ETV Bharat / state

Sukanta Majumdar: 'দিদি নয়, পৌরনিগমে রাখুন মোদির ছবি', আসানসোলে মন্তব্য সুকান্ত মজুমদার

শুক্রবার আসানসোল পৌরনিগম ঘেরাও অভিযান করা হয় বিজেপির তরফে ৷ সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ।

ETV Bharat
সুকান্ত মজুমদার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 6:49 PM IST

সুকান্ত মজুমদারের বক্তব্য

আসানসোল, 13 অক্টোবর: "পৌরনিগম চালাতে রাজ্য সরকার কোনও টাকা দিচ্ছে না । কেন্দ্রের টাকাতেই চলছে পৌরনিগম । তাই পৌরনিগমে দিদির ছবি নয় মোদির ছবি টাঙান ৷" আসানসোল পৌরনিগম ঘেরাও অভিযানে গিয়ে শুক্রবার এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । ডেঙ্গি, পানীয়জল, রাস্তা-সহ বিভিন্ন নাগরিক পরিষেবার ইস্যুতে আসানসোল পৌরনিগম ঘেরাও কর্মসূচিতে এদিন যোগ দেন সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পাল । ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ পৌরনিগমের বিজেপি কাউন্সিলররা এবং কর্মী সমর্থকরা । শুক্রবার আসানসোলের গির্জা মোড় থেকে মিছিল করে আসানসোল পৌরনিগমে পৌঁছন সুকান্ত মজুমদার-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা ।

এদিন আসানসোল পৌরনিগমের বাইরে দীর্ঘক্ষন অবস্থান-বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে । সুকান্ত মজুমদার এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "রাজ্য কোনও টাকা পাঠাচ্ছে না আসানসোল পৌরনিগমকে । আসানসোল পৌরনিগম চলছে কেন্দ্রের টাকায় ৷ তাই যে সমস্ত দিদির বড় বড় ছবিগুলো লাগানো হয়েছে ওগুলি খুলে দিয়ে মোদির ছবি লাগান পৌরনিগমে ।" সুকান্তর কথায়, "আজকের আন্দোলনের মাধ্যমে একটা টিজার দেখিয়ে গেলাম আমরা । এর পরবর্তীকালে যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে আসানসোল পৌরনিগমে তালা ঝুলিয়ে দেওয়া হবে ।" পাশাপাশি ভবিষ্যতে আসানসোল পৌরনিগমে ইডি বা সিবিআইয়ের হানা হতে পারে বলেও এদিন ইঙ্গিত দিয়ে গেলেন সুকান্ত মজুমদার । তাঁর কথা, "আসানসোলে ইডি, সিবিআই এর তল্লাশি বাকি আছে, এখানেও ছাপা পড়বে ৷"

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করল ইডি

অবস্থান বিক্ষোভের পর বিজেপির তরফে এদিন একটি স্মারকলিপি আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়। সুকান্ত মজুমদারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিধান উপাধ্যায় জানান, "আমাদের ট্যাক্সের টাকা'ই কেন্দ্রে যাচ্ছে । আর সেই টাকা থেকে একটা শতকরা ভাগ পাঠানো হয় । তাহলে কেন্দ্র কোথায় টাকা দিচ্ছে ? সে টাকা তো আমাদেরই ট্যাক্সের টাকা ।" অন্যদিকে পৌরনিগমে তালা দেওয়ার প্রসঙ্গে বিধান উপাধ্যায়ের বক্তব্য "আমরা মানুষের রায়ে পৌরনিগমে এসেছি । তাই তালা দেওয়ার একমাত্র অধিকার শুধুমাত্র মানুষেরই৷ আছে অন্য কারো নয় ।"

সুকান্ত মজুমদারের বক্তব্য

আসানসোল, 13 অক্টোবর: "পৌরনিগম চালাতে রাজ্য সরকার কোনও টাকা দিচ্ছে না । কেন্দ্রের টাকাতেই চলছে পৌরনিগম । তাই পৌরনিগমে দিদির ছবি নয় মোদির ছবি টাঙান ৷" আসানসোল পৌরনিগম ঘেরাও অভিযানে গিয়ে শুক্রবার এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । ডেঙ্গি, পানীয়জল, রাস্তা-সহ বিভিন্ন নাগরিক পরিষেবার ইস্যুতে আসানসোল পৌরনিগম ঘেরাও কর্মসূচিতে এদিন যোগ দেন সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পাল । ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ পৌরনিগমের বিজেপি কাউন্সিলররা এবং কর্মী সমর্থকরা । শুক্রবার আসানসোলের গির্জা মোড় থেকে মিছিল করে আসানসোল পৌরনিগমে পৌঁছন সুকান্ত মজুমদার-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা ।

এদিন আসানসোল পৌরনিগমের বাইরে দীর্ঘক্ষন অবস্থান-বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে । সুকান্ত মজুমদার এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "রাজ্য কোনও টাকা পাঠাচ্ছে না আসানসোল পৌরনিগমকে । আসানসোল পৌরনিগম চলছে কেন্দ্রের টাকায় ৷ তাই যে সমস্ত দিদির বড় বড় ছবিগুলো লাগানো হয়েছে ওগুলি খুলে দিয়ে মোদির ছবি লাগান পৌরনিগমে ।" সুকান্তর কথায়, "আজকের আন্দোলনের মাধ্যমে একটা টিজার দেখিয়ে গেলাম আমরা । এর পরবর্তীকালে যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে আসানসোল পৌরনিগমে তালা ঝুলিয়ে দেওয়া হবে ।" পাশাপাশি ভবিষ্যতে আসানসোল পৌরনিগমে ইডি বা সিবিআইয়ের হানা হতে পারে বলেও এদিন ইঙ্গিত দিয়ে গেলেন সুকান্ত মজুমদার । তাঁর কথা, "আসানসোলে ইডি, সিবিআই এর তল্লাশি বাকি আছে, এখানেও ছাপা পড়বে ৷"

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করল ইডি

অবস্থান বিক্ষোভের পর বিজেপির তরফে এদিন একটি স্মারকলিপি আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়। সুকান্ত মজুমদারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিধান উপাধ্যায় জানান, "আমাদের ট্যাক্সের টাকা'ই কেন্দ্রে যাচ্ছে । আর সেই টাকা থেকে একটা শতকরা ভাগ পাঠানো হয় । তাহলে কেন্দ্র কোথায় টাকা দিচ্ছে ? সে টাকা তো আমাদেরই ট্যাক্সের টাকা ।" অন্যদিকে পৌরনিগমে তালা দেওয়ার প্রসঙ্গে বিধান উপাধ্যায়ের বক্তব্য "আমরা মানুষের রায়ে পৌরনিগমে এসেছি । তাই তালা দেওয়ার একমাত্র অধিকার শুধুমাত্র মানুষেরই৷ আছে অন্য কারো নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.