ETV Bharat / state

খুদেরাই দেখাচ্ছে পথ, স্কুলে হ্যাঙ্গিং গার্ডেন বানিয়ে সবুজ বাঁচাচ্ছে ওরা - বিশ্ব পরিবেশ

আসানসোলের ইস্টার্ন রেলওয়ে স্কুলে হ্যাঙ্গিং গার্ডেন তৈরি করল পড়ুয়ারা । শুধু স্কুলের সৌন্দর্য নয়, পরিবেশরক্ষায়ও যে এই দৃষ্টান্ত সাড়া ফেলবে, তা একবাক্যে স্বীকার করলেন মাস্টারমশাইরা ।

হ্যাঙ্গিং গার্ডেন
author img

By

Published : Jul 1, 2019, 7:44 PM IST

Updated : Jul 2, 2019, 11:33 AM IST

আসানসোল, 1 জুলাই : স্কুলের উঠান যথেষ্টই ছোটো । সেখানে গাছ লাগানো প্রায় অসম্ভবই বলা চলে । কিন্তু, বাগান তৈরি করা থেকে ওদের আটকাবে কে ? প্লাস্টিকের বোতল কেটে, তাতে মাটি ভরে, স্কুলের দেওয়ালেই তৈরি হয়ে গেল ছোট্ট হ্যাঙ্গিং গার্ডেন ।

আসানসোলের ইস্টার্ন রেলওয়ে স্কুল । সেই ব্রিটিশ আমলে গড়ে ওঠে এই স্কুলভবন । সেসময় থেকেই হেরিটেজ মর্যাদা বহন করে চলেছে এই স্কুল । বিশ্ব উষ্ণায়নের থাবায় গোটা বিশ্ব যখন জোড় দিচ্ছে সবুজায়নের দিকে, তখন কিছু একটা করার কথা ভাবতে শুরু করে ইস্টার্ন রেলওয়ে স্কুলের পড়ুয়ারা । এদিকে, স্কুলে বড় গাছ লাগানো তো দূরঅস্ত, ছোটো বাগান করারও জায়গা নেই ।

hanging garden
পাশে রয়েছেন মাস্টারমশাইরাও

এরই মধ্যে পড়ুয়াদের চোখে পড়ে আসানসোল স্টেশনে তৈরি হ্যাঙ্গিং গার্ডেন । শুরু হয়ে যায় প্রস্তুতি । মাস্টারমশাইদের সাহায্যে স্কুলের দেওয়ালকেই বেছে নেওয়া হয় । প্লাস্টিকের বোতল মাঝখান থেকে কেটে মাটি ভরে তা দেওয়ালের সঙ্গে আটকানো হয় । আর তাতে লাগানো হয় গাছের চারা ।

hanging garden
হ্যাঙ্গিং গার্ডেন তৈরি করছে পড়ুয়ারা

ইস্টার্ন রেলওয়ে বয়েজ় হাইস্কুলের শিক্ষক সন্দীপ মুখোপাধ্যায় বলেন, "এই হ্যাঙ্গিং গার্ডেন তৈরি করার সম্পূর্ণ কৃতিত্ব ছাত্রদের । নিজেদের চেষ্টায় এই সুন্দর বাগান তৈরি করেছে ওরাই । এতে স্কুলের সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি পরিবেশও রক্ষা পাচ্ছে ।" তিনি আরও বলেন, "খুব তাড়াতাড়ি বাগানের উদ্বোধন করা হবে ।"

দেখুন ভিডিয়ো

আসানসোল, 1 জুলাই : স্কুলের উঠান যথেষ্টই ছোটো । সেখানে গাছ লাগানো প্রায় অসম্ভবই বলা চলে । কিন্তু, বাগান তৈরি করা থেকে ওদের আটকাবে কে ? প্লাস্টিকের বোতল কেটে, তাতে মাটি ভরে, স্কুলের দেওয়ালেই তৈরি হয়ে গেল ছোট্ট হ্যাঙ্গিং গার্ডেন ।

আসানসোলের ইস্টার্ন রেলওয়ে স্কুল । সেই ব্রিটিশ আমলে গড়ে ওঠে এই স্কুলভবন । সেসময় থেকেই হেরিটেজ মর্যাদা বহন করে চলেছে এই স্কুল । বিশ্ব উষ্ণায়নের থাবায় গোটা বিশ্ব যখন জোড় দিচ্ছে সবুজায়নের দিকে, তখন কিছু একটা করার কথা ভাবতে শুরু করে ইস্টার্ন রেলওয়ে স্কুলের পড়ুয়ারা । এদিকে, স্কুলে বড় গাছ লাগানো তো দূরঅস্ত, ছোটো বাগান করারও জায়গা নেই ।

hanging garden
পাশে রয়েছেন মাস্টারমশাইরাও

এরই মধ্যে পড়ুয়াদের চোখে পড়ে আসানসোল স্টেশনে তৈরি হ্যাঙ্গিং গার্ডেন । শুরু হয়ে যায় প্রস্তুতি । মাস্টারমশাইদের সাহায্যে স্কুলের দেওয়ালকেই বেছে নেওয়া হয় । প্লাস্টিকের বোতল মাঝখান থেকে কেটে মাটি ভরে তা দেওয়ালের সঙ্গে আটকানো হয় । আর তাতে লাগানো হয় গাছের চারা ।

hanging garden
হ্যাঙ্গিং গার্ডেন তৈরি করছে পড়ুয়ারা

ইস্টার্ন রেলওয়ে বয়েজ় হাইস্কুলের শিক্ষক সন্দীপ মুখোপাধ্যায় বলেন, "এই হ্যাঙ্গিং গার্ডেন তৈরি করার সম্পূর্ণ কৃতিত্ব ছাত্রদের । নিজেদের চেষ্টায় এই সুন্দর বাগান তৈরি করেছে ওরাই । এতে স্কুলের সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি পরিবেশও রক্ষা পাচ্ছে ।" তিনি আরও বলেন, "খুব তাড়াতাড়ি বাগানের উদ্বোধন করা হবে ।"

দেখুন ভিডিয়ো
Last Updated : Jul 2, 2019, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.