ETV Bharat / state

গরমের আগেই বাড়ি বাড়ি পানীয় জল দেবে আসানসোলে

আপনার বাড়িতে কী পানীয় জল সংযোগ করা আছে ! যদি না থাকে পৌরনিগমের পক্ষ থেকে মিলতে চলেছে পানীয় জল । আগামী গ্রীষ্মে পানীয় জল সংকট মুক্ত হতে চলেছে আসানসোল পৌরনিগম এলাকায় ।

আগামী গ্রীষ্মের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল সংযোগে বদ্ধ পরিকর আসানসোল পৌরনিগম
আগামী গ্রীষ্মের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল সংযোগে বদ্ধ পরিকর আসানসোল পৌরনিগম
author img

By

Published : Jan 15, 2021, 8:33 PM IST

আসানসোল, 15 জানুয়ারি : গ্রীষ্মের আগেই প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করবে আসানসোল পৌরনিগম । সেই লক্ষ্যে আজ আসানসোল পৌরনিগমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল । এই বৈঠকের পৌরোহিত্য করেন পৌর কমিশনার নিতীন সিংঘানিয়া । সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার সুপারিনটেনডেন্ট সুকোমল মণ্ডল সহ বিভাগীয় ইঞ্জিনিয়ার, পৌর আধিকারিক এবং ঠিকাদারেরা ।

বৈঠক শেষে নিতীন সিংঘানিয়া বলেন "যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে তা দ্রুত সমাপ্ত করার চেষ্টা চলছে । আগামী মাসে তিনটি দিন ধার্য করা হয়েছে । ফেব্রুয়ারির 1, 15, 28 এই তারিখগুলির মধ্যে সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে । এর পাশাপাশি জামুড়িয়াতে 4টি জলের প্রকল্প রয়েছে । সেই প্রকল্পগুলি থেকে বাড়ি বাড়ি জল পৌঁছানোর কাজ দ্রুত শুরু হবে । সেই কারণে 28, 29 এবং 30 জানুয়ারি ক্যাম্প করা হবে জামুড়িয়ায় । বিভিন্ন এলাকায় যেখানে মানুষজন জলের সংযোগ নিতে ইচ্ছুক তারা ওই ক্যাম্পে ফর্ম ফিলাপ করতে পারেন ।"

আরও পড়ুন : পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা

রানিগঞ্জে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাও দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন নিতীন সিংঘানিয়া । অন্যদিকে কুলটিতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে । ইতিমধ্যেই 10 হাজার পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নিতীন সিংঘানিয়া । পাশাপাশি যারা আবেদন করে রেখেছেন ও এখনও পর্যন্ত জলের সংযোগ পাননি তাদের দ্রুত জলের সংযোগ করে দেওয়া হবে ।

আসানসোল পৌরনিগমের কমিশনার নিতীন সিংঘানিয়া কী বললেন ? দেখুন ভিডিয়ো...

আরও জানা গেছে, কুলটিতে 50 কিলোমিটারের বেশি পাইপলাইন পাতার কাজ চলছে । খুব দ্রুত সেই কাজ শেষ হয়ে যাবে । অর্থাৎ আগামী গ্রীষ্মের আগেই আসানসোল পৌরনিগম এলাকার প্রতিটি বাড়িতেই পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর পৌরনিগম ।

আসানসোল, 15 জানুয়ারি : গ্রীষ্মের আগেই প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করবে আসানসোল পৌরনিগম । সেই লক্ষ্যে আজ আসানসোল পৌরনিগমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল । এই বৈঠকের পৌরোহিত্য করেন পৌর কমিশনার নিতীন সিংঘানিয়া । সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার সুপারিনটেনডেন্ট সুকোমল মণ্ডল সহ বিভাগীয় ইঞ্জিনিয়ার, পৌর আধিকারিক এবং ঠিকাদারেরা ।

বৈঠক শেষে নিতীন সিংঘানিয়া বলেন "যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে তা দ্রুত সমাপ্ত করার চেষ্টা চলছে । আগামী মাসে তিনটি দিন ধার্য করা হয়েছে । ফেব্রুয়ারির 1, 15, 28 এই তারিখগুলির মধ্যে সমস্ত অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে । এর পাশাপাশি জামুড়িয়াতে 4টি জলের প্রকল্প রয়েছে । সেই প্রকল্পগুলি থেকে বাড়ি বাড়ি জল পৌঁছানোর কাজ দ্রুত শুরু হবে । সেই কারণে 28, 29 এবং 30 জানুয়ারি ক্যাম্প করা হবে জামুড়িয়ায় । বিভিন্ন এলাকায় যেখানে মানুষজন জলের সংযোগ নিতে ইচ্ছুক তারা ওই ক্যাম্পে ফর্ম ফিলাপ করতে পারেন ।"

আরও পড়ুন : পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা

রানিগঞ্জে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাও দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন নিতীন সিংঘানিয়া । অন্যদিকে কুলটিতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে । ইতিমধ্যেই 10 হাজার পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নিতীন সিংঘানিয়া । পাশাপাশি যারা আবেদন করে রেখেছেন ও এখনও পর্যন্ত জলের সংযোগ পাননি তাদের দ্রুত জলের সংযোগ করে দেওয়া হবে ।

আসানসোল পৌরনিগমের কমিশনার নিতীন সিংঘানিয়া কী বললেন ? দেখুন ভিডিয়ো...

আরও জানা গেছে, কুলটিতে 50 কিলোমিটারের বেশি পাইপলাইন পাতার কাজ চলছে । খুব দ্রুত সেই কাজ শেষ হয়ে যাবে । অর্থাৎ আগামী গ্রীষ্মের আগেই আসানসোল পৌরনিগম এলাকার প্রতিটি বাড়িতেই পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর পৌরনিগম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.