ETV Bharat / state

Sukanta Criticises Mamata: 'হিন্দু ধর্মের অপমান', পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ সুকান্তের - সুকান্ত মজুমদার

Sukanta Majumdar Slams Mamata Banerjee: মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে নিয়ে ছেলেখেলা করছেন, পিতৃপক্ষে দেবী দুর্গার পুজোর উদ্বোধন করে তিনি হিন্দু ধর্মকে অপমানিত করেছেন ৷ দুর্গাপুরে এমনই অভিযোগ করলেন সুকান্ত মজুমদার ৷

Sukanta Criticises Mamata
মমতাকে কটাক্ষ সুকান্তের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 7:58 PM IST

Updated : Oct 13, 2023, 8:09 PM IST

পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ সুকান্তের

দুর্গাপুর, 13 অক্টোবর: মহালয়ার আগে দুর্গোপুজোর উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ শুক্রবার দুর্গাপুরে তিনি বলেন, পিতৃপক্ষে দুর্গোৎসবের উদ্বোধন করে হিন্দু ধর্মকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি হিন্দু ধর্ম নিয়ে ছেলেখেলা করছেন বলে তোপ দেগেছেন সুকান্ত ৷

দুর্গাপুরে প্রথমবার ট্রাংক রোড ক্ষুদিরাম ফুটবল ময়দানে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত হতে চলেছে দুর্গোৎসব । দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুইয়ের উদ্যোগে আয়োজিত এই দুর্গোৎসবের প্রস্তুতি দেখতে শুক্রবার সন্ধেয় সেখানে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তখনই সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গোৎসবের উদ্বোধন নিয়ে সমালোচনার সুর শোনা যায় সুকান্তের মুখে ৷

তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ছেলেখেলা করছেন হিন্দু ধর্মকে নিয়ে । অন্যান্য ধর্মের কোনও উৎসবের একদিন আগে তিনি সেই উৎসব পালন করে দেখান । তাহলে বোঝা যাবে তাঁর ধড়ে কটা মাথা আছে ।"

মুখ্যমন্ত্রী অসুস্থ থাকার কারণে বৃহস্পতিবার তাঁর বাসভবনেই মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছেন ৷ এই নিয়েও তাঁকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী আসলে সিপিএমের ভালো ছাত্রী ৷ তাদের নেতারা যেমন দেহত্যাগ না করলে পদত্যাগ করেননি, তিনিও সেই পথেই চলছেন । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা আস্তে আস্তে পরিষ্কার হয়ে গিয়েছে রাজ্যপালের বাড়ির সামনে ধরনা দেওয়ার ঘটনায় । আর বুড়ো ভাম নেতাগুলো অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিচ্ছেন ।"

আরও পড়ুন: দলে ও ঘরে গুরুত্ব না পেয়ে একমাস বিশ্রামে মুখ্যমন্ত্রী, কটাক্ষ দিলীপের

নারদা ও সারদা কাণ্ডের তদন্ত দ্রুত শেষ হবে বলে জানিয়ে সুকান্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী জেলে যাবেন ।

এ দিন দুর্গাপুরের ট্রাংক রোড ফুটবল ময়দানে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কর্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ সুকান্তের

দুর্গাপুর, 13 অক্টোবর: মহালয়ার আগে দুর্গোপুজোর উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ শুক্রবার দুর্গাপুরে তিনি বলেন, পিতৃপক্ষে দুর্গোৎসবের উদ্বোধন করে হিন্দু ধর্মকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি হিন্দু ধর্ম নিয়ে ছেলেখেলা করছেন বলে তোপ দেগেছেন সুকান্ত ৷

দুর্গাপুরে প্রথমবার ট্রাংক রোড ক্ষুদিরাম ফুটবল ময়দানে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত হতে চলেছে দুর্গোৎসব । দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুইয়ের উদ্যোগে আয়োজিত এই দুর্গোৎসবের প্রস্তুতি দেখতে শুক্রবার সন্ধেয় সেখানে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তখনই সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গোৎসবের উদ্বোধন নিয়ে সমালোচনার সুর শোনা যায় সুকান্তের মুখে ৷

তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ছেলেখেলা করছেন হিন্দু ধর্মকে নিয়ে । অন্যান্য ধর্মের কোনও উৎসবের একদিন আগে তিনি সেই উৎসব পালন করে দেখান । তাহলে বোঝা যাবে তাঁর ধড়ে কটা মাথা আছে ।"

মুখ্যমন্ত্রী অসুস্থ থাকার কারণে বৃহস্পতিবার তাঁর বাসভবনেই মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছেন ৷ এই নিয়েও তাঁকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী আসলে সিপিএমের ভালো ছাত্রী ৷ তাদের নেতারা যেমন দেহত্যাগ না করলে পদত্যাগ করেননি, তিনিও সেই পথেই চলছেন । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা আস্তে আস্তে পরিষ্কার হয়ে গিয়েছে রাজ্যপালের বাড়ির সামনে ধরনা দেওয়ার ঘটনায় । আর বুড়ো ভাম নেতাগুলো অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিচ্ছেন ।"

আরও পড়ুন: দলে ও ঘরে গুরুত্ব না পেয়ে একমাস বিশ্রামে মুখ্যমন্ত্রী, কটাক্ষ দিলীপের

নারদা ও সারদা কাণ্ডের তদন্ত দ্রুত শেষ হবে বলে জানিয়ে সুকান্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী জেলে যাবেন ।

এ দিন দুর্গাপুরের ট্রাংক রোড ফুটবল ময়দানে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কর্মীদের হাতে নতুন বস্ত্র তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

Last Updated : Oct 13, 2023, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.