ETV Bharat / state

ঘিঞ্জি রাস্তাতেও বেপরোয়া বাস, দুর্ঘটনার পর রাস্তা অবরোধ - দুর্গাপুর

আজ সকালে সাইকেল নিয়ে টিউশন পড়তে যাচ্ছিল ক্লাস নাইনের ছাত্র মহম্মদ ইরফান । সেইসময় বেনাচিতি থেকে দুর্গাপুর স্টেশনের দিকে যাওয়ার পথে একটি বাস তাকে ধাক্কা মারে ।

দুর্ঘটনার পর রাস্তা অবরোধ
author img

By

Published : Aug 25, 2019, 12:54 PM IST

দুর্গাপুর, 25 অগাস্ট : টিউশন পড়তে যাওয়ার পথে মিনিবাসের ধাক্কায় আহত ক্লাস নাইনের এক ছাত্র । নাম মহম্মদ ইরফান । দুর্গাপুরের ঘটনা । ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে উত্তেজিত জনতা । ঘটনাস্থানে পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের বচসা বাধে । পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । অবরোধ তুলে নেওয়া হয় ।

মহম্মদ ইরফানের বাড়ি দুর্গাপুরের নইমনগরে । আজ সকালে সাইকেল নিয়ে সে টিউশন পড়তে যাচ্ছিল । সেইসময় বেনাচিতি থেকে দুর্গাপুর স্টেশনের দিকে যাওয়ার পথে একটি বাস তাকে ধাক্কা মারে । ঘটনায় গুরুতর আহত হয় ইরফান । উত্তেজিত জনতা পথ অবরোধ করে ।

স্থানীয়দের অভিযোগ, ভিড়িঙ্গি স্কুলের সামনে ফুটপাথ দখল করেছে ব্যবসায়ীরা । এদিকে, রাস্তা ছোটো । তার মধ্যেই মিনিবাসগুলো বেপরোয়াভাবে চলে । তাই, দুর্ঘটনা ঘটেছে ।

অভিযুক্ত বাসচালককে আটক করেছে পুলিশ ।

দুর্গাপুর, 25 অগাস্ট : টিউশন পড়তে যাওয়ার পথে মিনিবাসের ধাক্কায় আহত ক্লাস নাইনের এক ছাত্র । নাম মহম্মদ ইরফান । দুর্গাপুরের ঘটনা । ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে উত্তেজিত জনতা । ঘটনাস্থানে পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের বচসা বাধে । পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । অবরোধ তুলে নেওয়া হয় ।

মহম্মদ ইরফানের বাড়ি দুর্গাপুরের নইমনগরে । আজ সকালে সাইকেল নিয়ে সে টিউশন পড়তে যাচ্ছিল । সেইসময় বেনাচিতি থেকে দুর্গাপুর স্টেশনের দিকে যাওয়ার পথে একটি বাস তাকে ধাক্কা মারে । ঘটনায় গুরুতর আহত হয় ইরফান । উত্তেজিত জনতা পথ অবরোধ করে ।

স্থানীয়দের অভিযোগ, ভিড়িঙ্গি স্কুলের সামনে ফুটপাথ দখল করেছে ব্যবসায়ীরা । এদিকে, রাস্তা ছোটো । তার মধ্যেই মিনিবাসগুলো বেপরোয়াভাবে চলে । তাই, দুর্ঘটনা ঘটেছে ।

অভিযুক্ত বাসচালককে আটক করেছে পুলিশ ।

Intro:দুর্গাপুর বেনাচিতি বাজারের ভিড়িঙ্গীতে মিনি বাসের ধাক্কায় গুরুতর আহত নবম শ্রেণীর এক ছাত্র। আহত ছাত্রের নাম মোহাম্মদ ইরফান(১৫ বছর)। রবিবার সকালে সাইকেল নিয়ে দুর্গাপুরের নঈমনগরের বাসিন্দা মোহাম্মদ ইরফান টিউশন পড়তে যাচ্ছিল। সেই সময় বেনাচিতি থেকে দুর্গাপুর স্টেশন গামী একটি বাস তাকে চাপা দেয়। মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় চোট লাগে ইরফানের।দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরে উত্তেজিত জনতা গাড়িচালককে ধরে ফেলে। উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখে। অভিযোগ এই ঘিঞ্জি বাজারের রাস্তাতেও মিনিবাসগুলি বেপরোয়া ভাবেই চালায়।ভিড়িঙ্গি স্কুলের সামনে রাস্তার ওপরে ফুটপাত দখল হলেও প্রশাসন নির্বিকার।দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে উত্তেজিত জনতার সাথে পুলিশের বচসা বাঁধে।উত্তেজিত জনতার মাঝ থেকে মিনিবাসের চালক কে উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।এই ঘটনার জেরে বেনাচিতি বাজারে প্রায় ঘন্টাখানেক বাস চলাচল বন্ধ থাকে।Body:GConclusion:H
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.