দুর্গাপুর, 25 অগাস্ট : টিউশন পড়তে যাওয়ার পথে মিনিবাসের ধাক্কায় আহত ক্লাস নাইনের এক ছাত্র । নাম মহম্মদ ইরফান । দুর্গাপুরের ঘটনা । ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে উত্তেজিত জনতা । ঘটনাস্থানে পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের বচসা বাধে । পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । অবরোধ তুলে নেওয়া হয় ।
মহম্মদ ইরফানের বাড়ি দুর্গাপুরের নইমনগরে । আজ সকালে সাইকেল নিয়ে সে টিউশন পড়তে যাচ্ছিল । সেইসময় বেনাচিতি থেকে দুর্গাপুর স্টেশনের দিকে যাওয়ার পথে একটি বাস তাকে ধাক্কা মারে । ঘটনায় গুরুতর আহত হয় ইরফান । উত্তেজিত জনতা পথ অবরোধ করে ।
স্থানীয়দের অভিযোগ, ভিড়িঙ্গি স্কুলের সামনে ফুটপাথ দখল করেছে ব্যবসায়ীরা । এদিকে, রাস্তা ছোটো । তার মধ্যেই মিনিবাসগুলো বেপরোয়াভাবে চলে । তাই, দুর্ঘটনা ঘটেছে ।
অভিযুক্ত বাসচালককে আটক করেছে পুলিশ ।