়িয়ে গিয়েছিল ৷ কিন্তু, ঘটনা চোখে পড়তেই দ্রুত ভুল সংশোধন করে নেওয়া হয় ৷ ঘটনার পর রেজিস্ট্রেশন ডেস্কে থাকা সংশ্লিষ্ট বিজেপিকর্মীকে দেখা যায়, শুভেন্দু অধিকারীকে ভুলবশত দেওয়া 'স্বেচ্ছাসেবক' লেখা ব্যাজটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলতে ৷

বৈঠকে ঢোকার মুখে শুভেন্দু অধিকারী

দুর্গাপুর, 21 জানুয়ারি: দুর্গাপুরে (Durgapur) দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে ক্ষণিকের জন্য মেজাজ হারালেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ঘটনার জেরে বিব্রত হতে হল বিজেপির কর্তব্যরত কার্যকর্তাদেরও ৷ যদিও মুহূর্তেই বিষয়টি মিটমাট হয়ে যায় ৷

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দু'দিনের কার্যকারিণী বৈঠক চলছে বিজেপির ৷ শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির শনিবার ছিল দ্বিতীয় দিন ৷ দুর্গাপুর শহরের একটি বিলাসবহুল হোটেলে চলছে বৈঠক ৷ তাতে যোগ দিতে আসেন শুভেন্দুও ৷ কিন্তু, বাকি নেতাদের তুলনায় কিছুটা দেরিতে পৌঁছন তিনি ৷ এদিকে, দলের পক্ষ থেকে নিয়ম করা হয়েছে, বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে প্রত্যেক বিজেপি সদস্যকে নিজের নিজের ব্যাজ নিতে হবে ৷ নেতা, কর্মীদের জন্য বরাদ্দ রয়েছে 'প্রতিনিধি' লেখা ব্যাজ ৷ পাশাপাশি, 'স্বেচ্ছসেবক'দের জন্যও আলাদা ব্যাজ রয়েছে ৷ বৈঠকে ঢোকার আগে নাম নথিভুক্তিকরণের জন্য নির্দিষ্ট ডেস্কে গিয়ে এই ব্যাজ সংগ্রহ করতে হবে ৷

আরও পড়ুন: নারী নির্যাতন ইস্যুতে লকেটের নিশানায় মুখ্যমন্ত্রী

এদিন দুর্গাপুরের সংশ্লিষ্ট হোটেলে পৌঁছেই প্রথমে তাড়াহুড়ো করে নাম নথিভুক্তিকরণের ডেস্কে পৌঁছে যান শুভেন্দু ৷ সেখানে বিজেপির যে কর্মী বসেছিলেন, তিনিও দ্রুত একটি ব্যাজ শুভেন্দুকে এগিয়ে দেন ৷ তাতে নিজের নাম লিখে ব্যাজ হাতে নিয়ে বৈঠকে যাওয়ার জন্য পা বাড়ান শুভেন্দু ৷ তখনই দলের এক কর্মীর নজরে আসে, বিরোধী দলনেতাকে 'স্বেচ্ছাসবক' লেখা ব্যাজ দেওয়া হয়েছে ! তিনি তা শুভেন্দুকে বলতেই তিনি দ্রুত পায়ে ফের ফিরে আসেন রেজিস্ট্রেশন ডেস্কে ৷ এরপর তাঁকে ফের 'প্রতিনিধি' লেখা ব্যাজ দেওয়া হয় ৷ সেই ব্যাজে নাম লিখে অবশেষে বৈঠকে যোগ দিতে যান শুভেন্দু ৷ গোটা ঘটনায় কিছুটা হলেও বিরক্ত ছিলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari annoyed over Wrong Badge) ৷

বিষয়টি নিয়ে দলীয় নেতা, কর্মীদের বক্তব্য হল, যা ঘটেছে, সেটি নিতান্তই একটি ছোট ঘটনা ৷ তাড়াহুড়োয় ব্যাজ দিতে গিয়েই ভুল করেছেন রেজিস্ট্রেশন ডেস্কের ওই কর্মী ৷ বিষয়টি শুভেন্দুরও নজর এড়িয়ে গিয়েছিল ৷ কিন্তু, ঘটনা চোখে পড়তেই দ্রুত ভুল সংশোধন করে নেওয়া হয় ৷ ঘটনার পর রেজিস্ট্রেশন ডেস্কে থাকা সংশ্লিষ্ট বিজেপিকর্মীকে দেখা যায়, শুভেন্দু অধিকারীকে ভুলবশত দেওয়া 'স্বেচ্ছাসেবক' লেখা ব্যাজটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.