আসানসোল, 21 সেপ্টেম্বর: প্রায় ছ’মাস পর আসানসোলে ফিরলেন জিতেন্দ্র তিওয়ারি । কম্বল কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি ৷ জামিনের শর্ত ছিল আসানসোল পৌরনিগম এলাকায় তিনি ঢুকতে পারবেন না । পুনরায় হাইকোর্টের নির্দেশেই তিনি বাড়ি ফিরলেন । তবে শর্ত রয়েছে 15 দিনে অন্তত একবার তাঁকে থানায় হাজিরা দিতে হবে ।
বৃহস্পতিবার আসানসোল স্টেশনে নামেন জিতেন্দ্র তিওয়ারি । সেখানে ব্যান্ড পার্টি, তাসা-সহ প্রচুর মানুষ তাঁকে শুভেচ্ছা জানান । মালা পরিয়ে, স্লোগান দিয়ে স্টেশন চত্বরেই জিতেন্দ্র তেওয়ারিকে স্বাগত জানান তাঁর অনুগামীরা । এরপর জিতেন্দ্র তেওয়ারি ঘাগরবুড়ি মন্দিরে যান পুজো দিতে । সঙ্গে তাঁর অনুগামীরা ছিলেন । তারপর নিজের বাড়িতে যান জিতেন্দ্র ।
এদিন জিতেন্দ্র তিওয়রি বলেন, "কয়েক মাস খুব কষ্টে কেটেছে । শুধু আমি কেন যে কোনও মানুষকে তাঁর ভিটেমাটি থেকে যদি দূরে সরিয়ে রাখা হয়, তাহলে তার কষ্ট হবে । ভালো লাগছে নিজের পরিবারের লোকের সঙ্গে দেখা করতে পারছি । আসানসোলের মানুষ আমার পরিবারের অংশ । তাদের সঙ্গে আমি আমার দুঃখ, কষ্ট, বেদনা সবকিছু শেয়ার করতে পারব এটা ভেবেই ভালো লাগবে ।’’
প্রসঙ্গত, গত বছর 14 ডিসেম্বর আসানসোলের রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চার সঙ্গে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল । স্থানীয় কাউন্সিলর চৈতালি তিওয়ারি এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন । পৃষ্ঠপোষক ছিলেন জিতেন্দ্র তিওয়ারি । এই অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
তিনি চলে যাওয়ার পরেই কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয় । তাতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয় । মৃত এক মহিলার ছেলের লিখিত অভিযোগের ভিত্তিতে আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি, জিতেন্দ্র তিওয়ারি-সহ 8 জনের নামে মামলা হয় ।
গত 18 মার্চ দিল্লির অদূরে নয়ডা থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে । বেশ কিছু দিন জেলে থাকার পরে গত 10 এপ্রিল কলকাতা হাইকোর্ট থেকে তিনি শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন । গ্রেফতারের পরে প্রেসিডেন্সি জেলে যাওয়ার পর আসানসোলে আর ফেরার সুযোগ পায়নি জিতেন্দ্র তিওয়ারি ।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে আসানসোলে ঢোকার ছাড়পত্র পেলেন জিতেন্দ্র তিওয়ারি